Samakal:
2025-09-18@05:27:36 GMT

উপনির্বাচনে উদাসীন ফারুক

Published: 2nd, March 2025 GMT

উপনির্বাচনে উদাসীন ফারুক

বিসিবির পরিচালনা পর্ষদের ১৫টি পদ শূন্য হয়ে আছে চার মাসেরও বেশি সময়। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে ১০ জন পরিচালক নিয়ে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভাষায় জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। অথচ বিসিবি সভাপতি ফারুক আহমেদ চাইলে অনেক আগেই পরিচালনা পর্ষদের শূন্যপদ পূরণ করা সম্ভব হতো বলে মনে করেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একাধিক কর্মকর্তা। 

পরিচালকদের শূন্যপদ সম্পর্কে জানতে চেয়ে বিসিবিকে চিঠিও দিয়েছিল এনএসসি। চিঠি ইস্যুর চার মাস পেরিয়ে গেলেও বিসিবি উপনির্বাচনের উদ্যোগ না নেওয়ায় বিস্মিত ক্রীড়া নীতিনির্ধারকরা। এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আন্তরিকতার ঘাটতি দেখছেন ক্রিকেট-সংশ্লিষ্টরাও। দেশের ক্রিকেটের কার্যক্রমে গতি আনতে পরিচালকদের শূন্যপদে দ্রুত নির্বাচন আশা করেন তারা।

ফারুক বিসিবি সভাপতি নির্বাচিত হন গত বছর ২১ আগস্ট। ১০ জন পরিচালক নিয়েই গত ছয় মাসে ক্রিকেট কার্যক্রম চালিয়ে নিতে পারলেও উন্নয়ন কার্যক্রমে গতি আনা সম্ভব হয়নি। বিভাগীয় পর্যায়ে একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে আলোর মুখ দেখেনি। মূলত, জাতীয় দলের কার্যক্রমগুলো বাস্তবায়ন করতেই ব্যস্ত থাকতে হয়েছে সভাপতিকে। পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে জাতীয় দল। নারী টি২০ বিশ্বকাপ আয়োজন করেছেন নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। বিপিএল, ঢাকা তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করেছেন স্পন্সর নিয়ে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াবে কাল থেকে। 

নারীদের আন্তর্জাতিক সফরের পাশাপাশি ঘরোয়া লিগের খেলাও অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো নারীদের লাল বলের ক্রিকেট লিগ হয়েছে। ক্রিকেটীয় এ কার্যক্রম নিয়ে সভাপতির গর্ব করার উপলক্ষ থাকলেও দুর্বলতাগুলো চোখে পড়ার মতোই। পরিচালক কম থাকায় বিপিএল গভর্নিং কাউন্সিল, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হয়েছে ফারুককে। বর্তমানে একাধিক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে একজন পরিচালককে। ফিন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক অ্যান্ড প্রটোকল বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় ফাহিম সিনহাকে। গ্রাউন্ডস, টেন্ডার অ্যান্ড পারচেজ ও এইচপির চেয়ারম্যান মাহাবুবুল আনাম, টুর্নামেন্ট, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ও প্রতিবন্ধী ক্রিকেটের চেয়ারম্যান আকরাম খান। স্বপন চৌধুরীকে বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপ্ন। ইফতেখার আহমেদ মিঠু মিডিয়া ও আম্পায়ার্স কমিটির প্রধান। সালাউদ্দিন চৌধুরীকে সিসিডিএমের সঙ্গে অডিটের চেয়ারম্যান করা হলেও কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কারণ দেখিয়ে অডিট বিভাগের চেয়ারম্যানের পদ ছেড়েছেন। নিজেদের ব্যবসা-বাণিজ্য সামলে এত বিভাগ কাজ সুচারুভাবে সম্পন্ন করা কঠিন বলে মনে করেন বিসিবি কর্মকর্তারাই।

নামপ্রকাশ না করার শর্তে একজন পরিচালক বলেন, ‘ইসমাইল হায়দার মল্লিকের ঘনিষ্ঠ কর্মকর্তারা বহাল রয়েছেন। এখন বোর্ডে কী হচ্ছে, সব খবর চলে যাচ্ছে আগের পরিচালকদের কাছে। এগুলো পরিষ্কার করার পাশাপাশি উপনির্বাচনের মাধ্যমে ১৫ জন পরিচালক সংযুক্ত করা গেলে স্বেচ্ছাচারিতা থাকবে না। সভাপতির উচিত হবে দ্রুত উপনির্বাচন দেওয়া।’ 

বিসিবির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে অক্টোবরে। ক্লাব ক্যাটেগরিতে ছয়টি, বিভাগীয় ক্যাটেগরিতে আটটি ও সাবেক ক্রিকেটার ক্যাটেগরিতে একজন পরিচালকের পদ শূন্য রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালকের পদ শূন্য হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে শূন্যপদ পূরণ করতে হবে। বিদ্যমান কাউন্সিলরদের থেকে প্রার্থী হতে পারবেন। কাউন্সিলর নন এমন কেউ পরিচালক পদে নির্বাচন করতে পারবেন না। তিন বছর আগের তালিকাভুক্ত কাউন্সিলরদের ভোটে হতে হবে উপনির্বাচন। সে ক্ষেত্রে বিসিবির উপনির্বাচনের জন্য কাউন্সিলর নেওয়ার প্রয়োজন নেই। প্রশ্ন হলো বিসিবির কার্যক্রমে গতি আনতে এবং গঠনতন্ত্র রক্ষার স্বার্থে ফারুক আহমেদ উপনির্বাচন দিতে রাজি আছেন কিনা। এ ব্যাপারে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে বিসিবি সভাপতিকে ফোনে পাওয়া যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ র ক আহম দ শ ন যপদ আহম দ

এছাড়াও পড়ুন:

সংগীতশিল্পী দীপ মারা গেছেন

র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরো পড়ুন:

৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।” 

দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।” 

তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” 

পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান
  • মহানবী (সা.)–এর ইন্তেকালের পরে শাসন নিয়ে যা ঘটেছে
  • কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ
  • সংগীতশিল্পী দীপ মারা গেছেন