বাবা পড়ালেখার খরচ দিতে পারেননি। বড় বোন টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি বোন মুনিয়া খাতুনের পড়ার খরচ দিয়েছেন। এরপরও সব সময় প্রয়োজনীয় অর্থ জোগাড় সম্ভব হয়নি। কষ্টে পড়ালেখা করে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছে মুনিয়া। তবে পরিবারের আশঙ্কা, মাঝপথে টাকার অভাবে তার পড়ালেখা যেন না বন্ধ হয়ে যায়।

মুনিয়া খাতুন (১৭) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের দয়াপুর গ্রামের আবদুল মোতালেব ও শাহানাজ বেগমের মেয়ে। সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ভাতঘরা–দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও অর্থাভাবে প্রাইভেট পড়ার খরচের ভয়ে উচ্চমাধ্যমিকে সে বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে ভর্তি হয়েছে।

মুনিয়ার বাবা আবদুল মোতালেব জানান, তাঁর তিন মেয়ে। বড় মেয়ে মনিরা যশোর মহিলা কলেজে স্নাতকোত্তর পড়ছেন। ছোট মেয়ে তমা দশম শ্রেণির ছাত্রী। মুনিয়া এবার কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে। তিনি বলেন, অন্যের জমিতে কৃষিশ্রমিকের কাজ করে কোনোমতে সংসার চলে। সব দিন কাজও পান না। মাঠে চাষযোগ্য জমিও নেই। মাত্র দুই শতক জমির ওপর টিনের বেড়ার দুই কক্ষের ঘরে তাঁদের বসবাস। মেয়েদের পড়ালেখার খরচ দিতে পারেন না। বড় মেয়ে পড়ালেখার পাশাপাশি টিউশনি করিয়ে মেজ মেয়ের পড়ার খরচ দেন।

মোতালেব প্রথম আলোকে বলেন, তাঁর তিন মেয়েই মেধাবী ও পড়ার প্রতি আগ্রহী। কখনো পড়তে বসতে বলতে হয় না। কিন্তু দরিদ্র হওয়ায় তিনি খরচ দিতে পারেন না। বড় মেয়ের পড়ালেখা প্রায় শেষ। এখন চিন্তা কীভাবে মুনিয়ার পড়ার খরচ জোগাড় হবে।

মুনিয়া জানায়, এসএসসি পরীক্ষার আগে চার বিষয়ে প্রাইভেট পড়তে হয়েছে। শিক্ষকেরা তার অবস্থার কথা ভেবে টাকা কিছুটা কম নিতেন। অনেক সময় টাকা দিতে দেরি হলে পড়তে যেতে লজ্জা করত। অর্থাভাবে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তি হয়েছে সে। তার খুব ইচ্ছা ছিল চিকিৎসক হবে। কিন্তু এখন সিদ্ধান্ত বদলে সরকারি কর্মকর্তা হতে চায় সে।

মুনিয়ার মা শাহানাজ বেগম বলেন, মেয়ের এখন ইচ্ছা এইচএসসিতে ভালো ফল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি কর্মকর্তা হবে। তার এই আশা পূরণে প্রয়োজনীয় অর্থ তাঁদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তিনি এ ব্যাপারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ভাতঘরা–দয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা সুলতানা বলেন, মেয়েটি খুবই মেধাবী। কিন্তু তাকে পড়ালেখা করানোর সক্ষমতা পরিবারের নেই। স্কুল পর্যায়ে তারা যেটুকু পেরেছে, সহায়তা করেছে। একটু সহযোগিতা পেলে সে ভালো কিছু করতে পারবে। একদিন সরকারি কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে পারবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র খরচ দ সরক র

এছাড়াও পড়ুন:

কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ, ২৭ পদে আবেদন শুধু অনলাইনে

বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন (Online) ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে।

পদের নাম ও বর্ণনা—

১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা

২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২

গ্রেড: ১৪

বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা

৩. ইউডিএ/কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩

গ্রেড: ১৪

বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা

৪. ধর্মীয় শিক্ষক

পদসংখ্যা: ১

গ্রেড: ১৪

বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।

৫. অটোমেকানিক

পদসংখ্যা: ২

গ্রেড: ১৪

বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।

৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল

৬. ড্রাইভার

পদসংখ্যা: ১৩

গ্রেড: ১৫

বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।

৭. ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত।

এআই/প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি পরীক্ষা-২০২৫: বিজ্ঞানে ভালো নম্বর পাওয়ার ৮টি টিপস
  • নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ফলাফল বিপর্যয়ের নেপথ্যে.........
  • নবীগঞ্জ গার্লস স্কুলে এডহক কমিটি নিয়ে বিতর্ক
  • গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
  • দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষককে অব্যাহতি
  • এসএসসি পরীক্ষা-২০২৫: ভূগোল ও পরিবেশ বিষয়ে বেশি নম্বর পাওয়ার টিপস
  • কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ, ২৭ পদে আবেদন শুধু অনলাইনে
  • পরীক্ষার দিন বাদ দিয়ে নিয়মিত ক্লাস নেওয়ার নির্দেশ