বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু করছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ জুনের মধ্যে আবেদন করতে হবে। এ প্রোগ্রামটি কমনওয়েলথ অব লার্নিং, ভ্যানকুভার, কানাডার সহযোগিতায় বাংলাদেশ ছাড়া আরও ১১টি দেশে চালু রয়েছে। অ্যাডমিশন সেমিস্টার ২২২–এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও চট্টগ্রাম রিজিওনাল সেন্টারে এ প্রোগ্রামের কার্যক্রম চলবে।

ভর্তির আবেদনের যোগ্যতা

১.

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা সমমান ডিগ্রি (কমপক্ষে বিএ, বিএসসি, বিএসএস, বিবিএ, বিকম, এমবিবিএস/ডেন্টাল, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি অ্যাগ্রিকালচার, বিএসসি নার্সিং ইত্যাদি)।

২. কমপক্ষে দুই বছরের কর্মঅভিজ্ঞতা।

৩. বাংলাদেশের নাগরিক হতে হবে এবং

৪. কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ অ্যাডমিশন টেস্টে সন্তোষজনক স্কোর অর্জন করতে হবে।

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ২৩ মার্চ ২০২৫

ভর্তির আবেদনের প্রক্রিয়া

১. http://osapsnew.bou.ac.bd ওয়েবসাইটের Apply Now বাটনে ক্লিক করে ভর্তি নির্দেশিকা পড়ে Apply Now–এ ক্লিক করতে হবে। Next button–এ সাধারণ তথ্য পূরণ করতে হবে।

২. ব্যক্তিগত তথ্যাদি আপলোড করার পর সাম্প্রতিক সময়ে তোলা একটি ছবি (৩০০×৩০০ পিক্সেল, জেপিজি ফরম্যাটে) এবং আবেদনকারীর স্ক্যান করা স্বাক্ষর (৩০০×১০০ পিক্সেল, জেপিজি ফরম্যাটে) সংযুক্ত করতে হবে।

৩. Next Button–এ ক্লিক করে শিক্ষাগত ও কর্মঅভিজ্ঞতার তথ্য যুক্ত করতে হবে। আবেদনকারীর মুঠোফোনে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।

৪. ইউজার আইডি, পাসওয়ার্ড ও পেমেন্ট পরিশোধ–সংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার তারিখ ও সময়

১. আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২০ জুন ২০২৫, বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট।

৩. ভর্তি পরীক্ষার স্থান: ঢাকা আঞ্চলিক কেন্দ্র ও চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র।

৪. পরীক্ষার বিষয় ও নম্বর: সাধারণ সচেতনতা ৫০, ইংরেজি ভাষা ৫০, কোয়ান্টিটেটিভ টেকনিকস ৫০, রিজনিং ৫০, মোট ২০০ নম্বর।

৫. ক্লাস অনুষ্ঠিত হবে: শুধু শুক্রবার।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

আরও পড়ুনআয়ারল্যান্ডে বাংলাদেশি প্রকৌশলীদের ক্যারিয়ারের সম্ভাবনা, যেভাবে মিলবে সুযোগ১২ মার্চ ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র ব এসস

এছাড়াও পড়ুন:

সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে

সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউটে (Army IBA, Sylhet) ফল সেমিস্টারে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) অন্তর্ভুক্ত।

জেনে রাখুন—

১. এ প্রোগ্রামে মোট ৪০ কোর্স।

২. মোট ১২৬ ক্রেডিট।

৩. প্রধান বিষয়: মার্কেটিং, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, এইচআরএম, অপারেশন ম্যানেজমেন্ট, এসসিএম, এমআইএস।

৪. শিক্ষার্থীদের জন্য হোস্টেল রয়েছে।

৫. ভর্তির জন্য আবেদন করার ওয়েবসাইট

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য —

১. আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৫।

২. ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৫।

৩. ভর্তি পরীক্ষার স্থান: ক. বিইউপি, ঢাকা, খ.আর্মি আইবিএ, সিলেট।

৪. ঠিকানা: আর্মি ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউট, জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় বাড়ল২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • সুদানের এল-ফাশারে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ৪১ বেসামরিক
  • স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তুলতে চান?
  • মার্জিন ঋণ নিতে বিনিয়োগ লাগবে কমপক্ষে ১০ লাখ টাকা
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, ৩ দিনে নিহত ৭১
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৭১