প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার এ দুই দেশ ছাড়াও চীনের পণ্যে আরোপিত শুল্কও দ্বিগুণ হয়েছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন বিস্তৃত বাণিজ্যযুদ্ধের দিকে এগোচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে কানাডা, মেক্সিকো ও চীন পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য প্রভাবিত হতে পারে।  গত ১ ফেব্রুয়ারি দেশ দুটির ওপর এ শুল্ক আরোপ করেন ট্রাম্প। কিন্তু তখন এ ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেন। দেশ দুটি এ সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছিল। তবে এক মাসের সময়সীমা পার হওয়ার পরপরই শুল্ক কার্যকরের ঘোষণা এলো। ট্রাম্পের অভিযোগ, মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিলের প্রবেশ ঘটে, যা বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হয়। 

প্রাথমিকভাবে চীনের পণ্যে শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ আরোপ করা হলেও বর্তমানে তা ২০ শতাংশ করা হয়েছে। চীন আগেই পাল্টা পদক্ষেপ নিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি চীন মার্কিন পণ্যে পাল্টা ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করে। 

গত তিন দশক ধরে কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত সুবিধা নিয়ে বাণিজ্য চালিয়ে আসছিল। শুল্ক আরোপের জেরে এ দেশ দুটির সঙ্গে বাণিজ্য মারাত্মক বাধার মুখে পড়তে যাচ্ছে। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শুল্ক আরোপ করা হলে দ্রুতই ২৫ শতাংশ পাল্টা শুল্কারোপের মাধ্যমে জবাব দেবে অটোয়া। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে যে বিয়ার, ওয়াইন, বাউরবন, বাড়িঘরের আসবাব ও ফ্লোরিডার কমলা কানাডায় আমদানি হয়, সেগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে। তবে ট্রুডো এ-ও বলেন, ‘শুল্ক অসাধারণ সফল বাণিজ্যিক অংশীদারদের বাণিজ্যকে বাধাগ্রস্ত করবে।’     

শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডও। এনবিসিকে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের জেরে তিনি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেবেন। স্থানীয় সময় সোমবার ফোর্ড টরন্টোয় বলেন, ‘ওরা (যুক্তরাষ্ট্র) যদি অন্টারিওকে শেষ করতে আসে, তবে আমি হাসিমুখে ওদের বিদ্যুৎ বন্ধ করে দেব।’ ফোর্ড বলেন, ‘আমি পাল্টা ব্যবস্থা হিসেবে সমান শুল্ক আরোপের পক্ষে। কারণ, যুক্তরাষ্ট্র কানাডার বিদ্যুতের অন্যতম বড় ক্রেতা। তারা আমাদের বিদ্যুতের ওপর নির্ভরশীল। ওদের ব্যথাটা টের পেতে হবে। ওরা যদি আমাদের আঘাত করে, আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসব।’ 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকার ও প্রাদেশিক সরকার একসঙ্গে কাজ করবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মেক্সিকোর প্রতিক্রিয়া জানা যায়নি। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম শিগগিরই তাঁর প্রতিক্রিয়া জানাবেন বলে মনে করা হচ্ছে। এর আগে তিনি পাল্টা শুল্কের হুমকি দিয়েছিলেন।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি বাস্তবায়নের বার্তা দিয়ে ক্ষমতায় আসেন। এর পরই তিনি প্রতিবেশী দুই মিত্র দেশ ও প্রতিদ্বন্দ্বী চীনের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান। এ দেশগুলো পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানালে স্পষ্ট হয় বাণিজ্যযুদ্ধ। এ তিন দেশ ছাড়াও অন্য বাণিজ্যিক অংশীদারের পণ্যে ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে সবচেয়ে ক্ষতির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারতও। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল ক আর প র পদক ষ প ন র ওপর

এছাড়াও পড়ুন:

মাত্র তিন দিনে নেটফ্লিক্সের তালিকার শীর্ষে

মুক্তির পরপরই আলোচনার ঝড় তুলেছে ‘উইক হিরো ক্লাস টু’। সিরিজটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। নেটফ্লিক্সের তালিকায়ও দর্শকের উন্মাদনার ঢেউ লেগেছে। মুক্তির মাত্র তিন দিনের ব্যবধানে নেটফ্লিক্সের অ–ইংরেজিভাষী সিরিজের তালিকার শীর্ষে উঠেছে সিরিজটি। খবর কোরিয়া টাইমসের।

নেটফ্লিক্সের অফিশিয়াল ওয়েবসাইট টুডুম জানিয়েছে, এ পর্যন্ত সিরিজটি ৬ দশমিক ১ মিলিয়নেরও বেশিবার ভিউ হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই সিরিজটি তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে।

সিরিজটি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। মুক্তির পরপরই দক্ষিণ কোরিয়ার তালিকায় শীর্ষে ছিল।

দক্ষিণ কোরিয়া ছাড়াও সিরিজটি ব্রাজিল, মেক্সিকো, বেলজিয়াম, ফ্রান্স, মরক্কো, গ্রিস, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ মোট ৬৩ দেশের শীর্ষ দশের তালিকায় রয়েছে।
‘উইক হিরো ক্লাস টু’ নিয়ে উন্মাদনার মধ্যে ‘উইক হিরো ক্লাস ওয়ান’ও দেখছেন দর্শকেরা। সিরিজের প্রথম মৌসুমও বৈশ্বিক তালিকায় অষ্টম স্থানে রয়েছে।

‘উইক হিরো ক্লাস টু’–এ মূল চরিত্রে অভিনয় করেছেন পার্ক জি হুন, ইউন সি ইউন নামের এক চরিত্রে পাওয়া গেছে তাঁকে। পার্কের অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। পার্ক ছাড়াও এতে অভিনয় করেছেন রিয়ো উন, চোই মিন-ইয়ং, ইউ সু-বিন এবং লি জুন-ইয়ং।

আরও পড়ুনঈদের ছুটিতে দেখে নিতে পারেন আলোচিত ৫ কোরিয়ান সিরিজ২৩ এপ্রিল ২০২৩

সম্পর্কিত নিবন্ধ

  • মাত্র তিন দিনে নেটফ্লিক্সের তালিকার শীর্ষে