চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়লেন বাটলার
Published: 28th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তাতে সমালোচনার মুখে অধিকায়ত্ব ছাড়লেন জস বাটলার।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। করাচিতে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন এই উইকেটরক্ষক ব্যাটার।
গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু হয় ইংল্যান্ডের। পরের ম্যাচে আফগানদের বিপক্ষে সবচেয়ে বড় ধাক্ষা খায় দলটি। বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকে।
আরো পড়ুন:
চার ভেন্যুতে ৩৪ ম্যাচের পিএসএল হবে ৩৮ দিনে
সালমা জেতালেন মোহামেডানকে, গুলশানের প্রথম হার
ভারতীয় দৈনিক এক ইনডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানদের বিপক্ষে হারের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন বাটলার।
ইংল্যান্ডকে ৪৩টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বাটলার। ১৮ ম্যাচে জয় পেয়েছেন আর হেরেছেন ২৫টিতে। আর ৫১টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২৬টিত, হেরেছেন ২২ টিতে।
ঢাকা/রিয়াদ/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।