প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সুদানের বিপক্ষে। কিন্তু নিজেদের সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ না খেলেই চলে যায় সুদান ফুটবল দল। তায়েফে ক্যাম্প করা হ্যাভিয়ের ক্যাবরেরার দল বুধবার রাতে ক্লাব আল ওয়েদাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে। ক্লোজডোরে হওয়ায় বাফুফে এই ম্যাচের ছবি ও ফলাফল সরবরাহ করেনি। হয়তো স্থানীয় ক্লাবের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলেই ১৭ মার্চ ঢাকা ফিরবে বাংলাদেশ দল। 

২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই। যে ম্যাচ হলে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী কম্বিনেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন। সেটা যেমন পাচ্ছেন না, তেমনি শিলংয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের আগে ম্যাচ খেলার ঘাটতি রয়েই গেল বাংলাদেশের।

এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’তে ভারত ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। এই চার দলের মধ্যে বাংলাদেশই বড় কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলছে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ১৯ মার্চ শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ২৫ মার্চ মুখোমুখি হবে সিঙ্গাপুর ও হংকং। 

এই ম্যাচের আগে সিঙ্গাপুর খেলবে নেপালের বিপক্ষে এবং ম্যাকাউর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হংকং। কূটনৈতিক দক্ষতা ভালো হলে দক্ষিণ এশিয়ার দেশ নেপালের সঙ্গে ম্যাচ আয়োজন করতে পারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য বাফুফে ন্যাশনাল টিমস কমিটি দায় এড়াতে পারে না। কারণ ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষ ঠিক করার যথেষ্ট সময় ছিল ফেডারেশনের হাতে। 

গত ২৮ ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করেন ক্যাবরেরা। ৫ মার্চ সৌদি আরব যায় বাংলাদেশ দল। ১০ মার্চ ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রস্তুতি ম্যাচ খেলায় কম্বিনেশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়েছেন তিনি। কিন্তু এই সুযোগ হামজা চৌধুরী না পাওয়ায় ভারত ম্যাচ নিয়ে নানা শঙ্কা দেখছেন ফুটবল-সংশ্লিষ্টরা। 

১৭ মার্চ সিলেটে আসার কথা হামজার। পরদিন ঢাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ২০ মার্চ শিলংয়ে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। তাই ঢাকায় দু’দিন এবং শিলংয়ে চার দিন জামাল ভূঁইয়া-তারিক কাজীদের সঙ্গে অনুশীলন করতে পারবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। এই স্বল্প প্রস্তুতি আর ম্যাচ খেলতে না পারায় হামজা কতটা মানিয়ে নিতে পারবেন দলের সঙ্গে, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত নিবন্ধ