মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুর্নামের শেষ নেই। রান হয় না, উইকেট স্লো; এসব অভিযোগ অসত্য নয়। মিরপুরকে দর্শকরা ‘ধানক্ষেত’ বলতেও ছাড়েন না। ওই মিরপুর স্টেডিয়ামে রানের ফোয়ারা ছুটিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

ডিপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান করে প্রাইম ব্যাংক। বড় জয়ও পেয়েছে তারা। এছাড়া সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছেন তামিম ইকবাল। তৃতীয় রাউন্ডে ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেডও।

রোববার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংক ৮ উইকেট হারিয়ে ৪২২ রানের সংগ্রহ তোলে। বিপিএলে যা সর্বোচ্চ দলীয় রান। নাঈম শেখ ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলেন। ১৮টি চারের সঙ্গে আটটি ছক্কা মারেন তিনি। সাব্বির হোসেন ও সাজ্জাদুল হক ফিফটি করেন।

পূর্বে ২০১৮ সালে আবাহনীর ৩৯৩ রান ছিল ডিপিএলের সর্বোচ্চ রান। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৪৩তম ওভারে ২৪৯ রানে অলআউট হয়। প্রাইম ব্যাংক ১৭৩ রানের জয় তুলে নেয়।

বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্স গ্রুপের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। পারটেক্স ৪৬.

৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়। মোহামেডান ৪০.২ ওভারে ওই রান তুলে ফেলে। তামিম ইকবাল ১১২ বলে ১২৫ রানের হার না মানা ইনিংস খেলেন। ১১টি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মারেন তিনি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। শুরুতে ব্যাট করে রূপগঞ্জ ২ বল থাকতে ২৬০ রানে অলআউট হয়। ১৫ বল থাকতে জয় তুলে নেয় আবাহনী।

রূপগঞ্জের হয়ে পাঁচে নেমে আল আমিন জুনিয়র ১০৪ রান করেন। আবাহনী জিতেছে সম্মিলিত প্রচেষ্টায়। ওপেনার জিসান ৩৯ ও পারভেজ ইমন ৪৭ রান করেন। তিনে নেমে নাজমুল ৩৭ রান যোগ করেন। চারে নামা মিঠুন ৬০ রানের ইনিংস খেলেন। এছাড়া মোসাদ্দেক ৪৭ রান করেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল ত ম ম ইকব ল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।

তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।

আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগে

দিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।

এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার