বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আনুষ্ঠানিক ভাবে এই অলরাউন্ডার এখনও ওয়ানডে এবং টেস্টকে বিদায় বলেননি। তবে এশিয়ান লিজেন্ডস লিগে দেখা যাবে সাকিবকে। মূলত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ক্রিকেটারদের নিয়েই এই টি-টোয়েন্টি লিগটি অনুষ্ঠিত হয়।

এই আসরের দল এশিয়ান স্টারসের জার্সিতে মাঠে মাতাবেন সাকিব। এই লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা নিশ্চিত করেছে ব্যাপারটি। আগামী লিগটি ১০ মার্চ শুরু হতে হচ্ছে যাচ্ছে এবারের এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে বাঙ্গালদেশী ক্রিকেটারদের নিয়ে গড়া ‘বাংলাদেশ টাইগার্সের’ নামেও একটি দল রয়েছে। যে দলে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন। ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে।

নিজেদের সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে স্পোর্টসকিডা সাকিবের ছবি দিয়ে লিখে, “সাকিব আল হাসান ২০২৫ সালের এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি২০-তে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে যাচ্ছেন!
প্রখ্যাত অলরাউন্ডার প্রথমে বাংলাদেশ টাইগার্সের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, তবে এশিয়ান স্টার্স দ্রুততার সাথে তাকে দলে ভেড়ানো নিশ্চিত করতে সক্ষম হয়েছে আসন্ন মৌসুমের জন্য।

সাকিবকে ব্যাট-বল হাতে মাঠে দেখতে মুখিয়ে আছেন?

এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টির সব রোমাঞ্চকর অ্যাকশন দেখতে এশিয়ান লিজেন্ডস লিগ এবং স্পোর্টসকিডার সাথে থাকুন, যেটি  ২০২৫ সালের ১০-১৮ মার্চ নাথওয়াড়া অনুষ্ঠিত হবে!”

কদিন আগে লিজেন্ড নাইন্টি টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা সাকিবের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন এই অলরাউন্ডার।

অন্যদিকে সাকিবের সাথে এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে আরেক বাংলাদেশী ক্রিকেটার অলক কাপালিকে। যেখানে তারা সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।

এদিকে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে নামবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এ ছাড়া ১০ মার্চ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম, আশরাফুলরা খেলবেন ১৪ মার্চ। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে ফাইনাল।

সাকিব গত বছরের (২০২৪) সেপ্টেম্বরে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সাথে জানান পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আগ্রহী তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার।

এমনকি কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য লিজেন্ডস অব রুপগঞ্জে নাম নিবন্ধন করেছিলেন সাকিব। তবে একদিন পরেই সেটি প্রত্যাহার করে নেন।

গতবছর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগের হয়ে নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর জুলাই গণঅভ্যুত্থানের পর সেই আওয়ামী লীগ সরকার পতিত হলে আর দেশে ফিরতে পারেননি দেশ সেরা এই ক্রিকেটার।

এশিয়ান স্টারস- সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন।
 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন

আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশ সম্প্রতি লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। ইউসেপ বাংলাদেশ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দেবে একজনকে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস হতে হবে আবেদনকারী প্রার্থীকে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৩৫ বছর
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা ও গ্রুপ ইনস্যুরেন্স
সাপ্তাহিক ছুটি: ২ দিন
কর্মস্থল: রংপুর
আবেদনের শেষ দিন: ০৪ মে, ২০২৫
*আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি দেখুন এখানে

আরও পড়ুনট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন৬ ঘণ্টা আগেআরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ধোনি কি অবসর নেবেন, গিলক্রিস্ট–পোলকরা যা বলছেন
  • চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
  • ঢাবিতে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে প্রফেশনাল মাস্টার্স, জিপিএ ২.৫ এ আবেদন
  • ছয় কোটি শ্রমিক রাষ্ট্রীয় সুরক্ষার বাইরে
  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ৩ কর্মকর্তার অবসর ও বরখাস্তের আদেশ আদালতে বহাল
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলো বিএসইসি
  • বাবার মরদেহ দুই বছর লুকিয়ে রাখেন সন্তান