নোয়াখালীর কবিরহাট উপজেলায় কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটে তরুণের বিরুদ্ধে। হামলার শিকার ওই ব্যক্তির নাম মিজানুর রহমান ওরফে মিলন (৫৫)। গত শুক্রবার রাত ১০টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমানের মাথা মারাত্মকভাবে কেটে গেছে। পরিবারের লোকজন তাঁকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ আত্মগোপনে রয়েছেন।

হামলার শিকার মিজানুর রহমানের ছোট ভাই মো.

ফরিদ প্রথম আলোকে বলেন, স্থানীয় এক তরুণ তাঁর কলেজপড়ুয়া ভাতিজিকে কলেজে আসা–যাওয়ার পথে প্রায় সময় উত্ত্যক্ত করতেন। তাঁরা বিষয়টি ওই তরুণের পরিবারকে জানালে ছেলেকে শাসন করবে বলে আশ্বস্ত করে। কিন্তু তাতেও ওই তরুণের বখাটেপনা থামেনি।

ফরিদের অভিযোগ, কয়েক দিন আগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই তরুণ তাঁর ভাতিজির হাত ধরে টান দেন। সে বাড়িতে এসে ঘটনাটি জানালে তাঁরা দুই ভাই ওই তরুণের পরিবারের কাছে আবার অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ১০টার দিকে সঞ্জয় চায়নিজ কুড়াল নিয়ে অতর্কিতে তাঁদের দুই ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় কুড়ালের কোপে তাঁর বড় ভাই মিজানুরের মাথায় মারাত্মক জখম হয়। আর তিনি সরে যাওয়ায় তাঁর হাতে হালকা আঘাত পান। একই সময় প্রতিবেশী এক নারী এগিয়ে এলে তাঁকেও আঘাত করেন ওই তরুণ।

ফরিদ জানান, ঘটনার পর তাঁরা তাঁর বড় ভাই মিজানুর রহমানকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওই দিন দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালে তাঁর ভাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত তরুণের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, শুক্রবার রাতের ওই হামলার ঘটনার পর থেকে তরুণ ও তাঁর পরিবারের সদস্যরা বসতঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া প্রথম আলোকে বলেন, কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার কথা তাঁরা শুনেছেন। তবে পরিবারের কেউ আজ রোববার দুপুর পর্যন্ত থানায় অভিযোগ নিয়ে যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় অভিযোগ না করার বিষয়ে জানতে চাইলে মো. ফরিদ বলেন, ভাইয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ করতে দেরি হচ্ছে। তবে আজ আইনজীবীর সঙ্গে দেখা করে অভিযোগ লিখে থানায় জমা দেবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম জ ন র রহম ন পর ব র র প রথম

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ