নোয়াখালীর কবিরহাট উপজেলায় কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটে তরুণের বিরুদ্ধে। হামলার শিকার ওই ব্যক্তির নাম মিজানুর রহমান ওরফে মিলন (৫৫)। গত শুক্রবার রাত ১০টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমানের মাথা মারাত্মকভাবে কেটে গেছে। পরিবারের লোকজন তাঁকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ আত্মগোপনে রয়েছেন।

হামলার শিকার মিজানুর রহমানের ছোট ভাই মো.

ফরিদ প্রথম আলোকে বলেন, স্থানীয় এক তরুণ তাঁর কলেজপড়ুয়া ভাতিজিকে কলেজে আসা–যাওয়ার পথে প্রায় সময় উত্ত্যক্ত করতেন। তাঁরা বিষয়টি ওই তরুণের পরিবারকে জানালে ছেলেকে শাসন করবে বলে আশ্বস্ত করে। কিন্তু তাতেও ওই তরুণের বখাটেপনা থামেনি।

ফরিদের অভিযোগ, কয়েক দিন আগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই তরুণ তাঁর ভাতিজির হাত ধরে টান দেন। সে বাড়িতে এসে ঘটনাটি জানালে তাঁরা দুই ভাই ওই তরুণের পরিবারের কাছে আবার অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ১০টার দিকে সঞ্জয় চায়নিজ কুড়াল নিয়ে অতর্কিতে তাঁদের দুই ভাইয়ের ওপর হামলা চালান। এ সময় কুড়ালের কোপে তাঁর বড় ভাই মিজানুরের মাথায় মারাত্মক জখম হয়। আর তিনি সরে যাওয়ায় তাঁর হাতে হালকা আঘাত পান। একই সময় প্রতিবেশী এক নারী এগিয়ে এলে তাঁকেও আঘাত করেন ওই তরুণ।

ফরিদ জানান, ঘটনার পর তাঁরা তাঁর বড় ভাই মিজানুর রহমানকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওই দিন দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালে তাঁর ভাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত তরুণের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, শুক্রবার রাতের ওই হামলার ঘটনার পর থেকে তরুণ ও তাঁর পরিবারের সদস্যরা বসতঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া প্রথম আলোকে বলেন, কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার কথা তাঁরা শুনেছেন। তবে পরিবারের কেউ আজ রোববার দুপুর পর্যন্ত থানায় অভিযোগ নিয়ে যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় অভিযোগ না করার বিষয়ে জানতে চাইলে মো. ফরিদ বলেন, ভাইয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিযোগ করতে দেরি হচ্ছে। তবে আজ আইনজীবীর সঙ্গে দেখা করে অভিযোগ লিখে থানায় জমা দেবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম জ ন র রহম ন পর ব র র প রথম

এছাড়াও পড়ুন:

বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চ্যাম্পিয়ন পিএসজির

চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিরোপা রক্ষার অভিযানে নেমেই দেখাল নিজেদের শক্তি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সের জমকালো রাতের ম্যাচে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিল লুইস এনরিকের শিষ্যরা।

মাঠে নেমে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই প্রথম গোল পায় পিএসজি। ব্র্যাডলি বারকোলার দারুণ পাস থেকে ফাবিয়ান রুইজ বল সাজিয়ে দেন মারকুইনহোসকে। পিএসজির অধিনায়ক নির্ভুল শটে দলকে এগিয়ে নেন ১-০ গোলে।

আরো পড়ুন:

জুভেন্টাস-বরুশিয়ার ৮ গোলের নাটকীয় ম্যাচে জয় পায়নি কেউ

এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়

এরপর আরও কয়েকটা গোল হতে পারত। কিন্তু একবার একেবারে সামনে থেকে শট উড়িয়ে ফেলেন নুনো মেন্ডেস। আরেকবার বারকোলার শট দুর্দান্ত সেভে রক্ষা করেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।

তবুও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আক্রমণের ঝড় থামেনি। ৩৯ মিনিটে জর্জিয়ার উইঙ্গার খভিচা কাভারাটস্কেলিয়া ডান দিক থেকে ভেতরে ঢুকে অসাধারণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। স্কোরলাইন দাঁড়ায় ২-০।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি। ৪১ মিনিটে মারকুইনহোসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন আতালান্তার মার্কিন মিডফিল্ডার ইউনুস মুসাহ। তবে বারকোলার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আতালান্তার গোলরক্ষক কার্নেসেচ্চি। তাতে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ে। বারকোলার দারুণ থ্রু বল ধরে বাঁ দিক থেকে নুনো মেন্ডেস এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকেও ঠাণ্ডা মাথায় শট পাঠান জালে। স্কোর হয় ৩-০।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে চতুর্থ গোল। আতালান্তার ক্লান্ত ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে নিয়ে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস নির্ভুল ফিনিশে শেষ করেন গোল উৎসব।

গেল মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পরেছিল পিএসজি। সেই ধারাবাহিকতায় নতুন মৌসুমের শুরুতেও লিগে টানা চার ম্যাচ জিতে সবার ওপরে তারা। এবার ইউরোপের মাঠেও দেখাল নিজেদের ভয়ংকর রূপ। জানান দিলো এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ