পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় বশকে আইনি নোটিশ
Published: 17th, March 2025 GMT
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএল ড্রাফটে করবিন বশকে দলে নেয় পেশোয়ার জালমি। তবে ৮ মার্চ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স ঘোষণা করে, চোটে পড়া লিজার্ড উইলিয়ামসের পরিবর্তে তারা বশকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। এখান থেকেই শুরু হয় জটিলতা।
কারণ, এবার প্রথমবারের মতো পিএসএল ও আইপিএলের সূচি প্রায় একই সময়ে পড়েছে। আইপিএল শুরু হবে ২২ মার্চ এবং শেষ হবে ২৫ মে। অন্যদিকে, পিএসএল মাঠে গড়াবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে। ফলে কোনো এক টুর্নামেন্টে খেলার বিকল্প নেই ক্রিকেটারদের। আর বশ বেছে নেন আইপিএলকে।
এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পিসিবি। চুক্তি অনুযায়ী খেলোয়াড়ের অন্য কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই শর্ত ভঙ্গের কারণেই পাঠানো হয়েছে আইনি নোটিশ।
পিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।