বিরামপুরে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
Published: 12th, March 2025 GMT
দিনাজপুরের বিরামপুরে সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি মমতাজুল হক। গ্রেপ্তারকৃত মমিনুল ইসলাম উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
ওসি মমতাজুল হক বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় মমিনুল ইসলাম দুই শিশুকে টিভি দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তিনি শিশু দুইটিকে ধর্ষণের চেষ্টা করেন। একটি শিশু ভয়ে চিৎকার দেয়। চিৎকার শুনে আরেক শিশু ওই বাড়িতে যায়। এসময় অভিযুক্ত বাইরে কাউকে বিষয়টি না বলার হুমকি দিয়ে শিশু দুইটিকে ছেড়ে দেন। বাড়িতে ফিরে শিশুরা বিষয়টি তাদের বাবা-মাকে জানায়।”
আরো পড়ুন:
খাগড়াছড়িতে গৃহবধূকে ‘ধর্ষণ’ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
ভাগ্নিকে ‘ধর্ষণ’ চেষ্টার আসামি নাটোরে গ্রেপ্তার
তিনি আরো বলেন, “মঙ্গলবার রাতেই মামলা হয়েছে। অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দুই শিশু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”
ঢাকা/মোসলেম/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।