৯ বছর পর মুক্তি, জেল গেট থেকে তুলে নিয়ে যুবককে গ্রেপ্তার দেখাল পুলিশ
Published: 12th, March 2025 GMT
দীর্ঘ ৯ বছর পর জামিনে সোমবার কারাগার থেকে ছাড়া পান মাদারীপুরের হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল। কিন্তু জেল গেট থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এ আসামিকে পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার।
মঙ্গলবার সকালে মাদারীপুর নতুন শহর এলাকায় ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার ব্যানারে সংবাদ সম্মেলনে জামিলের সন্ধান দাবি করা হয়।
তবে গতকাল বিকেলে জামিলকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছেন তাঁর মা নাজমা বেগম। তিনি জানান, সোমবার জামিলকে কাশিমপুর জেল গেটে আনতে যান তাঁর ছোট ভাই ও মামা। জেল কর্তৃপক্ষ জানায়, জামিন স্থগিত হওয়ায় জামিলকে ছাড়া হবে না। পরে আইনজীবী নাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জামিলকে একটি কালো গাড়িতে তুলে নিয়ে গেছে পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের লোক।
নাজমা বেগম বলেন, ‘সংবাদ সম্মেলন করার পরে বিকেলে খবর পেয়েছি জামিলকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আবারও কারাগারে নেওয়া হয়েছে। এত বছর জেল খাটার পরেও ছেলে আমার নতুন কোন অপরাধে জড়ালো? আমি আমার ছেলের মুক্তি চাই।’
 সংবাদ সম্মেলনে জামিলের মামা অধ্যাপক কাজী মো.                
      
				
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি আলী আহমেদ চৌধুরী, ইমাম মুয়াজ্জিন সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল আলম খানসহ পরিবারের সদস্যরা।
২০১৬ সালের জুনে মাদারীপুর সদরের দুধখালী ইউনিয়নের বলসা গ্রাম থেকে নিখোঁজ হন কিশোর জামিল। তিন দিন পর ঢাকার মাতুয়াইলের বাদশা মিয়া রোড থেকে তাঁকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। জামিল শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তাঁর প্রয়াত বাবা মাদারীপুর সরকারি কলেজের (নাজিমউদ্দিন কলেজ) গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান কাজী বেলায়েত হোসেন।
  
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে ৫০ কোটি ডলার ঋণ জালিয়াতির অভিযোগ
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও টেলিকম কর্মকর্তা বঙ্কিম ব্রহ্মভট্টের বিরুদ্ধে বড় ধরনের ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে। ওই জালিয়াতির তিনিই মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ করা হচ্ছে। এই কেলেঙ্কারির কারণে ব্ল্যাকরকের ঋণ শাখা এবং আরও কয়েকটি বৈশ্বিক বিনিয়োগকারী সংস্থার ৫০ কোটি কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
নিউইয়র্কভিত্তিক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এটিকে ‘বিস্ময়কর’ আর্থিক জালিয়াতির ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।
কে এই বঙ্কিম ব্রহ্মভট্ট
ব্রহ্মভট্ট বৈশ্বিক টেলিকম-পরিষেবা শিল্পে অপেক্ষাকৃত অপরিচিত দুটি সংস্থা—ব্রডব্যান্ড টেলিকম ও ব্রিজভয়েসের সঙ্গে যুক্ত। দুটি সংস্থাই ব্যাঙ্কাই গ্রুপের অধীনে কাজ করে।
২০২৫ সালের জুলাই মাসে ব্যাঙ্কাই গ্রুপ এক্স (পূর্বের টুইটার)-এর একটি পোস্টে ব্রহ্মভট্টকে প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল।
এক্সে দেওয়া ব্যাঙ্কাই গ্রুপের পরিচয় দেওয়া হয়েছে এভাবে—‘টেলিকমিউনিকেশন শিল্পে বিশ্বব্যাপী স্বীকৃত নেতা, যারা টেলকো, অপারেটর এবং আরও অনেকের সঙ্গে টেলিকম প্রযুক্তি ও ক্যারিয়ার ব্যবসায়িক সৌহার্দ্যকে লালন করে।’
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুসারে, ব্রহ্মভট্টের প্রতিষ্ঠান সারা বিশ্বের টেলিকম অপারেটরদের অবকাঠামো ও সংযোগের সরঞ্জাম সরবরাহ করে।
মনে হচ্ছে, ব্রহ্মভট্টের লিঙ্কডইন প্রোফাইলটি সরিয়ে নেওয়া হয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস আগেও ব্রহ্মভট্ট নিউইয়র্কের গার্ডেন সিটিতে অফিস চালাতেন।
জালিয়াতির ধরন
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে করা মামলায় দাবি করা হয়েছে, ব্রহ্মভট্টের প্রতিষ্ঠানগুলোর ৫০ কোটি ডলারের বেশি ঋণ বকেয়া রয়েছে। ব্ল্যাকরকের এইচপিএস ইনভেস্টমেন্ট পার্টনার্সের নেতৃত্বে ঋণদাতারা তাঁর বিরুদ্ধে ভুয়া চালান ও ভুয়া পাওনা অ্যাকাউন্ট তৈরি করার অভিযোগ এনেছেন। বড় অঙ্কের ঋণের জন্য জামানত হিসেবে ওইসব অ্যাকাউন্ট বানানো হয়েছিল।
মামলায় অভিযোগ করা হয়েছে, ব্রহ্মভট্টের প্রতিষ্ঠানগুলোর তহবিল যখন ভারত ও মরিশাসে স্থানান্তর করা হয়েছিল, তখন তাদের নেটওয়ার্ক কাগজে-কলমে আর্থিক শক্তির একটি মায়াজাল তৈরি করা হয়েছিল।
তবে ব্রহ্মভট্টের আইনজীবী এই জালিয়াতির সব অভিযোগ অস্বীকার করেছেন।
ঋণদাতারা দাবি করেছেন, ব্রহ্মভট্ট কারিওক্স ক্যাপিটাল ও বিবি ক্যাপিটাল এসপিভির মতো আর্থিক সংস্থার এক জটিল নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যা ব্ল্যাকরকের মতো কয়েকটি বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি ডলার ঋণ নিয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, ব্রহ্মভট্ট ভুয়া গ্রাহক চালান তৈরি করেন এবং সেই জাল কাগজপত্র দিয়ে জামানত তৈরি করে তার বিপরীতে ৫০ কোটি ডলারের বেশি ঋণ নিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, পরে তিনি ভারত ও মরিশাসে সম্পদ স্থানান্তর করেন। এখন তাঁর দুটি কোম্পানি এবং ব্রহ্মভট্ট নিজে দেউলিয়া হওয়ার আবেদন করেছেন।
গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ব্রহ্মভট্টের আইনজীবী কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলছেন, জালিয়াতির সব অভিযোগ ভিত্তিহীন।