Prothomalo:
2025-05-01@09:18:07 GMT

মেলায় বিদায়ের সুর

Published: 28th, February 2025 GMT

এবার শনিবার ছুটির দিনে শুরু হয়েছিল অমর একুশের বইমেলা। শেষও হচ্ছে আরেক ছুটির দিন আজ শুক্রবারে। বেলা ১১টায় শুরু হবে শিশুপ্রহর দিয়ে, মেলা চলবে রাত নয়টা পর্যন্ত।

গতকাল থেকেই মেলায় ছিল বিদায়ের আবহ। প্রকাশকেরা খুশি হতে পারলেন না মেলা নিয়ে। এবার লেখকদেরও উপস্থিতি দেখা গেল না বিশেষ। তবে লোকসমাগম হয়েছিল অনেক। সে তুলনায় বেচাকেনা অল্প। প্রাবন্ধিক আহমাদ মাযহারের সঙ্গে কথা হলো সন্ধ্যায়। তিনি বললেন, মেলার আবার বারোয়ারি চরিত্র ফিরে এসেছে। মানুষ অনেক এসেছে, তবে যাঁরা প্রকৃতই বই পছন্দ করেন, কেনেন—তেমন মানুষের উপস্থিতি খুব কম। যাঁরা নির্দিষ্ট কোনো লেখক বা বিষয় নিয়ে বই করেন, তাঁদের বিক্রি সবচেয়ে কম। যাঁরা বিচিত্র ধরনের বই করেছেন, তুলনামূলকভাবে তাঁদের বিক্রি ভালো।

শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন বললেন, এবার মেলার ব্যবস্থাপনায়, পরিকল্পনার ঘাটতি ছিল। অনেক অপ্রিয় ঘটনা ঘটেছে, তার একটা প্রভাব পড়েছে বিক্রিতে।

বাতিঘরের প্রকাশক দীপঙ্কর দাশ ও প্রধান নির্বাহী জাফর আহমদ রাশেদ জানালেন, মেলার বিক্রি নিয়ে তাঁরা হতাশ। এতটা নেমে যাবে বিক্রি, তা ভাবনাতেই ছিল না। মেলার পরিকল্পনা নিয়ে আয়োজকদের ঘাটতি ছিল।

প্রকাশদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, বিক্রি গত বছরের তুলনায় এক–তৃতীয়াংশের মতো। নবযুগের প্রকাশক অজিত রায় নন্দী, অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা, স্বপ্ন’৭১ এর প্রকাশক আবু সাঈদসহ ছোট–বড় অনেক প্রতিষ্ঠানের প্রকাশক ও কর্মকর্তারা জানালেন, অনেকেরই এবার লোকসান হবে। বিশেষ করে ছোট প্রকাশকদের অবস্থা খারাপ। তবে বই বিক্রি কেন এমন ব্যাপক কমে গেল, সে বিষয়টি তাঁদের কাছেও পরিষ্কার নয়।

এ পরিস্থিতিতেও প্রচুর নতুন বই প্রকাশিত হয়েছে। গতকাল মেলার তথ্যকেন্দ্রে নতুন বই এসেছে ১৭৬টি। এ নিয়ে গতকাল পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৫। নতুন বই তিন হাজারের ঘর পেরিয়ে যাবে শেষ দিনে। কালও অনেক নতুন বইয়ের মোড়ক উন্মোচন হলো। বিকেলে অন্যপ্রকাশের স্টলে মোড়ক উন্মোচন হলো গীতিকার আসিফ ইকবালের আত্মোন্নয়নমূলক বই যদি লক্ষ্য থাকে অটুট। লেখকের সঙ্গে শিল্পী ফাহমিদা নবী, লুৎফর হাসান, প্রকাশক মাজহারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে সায়মা রহমান তুলির বই একাকিত্ব ও মনের যত্ন বইয়ের মোড়ক উন্মোচন হলো সন্ধ্যায় স্বপ্ন ’৭১–এর স্টলে। এখান থেকে এবার এসেছে জিয়াউল সরকারের ব্যতিক্রমী ধারার গল্পগ্রন্থ সুরতহাল।

এবার নতুন বইগুলোর মধ্যে জলধী এনেছে সেলিম মোরশেদের সাহিত্য সংগ্রহ, নবযুগ এনেছে ড.

বিনয়েন্দ্র নাথ চৌধুরীর বৌদ্ধ সাহিত্য, মনীন্দ্র কুমার গুপ্তর ভারতীয় সাধক, প্রথমা এনেছে এ কে এম সুফিউল আনামের ইয়েমেনে অপহৃত এক বাঙালির কাহিনি: অপহরণের ৫৪৫ দিন, ইউপিএল এনেছে শওকত হোসেন মাসুমের কেলেঙ্কারির অর্থনীতি: বাংলাদেশের অর্থনীতির পেছনের অনর্থনীতি, ঋদ্ধি এনেছে আলমগীর সাত্তারের ছোটদের এরোপ্লেন আবিষ্কারের কাহিনি, মূর্ধন্য এনেছে ইকবাল খোরশেদের কবিতা বুকপকেটের পদ্য, পুঁথিপ্রকাশ এনেছে ইমরান মাহফুজের গণ-অভ্যুত্থানবিষয়ক বই নির্মম জুলাই ও গণ-অভ্যুত্থানে আহত লেখক, পাঠক সমাবেশ এনেছে হাসান হাফিজের স্মৃতির সময়।

আফ্রিকা দক্ষিণ

লেখক মো. তৌহিদ হোসেন তাঁর কূটনৈতিক জীবনের শেষ পর্বে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাঁর ব্যাপক পরিভ্রমণের সুযোগ হয়। নিজের আগ্রহে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে দেশগুলোর মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ইত্যাদির সঙ্গে পরিচিত হন তিনি। সে অভিজ্ঞতার বিবরণই সরল ও অনাড়ম্বর ভাষায় কিন্তু আকর্ষণীয় ভঙ্গিতে তুলে ধরেছেন আফ্রিকা দক্ষিণ বইয়ে। বইটি সাধারণ পাঠকের কাছে এক অজানা জগতের দ্বার উন্মোচন করবে। মো. তৌহিদ হোসেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!

আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?

ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।

ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’

 চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।

জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

সম্পর্কিত নিবন্ধ