পটুয়াখালীর গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে ছড়ানো ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। UNO Galachipa নামের ওই আইডি হ্যাক হয়েছে দাবি করে গতকাল রোববার রাতে সংবাদ সম্মেলন করেন ইউএনও মিজানুর রহমান। এ ছাড়া গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, ১৬ মার্চ রাত সাড়ে নয়টার দিকে তাঁর অফিশিয়াল ফেসবুক আইডি UNO Galachipa হ্যাক হয়েছে। হ্যাকার এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি গলাচিপা থানায় জিডি করে পুলিশের কাছে আইনগত সহায়তা চেয়েছেন। ইউএনওর সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.

নাসিম রেজা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ, একসময় করতাম। সো, কী হয়েছে? নুরু ভাইও (গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক) একসময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম? বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তার হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। হু ইজ ফ্রি ফ্রম ইট? যে দুর্নীতি করে না, বুঝতে হবে সে সুযোগ পায় না। মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে? সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। এভরি ডগ হ্যাজ ইটস বার্কিং ডে।’

এদিকে গলাচিপার ইউএনও মিজানুর রহমানকে ঘিরে পক্ষে-বিপক্ষে নানা কর্মসূচি পালন করছে কয়েকটি মহল। পক্ষে-বিপক্ষে আন্দোলন নিয়ে ইউএনও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব করছে। ছাত্রসংগঠনের ব্যানারে কিছু ব্যক্তি নানা সুবিধা চেয়েছেন, এতে তিনি অপারগতা জানানোর পর থেকেই তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ সব ক

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনায় পুলিশ দেখে পালালেন শিকারিরা, উদ্ধার ৪৫টি ঘুঘু অবমুক্ত
  • বাঁশির সুরে বিরহের কষ্ট ভুলতে চান রিকশাচালক শফিকুল
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
  • শেরপুরে বেশি দামে সার বিক্রি: ২ ব্যবসায়ীকে সোয়া লাখ টাকা জরিমানা
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া
  • কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ