‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার পেল মাইন্ডশেয়ার বাংলাদেশ
Published: 2nd, March 2025 GMT
দেশে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করল মাইন্ডশেয়ার বাংলাদেশ। প্রতিবছর শেষে মাইন্ডশেয়ার গ্লোবাল এই পুরস্কারের ঘোষণা করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩৫০টি এন্ট্রি এবং ৩২টি মার্কেটের কঠিন প্রতিযোগিতার মধ্য থেকে ‘রিন বিপ কল ক্যাম্পেইন’ অর্জন করে এই অভূতপূর্ণ সাফল্য! ইউনিলিভার ব্র্যান্ড রিন-এর জন্য করা ক্যাম্পেইনটির টেলিকম পার্টনার হিসেবে ভূমিকা পালন করে বাংলালিংক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পুরস্কার চারটি বিভাগে দেওয়া হয়, যেখানে বাকি তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে ও ভারতের মাইন্ডশেয়ার অফিস। এই ক্যাম্পেইনের মাধ্যমে, ১৭ লক্ষাধিক গ্রামীণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যাদের প্রচলিত গণমাধ্যমের মাধ্যমে পৌঁছানো সম্ভব ছিল না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।