শেখ হাসিনার পতন ঘটানো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আজ। গতকাল এর নাম ঠিক করা হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মাধ্যমে আত্মপ্রকাশ করবে দলটি।

গতকাল প্রথমবারের মতো রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক কমিটির (জানাক) কার্যালয়ে আসেন নাহিদ ইসলাম। তিনি সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কক্ষে বসেন। সেখানে আখতার, নাসীর, হাসনাত, সারজিস, শামান্তাসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেন নাহিদ। এসব বৈঠকেই ঠিক হয় শীর্ষস্থানীয় পদে কে দায়িত্ব পাবেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামই হচ্ছেন এনসিপির আহ্বায়ক। সদস্য সচিব হতে আগ্রহী একাধিক নেতার মধ্যে টানাপোড়েন হলেও শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে পদটিতে আসছেন আখতার হোসেন।

কারা থাকছেন কমিটিতে 

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে প্ল্যাটফর্ম গড়ে গত বছর ১ জুলাই আন্দোলনে নামেন। নেতৃত্বে ছাত্রশক্তির নেতারা সামনের সারিতে থাকলেও শিবির, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন বাম সংগঠনের নেতারাও ছিলেন। রাজনৈতিক দল গড়তে ৮ সেপ্টেম্বর গঠন করা জাতীয় নাগরিক কমিটিতেও (জানাক) শিবির, কওমি মাদ্রাসাভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতারা আসেন।

তবে জাতীয় নাগরিক কমিটি (জানাক) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত এনসিপির নেতৃত্ব নিয়ে বিরোধে ইসলামী ছাত্রশিবিরের সাবেক চার নেতা নতুন দলে যোগ না দিলেও বাকিরা থাকছেন। অভ্যুত্থানের পর জানাকে আসা ছাত্রশক্তি, গণঅধিকার পরিষদ, বাম ঘরানার বিভিন্ন সংগঠনের নেতারাও থাকছেন। 

আখতার হোসেন সমকালকে জানান, ইনক্লুসিভ গণতান্ত্রিক দল হবে এনসিপি। সাবেক শিবির নেতাদের বাদ দেওয়া হবে না।

কে কোন পদ পেলেন

সবপক্ষকে জায়গা দিতে সমঝোতার জন্য প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী পদ সৃষ্টি করা হয়েছে এনসিপিতে। মুখ্য সংগঠকের একটি পদ বৃদ্ধি করা হয়েছে। সমঝোতার জন্য দফায় দফায় বৈঠকের পর মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, শামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে বলে জানাক সূত্র সমকালকে নিশ্চিত করেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।

জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে ডা.

তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা ও মনিরা শারমিনের মধ্যে একজন আসতে পারেন। আরিফুল ইসলাম আদীব এবং নুসরাত তাবাসসুমও এ পদে আগ্রহী। তাই গতকাল রাত পর্যন্ত সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে কারও নাম চূড়ান্ত হয়নি।

কমিটির আকার কেমন হবে

আহ্বায়ক কমিটি ১৫০ সদস্যের হতে পারে। গত বুধবার গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারি হয় পদ-পদবি নিয়ে। শীর্ষ নেতৃত্বের প্রায় সব পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাওয়ায় শেখ হাসিনার অভাবনীয় পতন ঘটানো অভ্যুত্থানে পুলিশের গুলির সামনে দাঁড়ানো বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাতে এমন কিছু না ঘটে, তা নিশ্চিতে নেতারা তৎপর। তারা জানিয়েছেন, সব পক্ষের সমন্বয়ে আহ্বায়ক কমিটি হবে। ঢাকার বাইরের নেতারাও পদে থাকবেন। 

আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেই এনসিপির ২৪ দফা ঘোষণাপত্র আসতে পারে। জানাকের সব নেতা দলে জায়গা পাবেন না। সংগঠনটি কোনো কর্মসূচি পালন না করলেও, কার্যকর থাকবে।

পদপদবি নিয়ে মতভিন্নতা

জানাকের মুখপাত্র শামান্তা শারমিন সমকালকে বলেন, সবার মতামতের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। পদপদবি নিয়ে কখনও বিরোধ, বিভক্তি ছিল না। মতভিন্নতা ছিল। এনসিপি পারিবারিক নয়, গণতান্ত্রিক দল হবে। শীর্ষ পদ থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। ফলে মতপার্থক্য থাকবেই।

সপ্তাহখানেক ধরে শোনা যাচ্ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হবেন নতুন দলের মুখ্য সংগঠক। অভ্যুত্থানের সময়ে সমন্বয়কের দায়িত্ব পালন করা সারজিস আলম হবেন মুখপাত্র। তবে দু’জনেই মুখ্য সংগঠকের পদ পেতে আগ্রহী ছিলেন।

নাহিদের উপস্থিতিতে সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখপাত্র পদটিই থাকবে না। হাসনাত ও সারজিস দু’জনই সমমর্যাদার মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন। সারজিস দেশের উত্তরাঞ্চলীয় ৩২ জেলার সংগঠন সামলাবেন; হাসনাত দেখভাল করবেন দক্ষিণাঞ্চলীয় ৩২ জেলা।

এনসিপির সদস্য সচিব পদে আগ্রহী ছিলেন জানাকের আহ্বায়ক নাসীরুদ্দীন। এতে সমর্থন ছিল উপদেষ্টা মাহফুজ আলমের। ছাত্রশক্তি ও গণঅধিকার পরিষদ থেকে আসা নেতারা আখতারকে সমর্থন দেন। তাই নাসীরের জন্য প্রধান সমন্বয়কারী সৃষ্টি করা হয়। আহ্বায়ক, সদস্য সচিবের পরেই হবে এ পদের মর্যাদা। যদিও কমিটি অনুমোদনের ক্ষমতা থাকবে না। মুখ্য সংগঠক হতে আগ্রহী আরেক ছাত্রনেতা হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক করা হয়েছে সমঝোতার অংশ হিসেবেই।

কী হবে দলের আদর্শ

অভ্যুত্থানের সময়ে শিবির নেতাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং পরে সংগঠনটির সাবেক নেতাদের জানাকে যোগ দেওয়ায় নতুন দল জামায়াতের ‘বি টিম’ হতে যাচ্ছে বলে কেউ কেউ অভিযোগ তুলেছেন। তবে তা বরাবর নাচক করেছেন দলটির উদ্যোক্তারা। নাসীরুদ্দীন সমকালকে বলেছেন, চব্বিশের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে এনসিপি। ডান-বাম কোনোপন্থিই নয়, হবে বাংলাদেশপন্থি। অভ্যুত্থানে যেমন সব মত ও বিশ্বাসের মানুষ এক হয়েছিলেন, এনসিপিতেও একই ধারা থাকবে।

সালেহ উদ্দীন সিফাত সমকালকে বলেন, বয়স, পেশা নির্বিশেষে জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেছেন এনসিপি নিয়ে। তারা সারাদেশ থেকে আসবেন। আমাদের দল মধ্যপন্থি ও অন্তর্ভুক্তিমূলক হবে। রাষ্ট্র কাঠামোতে সমস্যা থাকায় একবার বাকশাল আরেকবার ফ্যাসিবাদের শিকার হতে হচ্ছে মানুষকে। তাই আমরা নতুন সংবিধানের কথা বলছি, গণপরিষদের কথা বলছি। এ ছাড়া রাষ্ট্র কাঠামোর নানা বিষয়ে জনবান্ধব এবং বাস্তবভিত্তিক প্রস্তাব দিয়েছি। রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনে এ নতুন বন্দোবস্ত।

এনসিপির ঘোষণাপত্রে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও কর্মসংস্থানে জোর দেওয়া হবে। এসব বিষয়ে আমূল পরিবর্তনে রূপরেখা থাকবে। ঘোষণাপত্রে থাকবে, কেন অন্যান্য রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, কী কারণে চব্বিশের অভ্যুত্থান হয়েছে? কী কারণে নতুন দল গঠন করতে হয়েছে।

কোন কোন দল আমন্ত্রণ পেল

শুক্রবার বিকেল ৩টার আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের প্রচেষ্টা রয়েছে। এ জন্য আগের সিদ্ধান্ত বদল করে গতকাল দলের উদ্যোক্তারা ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীকে অনুষ্ঠানে আসার নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টাদের আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা।

গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের দল গঠনে সরকারের সহায়তা রয়েছে বলে বিএনপিসহ কয়েকটি দলের অভিযোগ। ছাত্রদের দলকে ‘কিংস পার্টি’ আখ্যাও দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা– এ প্রশ্নও উঠেছে। তাই বিতর্ক এড়াতে উপদেষ্টাদের কেউ আত্মপ্রকাশ অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও যাচ্ছেন না।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক ৩৬ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ জ ম য় ত ইসল ম গণঅভ য ত থ ন ম খ য স গঠক সমন বয়ক র এনস প র সমঝ ত র স গঠন র সদস য স উপদ ষ ট ক র পর ক কম ট ইসল ম আখত র গতক ল সরক র

এছাড়াও পড়ুন:

ভারত-পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থা, প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত-পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম, হয়তো গুজব, যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধাআধি প্রস্তুতির কোনো জায়গা নাই।’

গতকাল বুধবার রাজধানীর বীরউত্তম এ কে খন্দকার ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। খবর বিবিসি বাংলা ও বাসসের।

নিজেকে ‘যুদ্ধবিরোধী মানুষ’ উল্লেখ করে তিনি বলেন, ‘পৃথিবীতে যুদ্ধ হোক– এটা আমরা কামনা করি না।’ যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়– এ রকম ধারণার বিষয়ে ঘোরতর আপত্তির কথা জানান ড. ইউনূস।

তিনি আরও বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত আধুনিক বিমানবাহিনী গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

দেশপ্রেম ও পেশাদারিত্ব আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিমানবাহিনীর সব সদস্যের প্রতি যুগোপযোগী ক্ষমতা ও দক্ষতা অর্জন এবং পেশাগত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব।’

তিনি বলেন, ‘ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধবিমান, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, রাডার সংযোজনের জন্য বিমানবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে সরকার।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলনের গুরুত্ব অপরিসীম। এ প্রেক্ষাপটে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান-দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছেন।’

তিনি দেশের বিমানবন্দরগুলোর সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিমানবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনই নয় উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বিমানবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় বহন করে। বাংলাদেশ বিমানবাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ভূরাজনৈতিক পরিস্থিতি এবং কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

এর আগে বিমানঘাঁটিতে এসে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। অনুষ্ঠানস্থলে বিমানবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়।

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ প্রধান উপদেষ্টার

গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা। গতকাল সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ঘর বিতরণ করেন।

ওই বন্যায় অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। প্রাথমিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। অসংখ্য বাড়িঘর সম্পূর্ণরূপে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। নির্মাণের সামর্থ্য নেই, এ রকম তিনশ পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর পুনর্নির্মাণ করে দেওয়া হয়। এর মধ্যে ফেনীতে ১১০টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি ও চট্টগ্রামে ৩০টি ঘর বরাদ্দ দেওয়া হয়। দুটি কক্ষ, কমন স্পেস, শৌচাগার, রান্নাঘরসহ বারান্দা রয়েছে। ৪৯২ বর্গফুট আয়তনের ঘরে ৭ লাখ ২৫ হাজার ৬৯৪ টাকা এবং ৫০০ বর্গফুটের ঘরে প্রাক্কলিত ব্যয় ৭ লাখ ২৬ হাজার ৬৭৮ টাকা বরাদ্দ করা হয়। সেনাবাহিনী ঘরগুলো নির্মাণ করেছে।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বক্তব্য দেন।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।

অধ্যাপক ইউনূস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে, যাতে এগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে।

বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘দেশের নৌবন্দরগুলোর বর্তমান হ্যান্ডলিং ক্যাপাসিটি বছরে ১ দশমিক ৩৭ মিলিয়ন ইউনিট, যা সঠিক পরিকল্পনা ও কর্মপন্থার মাধ্যমে আগামী পাঁচ বছরে ৭ দশমিক ৮৬ মিলিয়ন ইউনিটে উন্নীত করা সম্ভব।’

সম্পর্কিত নিবন্ধ