প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার এ দুই দেশ ছাড়াও চীনের পণ্যে আরোপিত শুল্কও দ্বিগুণ হয়েছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন বিস্তৃত বাণিজ্যযুদ্ধের দিকে এগোচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে কানাডা, মেক্সিকো ও চীন পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য প্রভাবিত হতে পারে।  গত ১ ফেব্রুয়ারি দেশ দুটির ওপর এ শুল্ক আরোপ করেন ট্রাম্প। কিন্তু তখন এ ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেন। দেশ দুটি এ সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছিল। তবে এক মাসের সময়সীমা পার হওয়ার পরপরই শুল্ক কার্যকরের ঘোষণা এলো। ট্রাম্পের অভিযোগ, মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিলের প্রবেশ ঘটে, যা বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হয়। 

প্রাথমিকভাবে চীনের পণ্যে শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ আরোপ করা হলেও বর্তমানে তা ২০ শতাংশ করা হয়েছে। চীন আগেই পাল্টা পদক্ষেপ নিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি চীন মার্কিন পণ্যে পাল্টা ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করে। 

গত তিন দশক ধরে কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত সুবিধা নিয়ে বাণিজ্য চালিয়ে আসছিল। শুল্ক আরোপের জেরে এ দেশ দুটির সঙ্গে বাণিজ্য মারাত্মক বাধার মুখে পড়তে যাচ্ছে। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শুল্ক আরোপ করা হলে দ্রুতই ২৫ শতাংশ পাল্টা শুল্কারোপের মাধ্যমে জবাব দেবে অটোয়া। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে যে বিয়ার, ওয়াইন, বাউরবন, বাড়িঘরের আসবাব ও ফ্লোরিডার কমলা কানাডায় আমদানি হয়, সেগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে। তবে ট্রুডো এ-ও বলেন, ‘শুল্ক অসাধারণ সফল বাণিজ্যিক অংশীদারদের বাণিজ্যকে বাধাগ্রস্ত করবে।’     

শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডও। এনবিসিকে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের জেরে তিনি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেবেন। স্থানীয় সময় সোমবার ফোর্ড টরন্টোয় বলেন, ‘ওরা (যুক্তরাষ্ট্র) যদি অন্টারিওকে শেষ করতে আসে, তবে আমি হাসিমুখে ওদের বিদ্যুৎ বন্ধ করে দেব।’ ফোর্ড বলেন, ‘আমি পাল্টা ব্যবস্থা হিসেবে সমান শুল্ক আরোপের পক্ষে। কারণ, যুক্তরাষ্ট্র কানাডার বিদ্যুতের অন্যতম বড় ক্রেতা। তারা আমাদের বিদ্যুতের ওপর নির্ভরশীল। ওদের ব্যথাটা টের পেতে হবে। ওরা যদি আমাদের আঘাত করে, আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসব।’ 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকার ও প্রাদেশিক সরকার একসঙ্গে কাজ করবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মেক্সিকোর প্রতিক্রিয়া জানা যায়নি। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম শিগগিরই তাঁর প্রতিক্রিয়া জানাবেন বলে মনে করা হচ্ছে। এর আগে তিনি পাল্টা শুল্কের হুমকি দিয়েছিলেন।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি বাস্তবায়নের বার্তা দিয়ে ক্ষমতায় আসেন। এর পরই তিনি প্রতিবেশী দুই মিত্র দেশ ও প্রতিদ্বন্দ্বী চীনের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান। এ দেশগুলো পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানালে স্পষ্ট হয় বাণিজ্যযুদ্ধ। এ তিন দেশ ছাড়াও অন্য বাণিজ্যিক অংশীদারের পণ্যে ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে সবচেয়ে ক্ষতির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারতও। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল ক আর প র পদক ষ প ন র ওপর

এছাড়াও পড়ুন:

পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা বাদেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক ডজনের বেশি কারাবন্দী।

আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি কারাগারে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে মস্কো। এতে ১৬ জন নিহত হয়েছেন। ওই কারাগারে যে বেসামরিক লোকজন রয়েছেন, তা রাশিয়ার না জানার কথা নয়।

ইউক্রেনের বিচারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই কারাগারে চারটি গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে নিহতের পাশাপাশি ৪৩ জন আহত হয়েছেন। তবে কারাগারটি থেকে বন্দী পালানোর ঝুঁকি দেখা দেয়নি। একটি সূত্র জানিয়েছে, ওই কারাগারে ২৭৪ জন আসামি সাজা খাটছেন। তবে কোনো রুশ যুদ্ধবন্দী নেই।

গতকাল সোমবার রাতে ইউক্রেনে আরও ৩৭টি ড্রোন ও ২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী। এর মধ্যে ৩২টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করা হয়েছে। একটি ড্রোন নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্কে শহরের একটি হাসপাতালে আঘাত হানে। এতে ২২ জন আহত হন।

হাসপাতালে ওই হামলায় অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। খারকিভ অঞ্চলে আলাদা একটি হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া সোমবার রাতে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে একজন নিহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। গত জানুয়ারিতে ক্ষমতায় বসে এ যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। এ নিয়ে পুতিন ও জেলেনস্কির সঙ্গেও আলাপ করেছেন তিনি। তবে কোনো অগ্রগতি আসেনি। এর পরিপ্রেক্ষিতে সপ্তাহ দুয়েক আগে যুদ্ধ থামাতে পুতিনকে ৫০ দিনের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ব্যত্যয় হলে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনযুদ্ধক্ষেত্রে ভালো করছিল ইউক্রেন, হঠাৎ স্টারলিংক বন্ধের নির্দেশ দেন মাস্ক২৬ জুলাই ২০২৫

এরপর গত সোমবার যুদ্ধ থামানোর জন্য পুতিনকে ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প। স্কটল্যান্ড সফরের সময় তিনি বলেন, ‘আমি আসলেই ভেবেছিলাম এটি (যুদ্ধ) শেষ হতে চলেছে। যতবারই ভেবেছি এটি শেষ হবে, ততবারই তিনি (পুতিন) মানুষ হত্যা করেছেন। আমি তাঁর সঙ্গে আর কথা বলতে চাই না।’

সম্পর্কিত নিবন্ধ

  • পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫