পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ছয়টি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা জব্দ করে পুলিশ।

রবিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে পৌরসভার ১৬৫ নং শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় ঘটনাটি ঘটে। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১০ মার্চ) দুপুরে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে দুই পক্ষের গোলাগুলি, ককটেল বিস্ফোরণ

নড়াইলে বিএনপি অফিসে ‘বোমা’ হামলা, আহত ৩

ঘটনার পর থেকে আহত নিকবার পলাতক। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ছয়টি লালটেপ জড়ানো ককটেল এবং পাঁচটি কাঁচের বোতলে পেট্রোল বোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষনিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করে।

স্থানীয় বাসিন্দা রাজা হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে আমরা তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।”

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, “বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা বানানোর সময় তা বিস্ফোরিত হতে পারে। কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেননি।”

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত ককট ল ও প

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।  

তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।

এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ