পল্টনে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে মিছিলের ঘটনায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ শনিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত হিযবুত তাহ্‌রীরের মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সার্বিক নিরাপত্তার স্বার্থেই পল্টনে তাঁদের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়। নিষিদ্ধ এই সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতকাল জুমার নামাজ শেষ হওয়ার পরেই পল্টনে হিযবুত তাহ্‌রীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুনপল্টনে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্‌রীরের মিছিল ছত্রভঙ্গ, পুলিশের কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড০৭ মার্চ ২০২৫

এদিক আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলাকে বলেন, হিযবুত তাহ্‌রীর নিষিদ্ধ সংগঠন। গতকাল দুপুরে জুমার নামাজের পর এ সংগঠনের নেতা–কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে পল্টন এলাকায় মিছিল বের করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে হিযবুত তাহ্‌রীরের বেশ কিছু সদস্যকে আটক করে। এ ঘটনায় পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলার বাদী হচ্ছেন পল্টন থানার এক পুলিশ কর্মকর্তা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স গঠন

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ