দেশে নানা ধরনের অস্থিতিশীলতার চেষ্টা চলছে: জোনায়েদ সাকি
Published: 24th, March 2025 GMT
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে নানা ধরনের অস্থিতিশীলতার চেষ্টা চলছে। এই ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যহত করতে পারে। এই অস্থিতিশীল পরিস্থিতি আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না।
রোববার সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি হলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে অব্যহত থাকে সেজন্য সব রাজনৈতিক পক্ষ, সব ব্যক্তিবর্গ এমনকি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, আমাদের সকলকে এমন ভূমিকা নেওয়া উচিত, যাতে করে এদেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি। যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যেন দায়িত্বশীল আচরণ করেন।
তিনি আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা নিজেই হত্যার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি করে নারী ও শিশুকে হত্যা করেছে। শেখ হাসিনাসহ যারা হত্যার সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
জোনায়েদ সাকি বলেন, নানানভাবে ষড়যন্ত্র চলছে, তৌহিদী জনতার নামে মব আক্রমণ চলছে, বিভিন্ন গোষ্ঠীর ওপর হামলা হচ্ছে, নারী এবং বিভিন্ন মাজারে হামলা চলছে, ধর্মীয় কিংবা সংখ্যালঘুরাও বাদ যাচ্ছে না। এই রকম কাজ বাংলাদেশকে ভারতীয় মিডিয়া ও ভারতের শাসকদল যেভাবে সারা দুনিয়ায় হাজির করতে চায়, সেই চেষ্টাকে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ সম্পর্কে মন্তব্য নানাভাবে তৈরি করা হচ্ছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আরও বলেন, ৯০ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটেছিল। মানুষ গণতন্ত্রের আশা করলেও আমরা দেখেছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কোনো পরিবর্তন হয়নি। যথার্থভাবে লক্ষ্য ও কর্মসূচি হাজির না থাকায় ৯০ পরবর্তী সরকারগুলো একই রাষ্ট্র কাঠামোয় এসে মানুষের ভোটের অধিকার এবং জনগণের যে ক্ষমতা তা কেড়ে নিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে নিজেদের দাবি করা তত্বাবধায়ক ব্যবস্থা তুলে দেয়। সমস্ত রাষ্ট্র যন্ত্রকে পকেটে ভরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভয়াবহ ফ্যাসিবাদি কায়েম করেছে।
গণসংহতি আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, গণসংহতি আন্দোলন রংপুর জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান, সদস্য সচিব মুফাখখারুল ইসলাম মুন, গণসংহতি আন্দোলনের নেতা রফিকুল ইসলাম, আল মেহেদী প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব