কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিনে উঠতে নিষেধ করায় চালককে মারধর
Published: 22nd, March 2025 GMT
কিশোরগঞ্জে ইঞ্জিনের বগিতে যাত্রী উঠতে নিষেধ করায় ট্রেনের চালককে মারধর করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বাজিতপুর উপজেলার সরারচর স্টেশনে ঘটনাটি ঘটে। পরে ট্রেনটি ৫০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশে স্টেশন ছেড়ে যায়। এ কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
সরারচর রেল স্টেশনের স্টেশন মাস্টার রথিস বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মারধরের শিকার ট্রেন চালকের নাম শরিফুল ইসলাম।
স্টেশন মাস্টার রথিস বিশ্বাস বলেন, “চালকের ওপর হামলা চালানোর ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে পড়েন। কিছু সময় পর হামলাকারীরা চলে যান।”
আরো পড়ুন:
বাউফলে পিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় ২ মামলা
তরমুজের ট্রলারে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু
ট্রেনটির পরিচালক (গার্ড) শিহাব উদ্দিন বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস (প্রভাতি) ট্রেনটি সরারচর রেল স্টেশনে পৌঁছায় সকাল ১০টা ১ মিনিটে। ট্রেন থামামাত্র যাত্রীরা এসে চালকের ওপর চড়াও হন। মারধরে আহত হওয়ার পর চালক ট্রেন থেকে নেমে যান। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই অবস্থায় চালক ট্রেন চালিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন। খবর পেয়ে স্টেশনে পুলিশ আসে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে চালক ট্রেনটি চালিয়ে কিশোরগঞ্জ যান।”
তিনি আরো বলেন, “এগারসিন্ধুর প্রভাতি ট্রেনটি আজ সকাল ৯টা ১০ মিনিটে ভৈরব স্টেশনে প্রবেশ করে। তখন কয়েকজন যাত্রী ইঞ্জিনের বগিতে উঠতে চান। চালক উঠতে দেননি। চালকের কাছ থেকে বাধা পেয়ে ওই যাত্রীরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে চালককে দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা। ইঞ্জিনের বগিতে চড়ে ভ্রমণ করা এক শ্রেণির যাত্রীর অভ্যাস। মূলত যেতে না পারায় চালকের ওপর হামলা চালানো হয়।”
আহত চালক শরিফুল ইসলাম বলেন, “ভৈরব থেকে কয়েকজন ইঞ্জিনের বগিতে উঠতে চান। আমি তেমন কিছুই বলিনি। কেবল বলেছি, ইঞ্জিনে করে ভ্রমণ যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ। যেকোনো মূল্যে ইঞ্জিনে করেই যাবেন তারা। শেষে আমাকে হুমকি দেন।”
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, “এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। রেলওয়ের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।”
ঢাকা/রুমন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর ক শ রগঞ জ ম রধর
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫