বাংলাদেশে অলরাউন্ড পারফরম্যান্সের প্রচারণায় নতুন স্মার্টফোন ‘এ ফাইভ প্রো’ মডেল উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। নির্মাতারা জানান, নতুন মডেলটি বাংলাদেশের প্রথম স্মার্টফোন, যা আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশনের সঙ্গে বুয়েটের ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’ পরীক্ষায় মানোত্তীর্ণ হয়েছে।
মডেলে রয়েছে আইপি-৬৯, আইপি-৬৮ এবং আইপি-৬৬ রেটিংস, যা পানি ও ধুলা থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়। ফাইবার গ্লাস লেদার ডিজাইন যে কোনো প্রতিকূল পরিবেশ, যেমন– পানি, উচ্চচাপ ও ধুলাবালি থেকে স্মার্টফোনকে নিরাপত্তা দেয়। বিশেষ ফিচারে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির এআই ফিচার, যা ছবির গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হয়। এআই ‘আনব্লার’ অস্পষ্ট ছবিকে সুস্পষ্ট করে।
নতুন মডেল প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, সব ধরনের গ্রাহকের কাছে অলরাউন্ড ‘এ-ফাইভ প্রো’ পৌঁছে দেব। মডেলটি একই সঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। ডিভাইসটি মানোন্নত প্রযুক্তি ও টেকসই গুণের বিচারে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের নতুন মানদণ্ড স্থাপন করবে। মডেলে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রটেকশন সার্টিফিকেশন, যা চার বছর পরও স্মুথ পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। হাজার নিটের আলট্রা-ব্রাইট ডিসপ্লে সরাসরি সূর্যের আলোতে পরিষ্কার ভিজ্যুয়াল দেবে।
বিনোদনে থাকবে ডুয়েল স্টেরিও স্পিকার ও আলট্রা ভলিউম মোড ৩০০ শতাংশের বেশি প্রাণবন্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
ব্যাটারি ৫ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার। ৪৫ ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সুবিধা। মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়; যার মাধ্যমে ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক সুবিধা পাওয়া যায়।
র‌্যাম ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। রঙের বৈচিত্র্যে রয়েছে অলিভ গ্রিন ও মোকা ব্রাউন।
প্রি-অর্ডারে পোর্টেবল মিনি স্পিকারের সঙ্গে পাবেন সুপার শিল্ড কার্ড। থাকছে দুই বছরের বিক্রয়োত্তর পরিষেবা। লিকুইড ও দুর্ঘটনাজনিত ক্ষতিবিষয়ক  এক বছরের নিরাপত্তা নিশ্চিত করবে নির্মাতারা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়। 

পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল। 

ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র‌্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র‌্যাঙ্কিং ৫৫)। র‌্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না। 

প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জুয়েল, অর্থাভাবে অনিশ্চিত ভুটান যাত্রা
  • রোনালদোর অদম্য ক্ষুধা, দুর্দান্ত পারফরম্যান্সে জেতালেন আল-নাসরকে
  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ