বায়ুদূষণের প্রভাবে জনজীবন এখন দুবির্ষহ। বায়ুবাহিত বিভিন্ন রাসায়নিক উপাদান শ্বাস-প্রশ্বাসে ঝুঁকি তৈরি করছে। এতে অ্যালার্জিসহ দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। সেই বিষয়টিকে মাথায় রেখে পরিবেশগত সচেতনতা গুরুত্ব দিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ ইকো কোট রং তৈরি করছে। এই রং ভবনের অভ্যন্তরীণ ও বাইরের উভয় দেয়ালের জন্য বেশ উপযোগী। সাধারণ রং শুধু দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু বার্জার ইকো কোট দেয়ালের স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি বায়ুদূষণ কমিয়ে পরিবেশ রক্ষায়ও কার্যকর ভূমিকা রাখে। বার্জার ইকো কোট রঙের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এপিএইচ প্রযুক্তি, যা বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে। এই রং কার্বন ডাই– অক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও ফর্মালডিহাইডের মতো ক্ষতিকারক গ্যাস শোষণ করতে সক্ষম। ফলে ঘর ও আশপাশের পরিবেশের বায়ুদূষণের মাত্রা ৯০ শতাংশ কমিয়ে আরও স্বাস্থ্যকর করে তোলে এই রং। এই রং শিশু, বৃদ্ধ এবং সংবেদনশীল ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী।
বার্জার ইকো কোট শুধু পরিবেশের জন্য ভালো নয়, বরং এটি বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকিও কমায়। সাধারণ রঙে উদ্বায়ী জৈব যৌগ (ভিওসি), ভারী ধাতু ও তীব্র রাসায়নিক গন্ধ থাকে, যা শ্বাসকষ্ট বা অ্যালার্জির কারণ হতে পারে। তবে ইকো কোট কম গন্ধযুক্ত, ভিওসি-মুক্ত এবং ক্ষতিকারক রাসায়নিকবিহীন হওয়ায় এটি ঘরের পরিবেশকে নিরাপদ ও আরামদায়ক রাখে।
বার্জার ইকো কোটের গুণগত মানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রক সংস্থা এসজিএসের মান পরীক্ষায় উত্তীর্ণ। ফলে এটি ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য ও টেকসই সমাধান দিচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।
কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।
আরো পড়ুন:
গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা
তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/অনিক/বকুল