গলাচিপার ইউএনওর নামে ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা, ‘আইডি হ্যাক হয়েছে’ জানিয়ে সংবাদ সম্মেলন
Published: 17th, March 2025 GMT
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে ছড়ানো ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। UNO Galachipa নামের ওই আইডি হ্যাক হয়েছে দাবি করে গতকাল রোববার রাতে সংবাদ সম্মেলন করেন ইউএনও মিজানুর রহমান। এ ছাড়া গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, ১৬ মার্চ রাত সাড়ে নয়টার দিকে তাঁর অফিশিয়াল ফেসবুক আইডি UNO Galachipa হ্যাক হয়েছে। হ্যাকার এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি গলাচিপা থানায় জিডি করে পুলিশের কাছে আইনগত সহায়তা চেয়েছেন। ইউএনওর সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.
ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ, একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক) একসময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তার হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হ্যাজ ইটস বার্কিং ডে।’
এদিকে গলাচিপার ইউএনও মিজানুর রহমানকে ঘিরে পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি পালন করছে কয়েকটি মহল। পক্ষে-বিপক্ষে আন্দোলন নিয়ে ইউএনও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব করছে। ছাত্রসংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি নানা সুবিধা চেয়েছেন, এতে তিনি অপারগতা জানানোর পর থেকেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ সব ক
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ৩০ স্কুলে চালু হলো ‘মিড ডে মিল’
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১১৩টি স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রথম পর্যায়ে ৩০টি স্কুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের উদ্যোগে মিড ডে মিলের আয়োজন করা হয়।
মিড ডে মিল চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। অভিভাবকরাও এমন উদ্যোগ নেওয়ায় ইউএনওকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হার হ্রাস পাবে এবং তারা পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে।”
আরো পড়ুন:
এবার সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
স্কুলের মাঠে বসানো হচ্ছে মরিচের হাট
ইউএনও ফারজানা রহমান বলেন, “উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেওয়া হবে। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে এই উদ্যোগ।”
তিনি আরো বলেন, “মিড ডে মিল চালুর পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ালেখার উপযুক্ত পরিবেশ সৃষ্টির জন্য স্কুলের আঙিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যে ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। এসব কার্যক্রম আমি নিজে থেকেই উদ্বোধন করেছি। আমি চাই, শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা যেনো আনন্দ মুখর পরিবেশে শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতে পারে।”
ঢাকা/অনিক/মাসুদ