Samakal:
2025-11-03@00:30:44 GMT

আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব

Published: 17th, March 2025 GMT

আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব

বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস জহির রায়হানের অসাধারণ সৃষ্টি ‘আরেক ফাল্গুন’। ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করার প্রেক্ষাপটে রচিত উপন্যাসের মূল চরিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মুনিম। এ ছাড়া সালমা, রেনু, বানু, নীলা, আসাদ, কবি রসুলসহ আরও অনেক চরিত্রে দৃশ্যপট রচিত হয়েছে। তাদের সবাই শিক্ষার্থী। কালজয়ী এ উপন্যাসে উঠে এসেছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির মর্মান্তিক ঘটনা ও বীরত্বগাথা।
জহির রায়হানের লেখনীতে বাস্তবতা, আবেগ এবং সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের নিপুণ সমন্বয় দেখা যায়। তাঁর উপন্যাসের চরিত্রগুলো জীবন্ত এবং গল্পের প্লট পাঠককে আবেগাপ্লুত করে। জহির রায়হানের লেখা শুধু সাহিত্য নয়, এটি ইতিহাসেরও একটি দলিল, যা বাংলাদেশের সংগ্রাম ও সংস্কৃতিকে চিরস্মরণীয় করে রেখেছে।
১৩ মার্চ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘সুহৃদ পাঠচক্র’। এতে জহির রায়হান ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে এমনটাই তুলে ধরেন আলোচকরা। 
বায়ান্নর আন্দোলনের উত্তাল সময় নিয়ে রচিত এ উপন্যাসে বিভিন্ন চরিত্রের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। গল্পের প্রধান চরিত্রগুলোর মধ্যে আছে তরুণ ছাত্রনেতা, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ; যারা ভাষার অধিকারের জন্য সংগ্রাম করছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্ররা ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক সংগ্রামের মধ্যে পড়ে যায়। একদিকে রাষ্ট্রের দমননীতি, অন্যদিকে ব্যক্তিগত দ্বন্দ্ব– এই দুইয়ের টানাপোড়েন পুরো উপন্যাসে ছড়িয়ে আছে।
শেষ পর্যন্ত আন্দোলনের রক্তাক্ত পরিণতি ও শহীদদের আত্মত্যাগ ইতিহাসের অংশ হয়ে যায়। কিন্তু সেই আত্মত্যাগ বৃথা যায় না, বরং একটি নতুন দিনের সূচনা করে, যেখানে ভাষার জন্য সংগ্রাম একটি শক্তিশালী আন্দোলনে পরিণত হয়। এমনটাই আলোচকরা তুলে ধরেন। প্রখ্যাত ঔপন্যাসিক জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস ‘আরেক ফাল্গুন’ ছিল আলোচনার মূল বিষয়।
পাঠচক্রে আলোচনায় অংশ নেন লেখক ও শিক্ষক গায়ত্রী মৃধা এবং ট্রাস্টি কবি মো.

কামরুজ্জামান লিটু, সুহৃদ প্রধান উপদেষ্টা ও সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার, আইন বিভাগের চেয়ারম্যান আ ম মো. সাঈদ  প্রমুখ। 
শারমিন আকতার বলেন, উপন্যাসের নাম ‘আরেক ফাল্গুন’ প্রতীকী অর্থ বহন করে। এটি বোঝায় যে আন্দোলন ও প্রতিরোধ একেবারেই শেষ হয় না, বরং নতুন নতুন সংগ্রামের জন্ম দেয়। উপন্যাসের শেষদিকে ছাত্রদের নাম ধরে ধরে জেলখানায় ঢোকানোর সময় ডেপুটি জেলার সাহেব হাঁপিয়ে ওঠেন এবং বিরক্তির সঙ্গে বলেন, ‘উহু, এত ছেলেকে জায়গা দেব কোথায়। জেলখানা তো এমনিতে ভর্তি হয়ে আসছে।’ প্রত্যুত্তরে পাশ থেকে ছাত্রদের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, ‘এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।’ সংগ্রামকে দারুণভাবে উজ্জীবিত করা যায় তার জ্বলন্ত উদাহরণ এ উক্তি। 
সুহৃদ উপদেষ্টা হাসান বলেন, এটি শুধু একটি কাহিনি নয়, এটি মুক্তিযুদ্ধের সময়কার মানুষের সংগ্রাম, আশা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার একটি শক্তিশালী দলিল। সুহৃদ অভিজিৎ মৃধা, আহসান হাবিব প্রমুখ অংশগ্রহণ করেন। v  
 
সভাপতি সুহৃদ সমাবেশ, অ্যাডাস্ট

উৎস: Samakal

কীওয়ার্ড: উপন য স র র জন ত ক

এছাড়াও পড়ুন:

সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। বিশ্বব্যাপী ২ নভেম্বর দিবসটি পালিত হয়।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন। এর মধ্যে রয়েছে মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন। এমনকি অনেককে জীবনও দিতে হচ্ছে।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টি ঘটনার মধ্যে ৯টির বিচারই এখনো অমীমাংসিত রয়ে গেছে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে (ফিলিস্তিনের) গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। আমি আবারও এই ঘটনাগুলোর স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘যেকোনো জায়গায় বিচারহীনতা শুধু ভুক্তভোগী এবং তাঁদের পরিবারের প্রতিই অন্যায় নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, আরও সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার শামিল এবং গণতন্ত্রের প্রতি হুমকি।’ তিনি বলেন, সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, প্রত্যেক অপরাধীর বিচার করা এবং সাংবাদিকেরা যাতে সর্বত্র স্বাধীনভাবে তাঁদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘নারী সাংবাদিকদের লক্ষ্য করে অনলাইনে উদ্বেগজনকভাবে বাড়তে থাকা হয়রানিমূলক আচরণ অবশ্যই আমাদের মোকাবিলা করতে হবে। এ ধরনের অপরাধের বেশিরভাগ ক্ষেত্রেই সাজা হয় না এবং এটি প্রায়শই বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাঁরা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তাঁদের জন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে হবে।’

আন্তোনিও গুতেরেস বলেন, ‘যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠস্বর হারাই। আসুন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং যাঁরা ক্ষমতার বিপরীতে সত্য তুলে ধরেন, তাঁরা যেন ভয় ছাড়াই তা করতে পারেন তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নিই।’

সম্পর্কিত নিবন্ধ