চোরের তথ্যে গরু মিলল বিএনপি নেতার গোয়ালে
Published: 23rd, March 2025 GMT
নওগাঁর আত্রাই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে বগুড়ার কাহালু উপজেলার এক বিএনপি নেতার গোয়াল থেকে ১৩টি গরু উদ্ধার হয়েছে। সাম্প্রতিক কয়েকটি গরু চুরির পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তির দেওয়া তথ্যে এসব গরু উদ্ধার হয়। এর মধ্যে পাঁচটি গরুই আত্রাইয়ের নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের। অন্য গরুগুলোর মালিকের সন্ধান করছে পুলিশ।
  
 রোববার দুপুরে নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 
তিনি বলেন, ১৪ মার্চ আত্রাইয়ের মোরশেদ আলী শেখের গোয়াল থেকে ৮টি গরু চুরি হয়। এ ঘটনায় পুলিশের অভিযানে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিক শনিবার আত্রাই থেকে গ্রেপ্তার হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) এর বাড়িতে পাওয়া যায় ১৩টি চোরাই গরু। এগুলোর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।
গ্রেপ্তার ছোটনের বাড়ি আত্রাইয়ের মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। আত্রাই থানার ওসি সাহাব উদ্দীন বলেন, নৈদিঘী গ্রামের মোরশেদ আলী গরু চুরির ঘটনায় থানায় মামলা করেন। অনুসন্ধানে নেমে পুলিশ দিঘীরপাড় বাজার থেকে ছোটনকে শনিবার সন্ধ্যায় আটক করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদে গরু চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই তাকে নিয়ে বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আব্দুল গফুর শাহের (৪০) বাড়িতে অভিযান চালানো হয়।
আব্দুল গফুর শাহ কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এসব বিষয়ে বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ মোবাইল ফোনে বলেন, ইতোমধ্যে গফুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বিকেলের মধ্যেই এটি কার্যকর হবে।
আত্রাই থানার ওসি সাহাব উদ্দীন বলেন, গ্রেপ্তার ছোটনের বিরুদ্ধে আরেকটি চুরির মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গরু চুরিতে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে। 
  
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ উপজ ল র ব এনপ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।