হেপাটাইটিস বি মারাত্মক সংক্রামক ভাইরাস, যা লিভার বা যকৃতের প্রদাহ সৃষ্টি করে। রক্ত, বীর্য এবং শরীরের অন্যান্য তরলের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। অন্তঃসত্ত্বা নারী আক্রান্ত হলে শিশুর আক্রান্ত হওয়ায় আশঙ্কা অনেক বেশি। 

বি ভাইরাসে স্বল্পমেয়াদি (অ্যাকিউট) সংক্রমণের পাশাপাশি দীর্ঘস্থায়ীও (ক্রনিক) হতে পারে। ফলে বি ভাইরাস সংক্রমণে জন্ডিস, লিভার সিরোসিস, লিভার ক্যানসার এমনকি মৃত্যুও হতে পারে। তবে সৌভাগ্যবশত, হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য এটি অত্যন্ত কার্যকর টিকা আছে।

এটাই রোগটি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। টিকা আবিষ্কারের পর থেকে বিশ্বজুড়ে এই রোগের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। 

আরও পড়ুনদীর্ঘমেয়াদি রোগে কী কী টিকা নেবেন২৮ ফেব্রুয়ারি ২০২৪

হেপাটাইটিস বি টিকার কার্যকারিতা

হেপাটাইটিস বি তিনটি ডোজের টিকা গ্রহণের পর ৯৫–১০০ শতাংশ মানুষের শরীরে এই রোগের প্রতিরোধক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হয়। এই টিকা শিশুদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, তাদের দীর্ঘস্থায়ী সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের লিভার ক্যানসার এবং লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

হেপাটাইটিস বি টিকার ডোজ

মা বি ভাইরাসে আক্রান্ত হলে নবজাতককে জন্মের প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই বি ভাইরাসের টিকা এবং ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়। বাংলাদেশে ইপিআই ভ্যাকসিন শিডিউলে নবজাতকদের ৬, ১০ এবং ১৪ সপ্তাহ বয়সে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। তবে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি যেকোনো সময় হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নিতে পারেন।

টিকার সাধারণত তিনটি ডোজ প্রয়োজন হয়। প্রথম ডোজের এক মাস পরে দ্বিতীয় ডোজ এবং ছয় মাস পরে তৃতীয় ডোজ নিতে হয়। তবে টিকার ডোজ সম্পন্ন করার দু–তিন মাস পরে অবশ্যই অ্যান্টিবডি টাইটার পরীক্ষা করে পরিপূর্ণ সুরক্ষা পাওয়ায় ব্যাপারে নিশ্চিত হতে হবে। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষদের অতিরিক্ত ডোজ প্রয়োজন হতে পারে।

যাঁরা হেপাটাইটিস বি ভাইরাসের সংস্পর্শে এসেছেন কিন্তু টিকা নেননি, তাঁদের ক্ষেত্রে টিকা ছাড়াও হেপাটাইটিস বি ভাইরাস রোগপ্রতিরোধী ইমিনোগ্লোবিউলিন দেওয়া উচিত।

আরও পড়ুনবিয়ের আগেই কেন মেয়েদের জরায়ুমুখের ক্যানসারের টিকা নিতে হবে২৪ জানুয়ারি ২০২৫

হেপাটাইটিস বি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া

হেপাটাইটিস বি টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম বা সাধারণত হালকা হয়ে থাকে। কারও কারও টিকা নেওয়ার জায়গায় সামান্য ব্যথা, লালভাব বা ফোলাভাব হতে পারে এবং সঙ্গে হালকা জ্বর বা মাথাব্যথাও হতে পারে। এসব পার্শ্বপ্রতিক্রিয়া কয়েক দিনের মধ্যেই চলে যায়।

কাদের হেপাটাইটিস বি টিকা নেওয়া উচিত

সব নবজাতক, শিশু এবং প্রাপ্তবয়স্কদের হেপাটাইটিস বি টিকা নেওয়া উচিত। বিশেষ করে যাঁরা কিছু নির্দিষ্ট রোগের ঝুঁকির মধ্যে আছেন, তাঁদের জন্য এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাঁদের পরিবারে হেপাটাইটিস বি সংক্রমণের ইতিহাস আছে, যাঁরা বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সঙ্গে বসবাস করেন, স্বাস্থ্যকর্মী (কারণ, তাঁরা রক্ত এবং অন্যান্য শারীরিক তরলের সংস্পর্শে আসেন), এইডস রোগী, ডায়ালাইসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া রোগী, যাঁরা ইনজেকশনের মাধ্যমে মাদক নেন এবং যাঁদের একাধিক যৌনসঙ্গী আছে।

তবে রক্ত পরীক্ষায় কারও হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়লে টিকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। সে ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন। 

ভ্যাকসিন দিলেই কি আপনি সুরক্ষিত

হেপাটাইটিস বি অ্যান্টিবডি টাইটার রক্ত পরীক্ষায় যদি ১০ এমআইইউ/এমএলের নিচে থাকে, তবে ধরে নিতে হবে আপনি পর্যাপ্ত সুরক্ষিত নন। এবং এই গ্রুপকে ‘লো’ অথবা ‘নন-রেসপন্ডার’ বলা হয়। সে ক্ষেত্রে আবার একটি বুস্টার ডোজ নিতে বলা হয়।

সেটি আগে নেওয়া টিকার ব্র্যান্ড বা অন্য কোনো বেশি কার্যকর ব্র্যান্ডের টিকা হতে পারে। এরপরও অ্যান্টিবডি টাইটার সন্তোষজনক না হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করে রোগ প্রতিরোধক্ষমতা দেখা যেতে পারে।হেপাটাইটিস বি টিকা নিরাপদ ও কার্যকর, যা আপনাকে এবং আপনার পরিবারকে এই রোগের হাত থেকে রক্ষা করতে পারে। এই টিকা গ্রহণের মাধ্যমে আপনি শুধু নিজেকেই নয়, বরং একটি সুস্থ সমাজ গঠনেও ভূমিকা রাখতে পারেন।

ডা.

কাকলী হালদার, সহকারী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা

আরও পড়ুনহেপাটাইটিস থেকে বাঁচার উপায়২৮ জুলাই ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ প ট ইট স ব ক র যকর স ক রমণ পর ক ষ

এছাড়াও পড়ুন:

নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে সড়কের পাশে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে শাহবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমানসহ ১৩ জন আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শাহাব উদ্দিন ও প্রশিকার গঠিত সংগঠন প্রভাতী যুব সংঘের সভাপতি নড়াইল সদর উপজেলার তুজরডাঙ্গা এলাকার মুজিবুর রহমান, সদস্য একই এলাকার জরিনা বেগম, রজব আলী, মো. আজিবর, মো. ইলিয়াছ, ইমান আলী, মো. ওমর, মো. হায়দার, আবু সাঈদ, মো. এনামুল ও মো. শরিফুল।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৯ এপ্রিল নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সরকারি রাস্তার জায়গা থেকে গাছ কাটা ও চুরি করে বিক্রির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উপস্থিত হয়ে দেখেন, কাটা গাছবোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী। তখন ঘটনাস্থলে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ নিয়ে জানতে পারেন, মামলার আসামিরা কোনো ধরনের অনুমতি ছাড়াই খাসজমি থেকে গাছ কেটে বিক্রি করেছেন। এর আগেও একবার তাঁরা ওই জমি থেকে গাছ বিক্রি করেছিলেন। জব্দ করা গাছের লগ, ডালপালা এবং আগে কাটা গাছের অবশিষ্ট ভূমিসংলগ্ন গুঁড়ি পর্যবেক্ষণ করে বোঝা গেছে, ওই স্থান থেকে আনুমানিক পাঁচ লাখ টাকার অধিক গাছ চুরি করে কাটা ও বিক্রি হয়েছে।  

প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শাহাব উদ্দিন বলেন, ২০০৯ সালে প্রশিকা, ইউনিয়ন পরিষদ ও প্রভাতী যুব সংঘের যৌথ উদ্যোগে একটি চুক্তির মাধ্যমে সড়কের পাশে গাছগুলো রোপণ করেছিল। সে সময় সড়কটি খাস খতিয়ানভুক্ত ছিল না। বর্তমানে তা সরকারের আওতায় পড়ায় গাছ কাটার অনুমতি চেয়ে ইউএনওর কাছে আবেদন করা হয়েছিল, তবে প্রশাসন কোনো সিদ্ধান্ত দেয়নি।  কিছুদিন আগে ইউপি সদস্য ইব্রাহিম তাঁকে ফোনে জানান, বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালা বিক্রি করতে চান চেয়ারম্যান। বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালাগুলো পড়ে থেকে নষ্ট হবে ভেবে তিনি বিক্রিতে সম্মতি দেন। পরে গাছ কীভাবে বা কারা কেটেছে, তা তিনি জানেন না।

মামলা করার আগে অবৈধভাবে গাছ কাটার অভিযোগের ব্যাপার জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিকার সঙ্গে চুক্তির একটি পক্ষ ছিল ইউনিয়ন পরিষদ। সেই হিসেবে গাছ কাটার অনুমতি নিতে ইউএনও বরাবর প্রশিকার আবেদন তিনি চেয়ারম্যান হিসেবে সুপারিশ করেছিলেন। তবে গাছ কেটেছে প্রশিকা আর তাদের সংগঠন। এখানে চেয়ারম্যান-মেম্বরের কিছু নেই।

নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, প্রশিকার চুক্তির সময় সড়কটি ব্যক্তিমালিকানাধীন জমিতে ছিল, পরে ২০১৫ সালে এটি খাস খতিয়ানভুক্ত হয়। খাসজমি থেকে গাছ কাটা বেআইনি। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ