কে জানে এই আফসোসটা নিয়েই ওয়ানডেকে বিদায় বলতে হয় কিনা তাঁর! ১৪ বছরের বেশি সময় ধরে একদিনের ক্রিকেট খেলছেন কেইন উইলিয়ামসন।

এই সময়ে তিনটি আইসিসির ফাইনালে অংশ নিয়েছেন তিনি। যেখানে সর্বোচ্চ ইনিংস মোটে ৩০ রানের; ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন এই কিউই ব্যাটার। আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও ব্যর্থতার বৃত্তে বন্দী উইলিয়ামসন। ১১ রান করতেই কুলদীপের ঘূর্ণিতে হয়েছেন আউট।

এবারের পর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। এরপর  ২০২৯ সালে হবে চ্যাম্পিয়নস ট্রফির দশম আসর। তত দিনে উইলিয়ামসনের বয়স হবে ৩৯ এর কাছাকাছি। সেই বয়সে তাঁকে আর ৫০ ওভারের এই টুর্নামেন্টে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। ফাইনালে ব্যর্থতার বৃত্ত থেকে উইলিয়ামসন বেরোনোর আর সুযোগ পান কিনা সন্দেহ।

২০১০ সালে ডাম্বুলায় এই ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। এরপর এই ফরম্যাটে প্রথম আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেন ২০১৫ সালে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়া সেই ফাইনালে বাজেভাবে হেরে যায় কিউইরা। আর তিনে ব্যাট হাতে নেমে ৩৩ বলে মাত্র ১২ রান করেন উইলিয়ামসন।

সেই যে শুরু। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা এই অভিজ্ঞ ব্যাটার ফাইনালে করেন ৩০ রান। অথচ ফাইনালের আগ পর্যন্ত তাঁর ব্যাট থেকে আসে ৫৪৮ রান। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠে উইলিয়ামসনের হাতে।

এবারও একই অবস্থা। পাকিস্তান ও দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এসে পুরোপুরি ব্যর্থ উইলিয়ামসন। কিন্তু আগের ম্যাচে সেমিফাইনালে ভিন্ন এক উইলিয়ামসনকে দেখা যায়। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। তার আগের ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৮১ রানের ঝলমলে ইনিংস।

আইসিসির টুর্নামেন্টের এই তিন ফাইনালে সর্বোচ্চ ৩০ রান করা উইলিয়ামসন দেশের হয়ে আরেকটি ওয়ানডে ফাইনাল খেলেও আলো ছড়াতে পারেননি। রেকর্ড বলছে, এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে করেছিলেন ৩৪ রান।

আইসিসির ওয়ানডে টুর্নামেন্টের তুলনায় টি-টোয়েন্টি ও টেস্টের ফাইনালে অবশ্য উজ্জ্বল উইলিয়ামসন। এখন পর্যন্ত দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একটিতে অপরাজিত ৫২ আরেকটিতে ৪৯ রান করেছেন তিনি। আর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর ব্যাট থেকে নিউজিল্যান্ড পায় ৮৫ রান।

ফাইনালের চেয়ে সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে উইলিয়ামসনের ব্যাটিং গড়ও ভালো। এখন পর্যন্ত ওয়ানডের চার ফাইনালে (তিনটি আইসিসির টুর্নামেন্ট) ২১.

৭৫ গড়ে করেছেন ৮৭ রান। যেখানে ৫ সেমিফাইনালে ৫৩. ২০ গড়ে করেন ২৬৬ রান। আর দুই কোয়ার্টার ফাইনাল খেলা উইলিয়ামসনের রান ৭১. ০০ গড়ে ৭১।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইল য় মসন র ট র ফ ইন ল আইস স র র ন কর

এছাড়াও পড়ুন:

বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার

সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।

কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।

নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।

জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’

কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • জুলাই বিরোধিতা: ৩০ শিক্ষক-কর্মচারী ও ৩৩ ছাত্রলীগ নেতার ‘শাস্তি’
  • এককালের প্রেম যখন উপেক্ষিত