বাংলাদেশে অলরাউন্ড পারফরম্যান্সের প্রচারণায় নতুন স্মার্টফোন ‘এ ফাইভ প্রো’ মডেল উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। নির্মাতারা জানান, নতুন মডেলটি বাংলাদেশের প্রথম স্মার্টফোন, যা আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশনের সঙ্গে বুয়েটের ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’ পরীক্ষায় মানোত্তীর্ণ হয়েছে।
মডেলে রয়েছে আইপি-৬৯, আইপি-৬৮ এবং আইপি-৬৬ রেটিংস, যা পানি ও ধুলা থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়। ফাইবার গ্লাস লেদার ডিজাইন যে কোনো প্রতিকূল পরিবেশ, যেমন– পানি, উচ্চচাপ ও ধুলাবালি থেকে স্মার্টফোনকে নিরাপত্তা দেয়। বিশেষ ফিচারে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির এআই ফিচার, যা ছবির গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হয়। এআই ‘আনব্লার’ অস্পষ্ট ছবিকে সুস্পষ্ট করে।
নতুন মডেল প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, সব ধরনের গ্রাহকের কাছে অলরাউন্ড ‘এ-ফাইভ প্রো’ পৌঁছে দেব। মডেলটি একই সঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। ডিভাইসটি মানোন্নত প্রযুক্তি ও টেকসই গুণের বিচারে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের নতুন মানদণ্ড স্থাপন করবে। মডেলে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন সার্টিফিকেশন, যা চার বছর পরও স্মুথ পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। হাজার নিটের আলট্রা-ব্রাইট ডিসপ্লে সরাসরি সূর্যের আলোতে পরিষ্কার ভিজ্যুয়াল দেবে।
বিনোদনে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার ও আলট্রা ভলিউম মোড ৩০০ শতাংশের বেশি প্রাণবন্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
ব্যাটারি ৫ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সুবিধা। মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়; যার মাধ্যমে ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক সুবিধা পাওয়া যায়।
র‌্যাম ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। রঙের বৈচিত্র্যে রয়েছে অলিভ গ্রিন ও মোকা ব্রাউন।
প্রি-অর্ডারে পোর্টেবল মিনি স্পিকারের সঙ্গে পাবেন সুপার শিল্ড কার্ড। থাকছে দুই বছরের বিক্রয়োত্তর পরিষেবা। লিকুইড ও দুর্ঘটনাজনিত ক্ষতিবিষয়ক  এক বছরের নিরাপত্তা নিশ্চিত করবে নির্মাতারা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম

চট্টগ্রাম টেস্টে আজ প্রথম দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট পেয়েছেনতাইজুল ইসলাম। টেস্টে এ নিয়ে ১৬তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন  বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্রথম দিনের খেলা শেষে তাইজুলের প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।

আরও পড়ুনতাইজুলের মনে হয় না তারা খেলা বোঝে১ ঘণ্টা আগে

বাংলাদেশের সাবেক অধিনায়কের পেজে তাইজুলের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত (আন্ডাররেটেড) বোলার। এখন খেলা অন্য বোলারদের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আরেকবার ৫ উইকেট নিয়ে দারুণ খেলেছ তাইজুল।’

২০১৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও ডিসেম্বরে ওয়ানডে অভিষেক তাইজুলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ২০১৯ সালে। ওয়ানডে (২০) ও টি-টোয়েন্টির (২) চেয়ে টেস্ট ম্যাচই (৫২) বেশি খেলেন তাইজুল। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টে প্রথম দিনের পারফরম্যান্সসহ মোট ৫৩ টেস্টে এ পর্যন্ত ২২৪ উইকেট নিয়েছেন তাইজুল। তাঁর টেস্ট সংস্করণের পারফরম্যান্সটা যাচাই করে দেখা যায়।

এখনো যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নাথান লায়নের। অস্ট্রেলিয়ার অফ স্পিনারের টেস্ট অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেকের সময় থেকে লায়নের পারফরম্যান্স—   ১০৩ টেস্টে ২৯.৪৮ গড়ে ৪৪১ উইকেট। মোট ২৪ বার ৫ উইকেট নিলেও তাইজুলের অভিষেকের পর থেকে ১৯ বার ৫ উইকেট নেন লায়ন। তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের চেয়ে অনেক বেশি টেস্ট খেলায় লায়ন এ সময়ে তাইজুলের চেয়ে অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। বোলিং গড় এবং স্ট্রাইকরেটে লায়ন ও তাইজুলের মাঝে ব্যবধান বেশি না। তাইজুলের বোলিং গড় ৩১.৫৬, স্ট্রাইক রেট ৬১.৯, যেখানে লায়নের স্ট্রাইকরেট ৬১.৬ ও গড় ৩০.১৯।

আরও পড়ুনতাইজুলের ভেলকি, শেষ সেশনে গেল ৭ উইকেট২ ঘণ্টা আগে

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। টেস্টে তার অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেক থেকে এই সংস্করণে ৮৫ ম্যাচে ২২.৮৪ গড়ে ৪৩০ উইকেট নেন অশ্বিন। এ সময়ে ২৮ বার পেয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মতো ভারতও বেশি বেশি টেস্ট খেলায় স্বাভাবিকভাবেই এ সময়ে তাইজুলের তুলনায় বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন।

ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও একই কথা খাটে। তাইজুলের অভিষেকের দুই বছর আগে টেস্টে অভিষেক জাদেজার। তাইজুলের অভিষেকের সময় থেকে এ পর্যন্ত ৬৮ টেস্টে ২৭৮ উইকেট নিয়েছেন জাদেজা। তবে তাঁর চেয়ে এ সময়ে বেশি সংখ্যকবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। জাদেজা এ সময়ে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার, তাইজুল নিয়েছেন ১৬ বার।

তাইজুল ৫ উইকেট নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক নাজমুল

সম্পর্কিত নিবন্ধ

  • সেয়ানে সেয়ানে টক্করে বার্সা ও ইন্টারের কে কত নম্বর পেলেন
  • সাকিবের পথে হাঁটছেন মিরাজ
  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • আজিজুল হাকিমের অলরাউন্ড পারফরম্যান্স, কলম্বোয়ও হেসেছে বাংলাদেশ
  • ‘বাজপাখি’ মার্তিনেজের বাজে ফর্ম, আর্জেন্টিনার জন্য কতটা দুশ্চিন্তার
  • সমালোচকরা খেলা বোঝে না!—আক্ষেপ তাইজুলের
  • তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম
  • বার্সেলোনা ও পিএসজি ছাড়া যে কীর্তি গড়ার সুযোগ নেই এবার আর কারও