জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী গড়ে উঠা নতুন ছাত্র সংগঠনের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্তৃক শিবির ট্যাগিংয়ের মাধ্যমে সংযুক্ত না করার প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই শিক্ষার্থী। 

ভুক্তভোগী মোস্তফা আহমদ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

লিখিত বক্তবে তিনি বলেন, “নতুন ছাত্র সংগঠনের সব প্রক্রিয়ায় আমি ছিলাম। কিন্তু দল গঠনের পূর্ব মুহূর্তে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়। ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ যেমন শিবির ট্যাগ দিয়ে সবকিছু করত, তেমনি ছাত্র সংসদও আমাকে শিবির ট্যাগ দিয়েছে। জুলাই অভ্যুত্থানে সব মিছিল-মিটিংয়ে আমি স্বপ্রণোদিতভাবে অংশগ্রহণ করেছি। দল গঠনের সব প্রক্রিয়াতেও আমি অংশগ্রহণ করেছি।”

তিনি আরো বলেন, “কমিটি গঠনের পর সেখানে আমার নাম দেখতে না পেয়ে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরকে ফোন করে আমাকে বাদ দেওয়ার কারণ জানতে চেয়েছিলাম। উত্তরে তিনি বলেন, ‘যাদের ক্ষেত্রে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।’ এছাড়াও ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লিমন মাহমুদ হাসানকে জিজ্ঞেস করলে তিনি জানান, দল গঠনের জন্য সার্চ কমিটির প্রধান ছিলেন সার্জেন্ট জহুরুল হক হলের হামজা মাহবুব। শিবির ট্যাগিংয়ের বিষয়টি সেই ভালো বলতে পারবে।”

মোস্তফা আহমদ বলেন, “কাকে কীভাবে এ সংগঠনে নেওয়া হলো বা ভবিষ্যতে কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে তাদের নীতিমালাগুলো আমরা জানতে চাই। যাতে ভবিষ্যতে সবাই এসব ব্যাপারে পরিষ্কার থাকতে পারে।”

মোস্তফা আহমদ আরো বলেন, “আমাকে অন্যকোন ব্যাখ্যা দিলে সেটা স্বাভাবিকভাবে মানা যেত। কিন্তু সেখানে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাকে জানায়, শিবির সংশ্লিষ্টতার জন্য আমাকে বাদ দেওয়া হয়েছে। এটা তো এক ধরনের ট্যাগিং। আমি ক্যাম্পাস জীবনে কখনো শিবিরের কোন কার্যক্রমে ছিলাম না। আমি জুলাই আন্দোলন করেছি ব্যক্তিগত জায়গা থেকে। তাই নতুন ছাত্র সংগঠন এর কাছে আমার প্রশ্ন, আমাকে কেন শিবির অভিযুক্ত করে বাদ দেওয়া হলো? আমাকে এর প্রমাণ দেওয়া হোক।”

এ সময় তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কাছে পাঁচটি প্রশ্ন রাখেন। এগুলো হচ্ছে- 

১.

তাহলে আমরা কি আবার সেই কালচারে ফিরে যাচ্ছি, যেখানে কোন শিক্ষার্থীকে তার পরিচয়ের আগে রাজনৈতিক ট্যাগিংয়ের মধ্য দিয়ে বা প্রতিদ্বন্দ্বী মনে করে রাজনীতিতে আসতে বাধা প্রদান এবং কোনঠাসা করা হচ্ছে? 

২. নতুন ছাত্র সংগঠন কোন স্পিরিট কে ধারণ করে গঠিত হয়েছে?

৩. যাকে-তাকে শিবির ট্যাগ দিয়ে ডিহিউমিনাইজ করা, মেরে ফেলা কিংবা জেলে দেওয়ার যে ভয়ংকর নিপীড়ন এতদিন কুখ্যাত আওয়ামী-ছাত্রলীগ করে এসেছে, নতুন করে গড়ে উঠা ছাত্র সংগঠনও কি এমন পলিসিই গ্রহণ করেছে?

৪. আমাকে যেহেতু শিবির ট্যাগিং করে বাদ দেওয়া হয়েছে, আমি কখন, কোন কালে শিবির করেছি সেটার প্রমাণ চাই। না হলে তাদের এ চরম মিথ্যাচার ও সম্মানহানির বিচার চাই।

৫. কেউ যদি শিবির হয়েও থাকে এবং তারা জুলাই আন্দোলনে ভূমিকা পালন করে থাকে, জুলাই অভ্যুত্থানের স্পিরিটেকে ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হতে চায়, তাকে নেওয়া হবে কিনা? নাকি কুখ্যাত ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী এবং তাদের আস্থাভাজন, ছাত্র ইউনিয়ন, ছাত্রশক্তি, ছাত্র অধিকার ও অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নেওয়া গেলেও শিবির সংশ্লিষ্টতার আলাপ আসলে কোনোরূপ বাচবিচার না করেই কোন শিক্ষার্থীকে বাদ দেবে, সে রকম কোনো পলিসি তারা গ্রহণ করেছে কিনা?

অভিযোগের বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “আমরা কমিটি দেওয়ার আগে সার্চ কমিটি গঠন করেছিলাম। সার্চ কমিটি তার অনলাইন ও অফলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করে তাকে শিবির সন্দেহ করে। যার কারণে তাকে কমিটিতে রাখা হয়নি।”

জুলাই আন্দোলনে সব দলের অংশগ্রহণ থাকার পরও কেন শিবির ট্যাগ দেয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা একটি স্বতন্ত্র সংগঠন। এখানে আমরা কাকে রাখবো না রাখবো, সেটা আমাদের বিষয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সব ছাত্রসংগঠনের প্রতিনিধিত্ব ছিল। ফলে সেখানে সব দলের লোককে রাখা হয়েছে। কিন্তু এ সংগঠন স্বতন্ত্র হওয়ায় আমারা আমাদের মতো দেখে দেখে কমিটি দিয়েছি।”

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স গঠন র

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খাজা শরফুদ্দীন চিশতির মাজারে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ: আহলে সুন্
  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ
  • প্রাথমিকে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • পনেরো বছরে থেমে গেল শিশুশিল্পীর জীবন
  • পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৫ সেনা নিহত
  • আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া স্ববিরোধিতা মনে করছে বিএনপি