নেত্রকোনায় কাঁচামাল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
Published: 22nd, March 2025 GMT
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক কাঁচামাল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের সড়কের পাশে সাঁতারখালী খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ব্যবসায়ীর নাম তারা মিয়া (৬২)। তিনি ওয়াই উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাশাটি বাজারে আলু-পেঁয়াজসহ বিভিন্ন কাঁচামালের ব্যবসা করতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা মিয়া গতকাল শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত বাশাটি বাজারে দোকান খুলে মালামাল বিক্রি করেন। পরে সেখানে তারাবিহর নামাজ আদায় করেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেন। কিন্তু বাড়িতে আর ফেরেননি। পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করে কোথাও পাননি। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে স্থানীয় কয়েকজন গ্রামের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে ব্যাগ ও জুতা পরে থাকতে দেখেন। পরে এক ব্যক্তি কিছুদূর এগিয়ে সাঁতারখালী খালে তারা মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত তারা মিয়ার ছোট ভাই সোলাইমান মিয়া বলেন, তাঁর ভাই একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে সাধাসিধে জীবন যাপন করতেন। তিনি বিভিন্ন বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। দুর্বৃত্তরা কেন তাঁকে এমন নৃশংসভাবে তাঁকে হত্যা করেছে, সেটি তিনি বুঝতে পারছেন না। তিনি এই হত্যার বিচার চান।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবস য় র
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//