হাইকোর্টের রায়ে খালাস পেলেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল
Published: 27th, February 2025 GMT
বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই দশকের বেশি সময় আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজা হয়েছিল বিএনপির এই নেতার।
ওই সাজার রায়ের বিরুদ্ধে করা এক আবেদনের (ক্রিমিনাল রিভিশন) শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতে হাবিবুল ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী মো.
রায়ের বিষয়ে আইনজীবী মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, দণ্ডবিধিতে করা ওই মামলায় অধস্তন দুই আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম জামিনে আছেন।
মামলার নথি ও আইনজীবীসূত্রে জানা যায়, ধর্ষণের শিকার এক নারীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। ঘটনার এক যুগ পর ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা আদালতে নালিশি অভিযোগ করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ মে হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যদের বিরুদ্ধে দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পৃথক অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে দণ্ডবিধির মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি রায় দেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এতে হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ নেতা-কর্মীকে ৪ থেকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছর সাজার বিরুদ্ধে আপিল করা হলে দায়রা আদালতের ২০২২ সালের ৭ এপ্রিল দেওয়া রায়ে ওই দণ্ড বহাল থাকে। এর বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে রিভিশন করেন হাবিবুল ইসলাম হাবিব। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে আজ রায় দেওয়া হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ ব ব ল ইসল ম হ ব ব আইনজ ব ব এনপ
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক