Samakal:
2025-09-18@02:36:10 GMT

আলোচিত মামলায়ও গতি নেই

Published: 15th, March 2025 GMT

আলোচিত মামলায়ও গতি নেই

চট্টগ্রামে ৫ আগস্টের পর বেড়েছে মামলার হার। তবে চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রমে গতি আসেনি। আলোচিত মাহমুদা খানম মিতু মামলার প্রধান আসামি বাবুল আক্তার জামিন পেয়েছেন। সাক্ষীর চলছে দীর্ঘ জেরা। কোকেন মামলার সাক্ষ্য ক্লোজ হলেও নতুন পিপির আবেদনে ফের সাক্ষ্য নেওয়ার আদেশ দেন আদালত। যদিও পাঁচ মাসে কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। জামালখানের আলোচিত শিশু বর্ষা ধর্ষণের পর খুনের তদন্ত শেষ হয়নি তিন বছরেও। ডিএনএ রিপোর্টে আটকে আছে মামলার তদন্ত। বিএনপি নেত্রী শাকিলা ফারজানার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য নিয়েই মামলা নিষ্পত্তির নজির তৈরি হয়েছে। মামলার ২৫ আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। 
আলোচিত মিতু হত্যা মামলা: চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার ৫ আগস্টের পর বদলে গেছে গতিপ্রকৃতি। আগে ১৫ দিন পরপর মামলার শুনানির তারিখ পড়লেও এখন এক থেকে দুই মাস পরপর মামলার শুনানির তারিখ পড়ছে। মাঝে দুই দফায় শুনানিতে হাজির হননি সাক্ষী। গত ২৭ ফেব্রুয়ারি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাক্ষী পুলিশের এডিসি কামরুজ্জামান উপস্থিত হন। তার সাক্ষী ও জেরা এখনও চলমান। ৫ আগস্টের পর মামলার প্রধান আসামি বাবুল আক্তার জামিনে মুক্তি পান কারাগার থেকে। তিনি একটি তারিখ ছাড়া নিয়মিত আদালতে শুনানির সময় হাজির থাকছেন অন্য আসামিদের মতো। মামলাটি চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.

জসিম উদ্দিনের আদালতে বিচারাধীন। মামলার বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া।
ঝুলে গেছে কোকেন মামলার বিচার: চট্টগ্রাম বন্দরের আলোচিত কোকেন চোরাচালান মামলার সাক্ষী ‘শেষ হয়েও হইলো না শেষ’। ৫ আগস্টের আগে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করার পর নতুন পিপির আবেদনে ফের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আগে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদের পক্ষের আইনজীবী ছিল আওয়ামী লীগপন্থিরা। এখন পট পরিবর্তনের পর বিএনপিপন্থি সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার আসামি নূর মোহাম্মদের আইনজীবী হিসেবে কাজ করছেন। সাক্ষ্য গ্রহণ শেষের পর নতুন পিপি দায়িত্ব নিয়ে ৪ সাক্ষীর সাক্ষ্য ও জেরা করতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে কোনো সাক্ষী হাজির হননি।
চট্টগ্রাম অতিরিক্ত মহানগর পিপি মোরশেদুর রহমান রোকন বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর কোকেন মামলার নতুন করে চারজনের সাক্ষী নেওয়ার প্রয়োজন উল্লেখ করে আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। তারপর গত নভেম্বর মাসে সমন ইস্যু করা হয়। পাঁচ মাসে এখনও কোনো সাক্ষী আদালতে হাজির হননি। আমরা হাজির হওয়ার জন্য চেস্টা করছি।’ 
শিশু বর্ষা ধর্ষণ ও খুনের তদন্ত শেষ হয়নি: চট্টগ্রামের জামালখানের আলোচিত শিশু বর্ষা খুন ও ধর্ষণ মামলার তদন্ত তিন বছরেও শেষ হয়নি। ডিএনএ রিপোর্টে আটকে আছে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। নিষ্পাপ সাত বছরের শিশু কন্যা বর্ষাকে নরপশু লক্ষণ সেন (৩০) ধর্ষণ করে হত্যার পর লাশ গুম করে বলে অভিযোগ ওঠে।
তদন্ত কর্মকর্তা এসআই নওশের কুরেশি বলেন, ‘মামলার তদন্ত ডিএনএ রিপোর্টের জন্য আটকে আছে। আদালতের মাধ্যমে একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট পেলে তদন্ত দ্রুত শেষ করা হবে।’
২০২২ সালের ২৪ অক্টোবর নগরের জামালখান এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু বর্ষা। তিন দিন পর ২৭ অক্টোবর জামালখান সিকদার হোটেলের পেছনে নালা থেকে বস্তাভর্তি বর্ষার মৃতদেহ উদ্ধার করা হয়। 
একজন সাক্ষী নিয়েই মামলা নিষ্পত্তি: চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসবিরোধী আইনে মামলায় মাত্র একজন সাক্ষী নিয়ে মামলা নিষ্পত্তি করা হয়। গত ১০ মার্চ চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. আবু হান্নানের আদালত এ রায় দেন। জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় বিএনপি নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ২৫ আসামিকে খালাস দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে পিপি আবদুস সাত্তার সরোয়ার জানান, মামলায় সাক্ষীরা সাক্ষ্য দিতে দীর্ঘদিন ধরে আসছেন না। একজন মাত্র সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। একজন সাক্ষীর সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের বেকসুর খালাস দিয়েছেন।
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর মাদ্রাসাতুল আবু বকর (রহ.)-এ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। এর আগে ২১ জানুয়ারি হাটহাজারীর ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় শাকিলাসহ ৩১ আসামিকে খালাস দেন আদালত।
যদিও আইনজীবী চৌধুরী আবদুল্লাহ বলেন, ‘চট্টগ্রাম আদালতে একজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে কোনো মামলা নিষ্পত্তির নজির আমরা অতীতে দেখিনি। এই প্রথম দেখতে পেলাম।’ 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: একজন স ক ষ ৫ আগস ট র র আইনজ ব র আল চ ত আল চ ত ম শ ষ হয়

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং একটি আসন কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

আরো পড়ুন:

মানিকগঞ্জে কৃষিজমির মাটি কাটার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা ছাত্রলীগ নেতার রিট বাতিল 

বাগেরহাট প্রেস ক্লাব ও অন্যান্যদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন রিট পিটিশন দাখিল করেন। এছাড়া চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল একই বিষয়ে পৃথক রিট পিটিশন করেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন বলেন, “আমরা রিট পিটিশন করেছি। আদালত আমাদের কথা শুনেছেন এবং ১০ দিনের রুল জারি করেছেন। আশা করি, আদালতে ন্যায়বিচার পাব এবং বাগেরহাটের চারটি আসন বহাল থাকবে।”

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। এরপর থেকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন আন্দোলন শুরু করে। চারটি আসন বহালের দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নেয় তারা।

তবে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট-১ (সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) নির্ধারণ করা হয়। অথচ দীর্ঘদিন ধরে বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করতে ২৫ শতাংশ অর্থ জমা দেওয়ার বিধান প্রশ্নে রুল
  • আইনজীবী সোমার মৃত্যুতে আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া
  • এনায়েত করিম ও গোলাম মোস্তফা পাঁচ দিন রিমান্ডে
  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়া প্রশ্নে রুল
  • বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট
  • বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট 
  • পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে নির্মাণকাজে স্থিতাবস্থা আপাতত বহাল, চলবে না কার্যক্রম
  • চারটি আসন বহালের দাবিতে বাগেরহাটে নির্বাচন কার্যালয় ঘেরাও, উচ্চ আদালতে দুটি রিট
  • বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড