জুমে যুক্ত হচ্ছে নতুন এআই ফিচার, যে সুবিধা পাওয়া যাবে
Published: 21st, March 2025 GMT
নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘এআই কম্প্যানিয়ন’ চ্যাটবটে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশন জুম। নতুন এ উদ্যোগের আওতায় শিগগিরই চ্যাটবটটিতে ‘এজেন্টিক এআই’ ফিচার যুক্ত করা হবে। ব্যবহারকারীদের কাজের ধরন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করে দেবে ফিচারটি। এর ফলে ব্যস্ত থাকলেও নির্দিষ্ট সময়ে অনলাইনে বিভিন্ন কাজ করতে পারবেন জুম ব্যবহারকারীরা।
জুমের তথ্যমতে, নতুন ফিচারটি জুম ওয়ার্কপ্লেসের ‘টাস্কস’ ট্যাবে পাওয়া যাবে। এর ফলে সহজেই ফিচারটি চালু করে অনলাইন বৈঠকের সময় নির্ধারণ, আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এ বিষয়ে জুমের প্রধান পণ্য কর্মকর্তা স্মিতা হাশিম বলেন, ‘এআইকে প্রতিটি পণ্য ও যোগাযোগের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে এটি ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর ও সহায়ক হয়ে ওঠে। আমাদের এআই কম্প্যানিয়ন এখন প্রতিটি পণ্যের সঙ্গে সংযুক্ত হচ্ছে, যা সহজ ও কার্যকর অভিজ্ঞতা তৈরি করবে।’
আরও পড়ুনজুম সভায় স্ক্রিন শেয়ার করবেন যেভাবে০৫ নভেম্বর ২০২৩এআই কম্প্যানিয়নের পাশাপাশি জুম ওয়ার্কপ্লেসে আরও নতুন ফিচার যুক্ত হচ্ছে, যার মধ্যে ভয়েস রেকর্ডার অন্যতম। ফিচারটি অনলাইন বৈঠকের তথ্য ধারণ করে লিখিত আকারে সংরক্ষণ করবে এবং মূল বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করবে। এ ছাড়া ‘লাইভ নোটস’ নামের আরও একটি ফিচার যুক্ত হচ্ছে, যা জুম বৈঠক ও ফোনকলের রিয়েল টাইম সারসংক্ষেপ তৈরি করে দেবে।
এআই কম্প্যানিয়ন ফিচারটি আগামী মাসে চালু হবে। প্রতি মাসে ১২ ডলারের বিনিময়ে ব্যবহার করা যাবে ফিচারটি। বেশ কিছু অ্যাভাটারের টেমপ্লেট যুক্ত থাকায় ফিচারটি কাজে লাগিয়ে সহজেই নিজেদের প্রয়োজনমতো কাস্টম অ্যাভাটার তৈরি করা যাবে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন