প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সুদানের বিপক্ষে। কিন্তু নিজেদের সমস্যার কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ না খেলেই চলে যায় সুদান ফুটবল দল। তায়েফে ক্যাম্প করা হ্যাভিয়ের ক্যাবরেরার দল বুধবার রাতে ক্লাব আল ওয়েদাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে। ক্লোজডোরে হওয়ায় বাফুফে এই ম্যাচের ছবি ও ফলাফল সরবরাহ করেনি। হয়তো স্থানীয় ক্লাবের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলেই ১৭ মার্চ ঢাকা ফিরবে বাংলাদেশ দল। 

২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই। যে ম্যাচ হলে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী কম্বিনেশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেতেন। সেটা যেমন পাচ্ছেন না, তেমনি শিলংয়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ের আগে ম্যাচ খেলার ঘাটতি রয়েই গেল বাংলাদেশের।

এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’তে ভারত ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। এই চার দলের মধ্যে বাংলাদেশই বড় কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলছে না। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ১৯ মার্চ শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ২৫ মার্চ মুখোমুখি হবে সিঙ্গাপুর ও হংকং। 

এই ম্যাচের আগে সিঙ্গাপুর খেলবে নেপালের বিপক্ষে এবং ম্যাকাউর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে হংকং। কূটনৈতিক দক্ষতা ভালো হলে দক্ষিণ এশিয়ার দেশ নেপালের সঙ্গে ম্যাচ আয়োজন করতে পারত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এজন্য বাফুফে ন্যাশনাল টিমস কমিটি দায় এড়াতে পারে না। কারণ ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষ ঠিক করার যথেষ্ট সময় ছিল ফেডারেশনের হাতে। 

গত ২৮ ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করেন ক্যাবরেরা। ৫ মার্চ সৌদি আরব যায় বাংলাদেশ দল। ১০ মার্চ ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রস্তুতি ম্যাচ খেলায় কম্বিনেশনের সঙ্গে কিছুটা মানিয়ে নিয়েছেন তিনি। কিন্তু এই সুযোগ হামজা চৌধুরী না পাওয়ায় ভারত ম্যাচ নিয়ে নানা শঙ্কা দেখছেন ফুটবল-সংশ্লিষ্টরা। 

১৭ মার্চ সিলেটে আসার কথা হামজার। পরদিন ঢাকায় জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ২০ মার্চ শিলংয়ে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। তাই ঢাকায় দু’দিন এবং শিলংয়ে চার দিন জামাল ভূঁইয়া-তারিক কাজীদের সঙ্গে অনুশীলন করতে পারবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। এই স্বল্প প্রস্তুতি আর ম্যাচ খেলতে না পারায় হামজা কতটা মানিয়ে নিতে পারবেন দলের সঙ্গে, সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ