প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার এ দুই দেশ ছাড়াও চীনের পণ্যে আরোপিত শুল্কও দ্বিগুণ হয়েছে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন বিস্তৃত বাণিজ্যযুদ্ধের দিকে এগোচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে কানাডা, মেক্সিকো ও চীন পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য প্রভাবিত হতে পারে।  গত ১ ফেব্রুয়ারি দেশ দুটির ওপর এ শুল্ক আরোপ করেন ট্রাম্প। কিন্তু তখন এ ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেন। দেশ দুটি এ সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছিল। তবে এক মাসের সময়সীমা পার হওয়ার পরপরই শুল্ক কার্যকরের ঘোষণা এলো। ট্রাম্পের অভিযোগ, মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিলের প্রবেশ ঘটে, যা বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হয়। 

প্রাথমিকভাবে চীনের পণ্যে শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ আরোপ করা হলেও বর্তমানে তা ২০ শতাংশ করা হয়েছে। চীন আগেই পাল্টা পদক্ষেপ নিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি চীন মার্কিন পণ্যে পাল্টা ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করে। 

গত তিন দশক ধরে কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কমুক্ত সুবিধা নিয়ে বাণিজ্য চালিয়ে আসছিল। শুল্ক আরোপের জেরে এ দেশ দুটির সঙ্গে বাণিজ্য মারাত্মক বাধার মুখে পড়তে যাচ্ছে। এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শুল্ক আরোপ করা হলে দ্রুতই ২৫ শতাংশ পাল্টা শুল্কারোপের মাধ্যমে জবাব দেবে অটোয়া। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে যে বিয়ার, ওয়াইন, বাউরবন, বাড়িঘরের আসবাব ও ফ্লোরিডার কমলা কানাডায় আমদানি হয়, সেগুলোর ওপর শুল্ক আরোপ করা হবে। তবে ট্রুডো এ-ও বলেন, ‘শুল্ক অসাধারণ সফল বাণিজ্যিক অংশীদারদের বাণিজ্যকে বাধাগ্রস্ত করবে।’     

শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডও। এনবিসিকে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের জেরে তিনি যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেবেন। স্থানীয় সময় সোমবার ফোর্ড টরন্টোয় বলেন, ‘ওরা (যুক্তরাষ্ট্র) যদি অন্টারিওকে শেষ করতে আসে, তবে আমি হাসিমুখে ওদের বিদ্যুৎ বন্ধ করে দেব।’ ফোর্ড বলেন, ‘আমি পাল্টা ব্যবস্থা হিসেবে সমান শুল্ক আরোপের পক্ষে। কারণ, যুক্তরাষ্ট্র কানাডার বিদ্যুতের অন্যতম বড় ক্রেতা। তারা আমাদের বিদ্যুতের ওপর নির্ভরশীল। ওদের ব্যথাটা টের পেতে হবে। ওরা যদি আমাদের আঘাত করে, আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসব।’ 

তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকার ও প্রাদেশিক সরকার একসঙ্গে কাজ করবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মেক্সিকোর প্রতিক্রিয়া জানা যায়নি। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম শিগগিরই তাঁর প্রতিক্রিয়া জানাবেন বলে মনে করা হচ্ছে। এর আগে তিনি পাল্টা শুল্কের হুমকি দিয়েছিলেন।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি বাস্তবায়নের বার্তা দিয়ে ক্ষমতায় আসেন। এর পরই তিনি প্রতিবেশী দুই মিত্র দেশ ও প্রতিদ্বন্দ্বী চীনের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের কথা জানান। এ দেশগুলো পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানালে স্পষ্ট হয় বাণিজ্যযুদ্ধ। এ তিন দেশ ছাড়াও অন্য বাণিজ্যিক অংশীদারের পণ্যে ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে সবচেয়ে ক্ষতির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ভারতও। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল ক আর প র পদক ষ প ন র ওপর

এছাড়াও পড়ুন:

সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে।

এছাড়া শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে এদিন সকল ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় রাঙামাটির সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকী নিহত হন। দুর্ঘটনায় নিহত রুবিনা আফসানা রিংকির মরদেহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে। এই দুর্ঘটনায় আরো কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে ।”

তিনি বলেন, “এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে, সকল ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। তিনি নিজে এবং সহকারী পরিচালকসহ কর্মকর্তারা খাগড়াছড়ি রওনা হয়েছেন।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি। 

এদিকে, সাজেকে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সেশনাল ট্যুর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কাকলি রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ৪র্থ বর্ষ টার্ম-২ এর সেশনাল ট্যুরে অংশগ্রহণরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার দুপুর ১২টার দিকে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবিনা আফসানা রিংকী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতরা সবাই একই বিভাগের শিক্ষার্থী।

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ