এবারের লড়াইটা তামিমের নিজের সঙ্গেই
Published: 24th, March 2025 GMT
হাসপাতালের গেইটে গাড়ি থেকে নেমেই ছুটলেন তামিম ইকবাল পত্নী। অচেনা এক হাসপাতাল, কোন দিকে যাবেন, লিফট কিংবা সিঁড়ি; দিগ্বিদিক ছুটছিলেন আয়েশা। মুহূর্তের মধ্যেই যেন সবকিছু ওলটপালট হয়ে যায় খান পরিবারের।
ঘটনার শুরু সোমবার সকাল থেকে। বরাবরের মতো সাভারের বিকেএসপিতে যান মোহামেডান অধিনায়ক। যথাসময়ে টসও করেন। খেলা শুরু হয়। এরপর ঘটতে থাকে ঘটনা, অসুস্থ হতে থাকেন তামিম। তীব্র বুকে ব্যথা থেকে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম।
হাসপাতালে বিসিবির প্রধান চিকিৎসকের সঙ্গে খালেদ মাহমুদ সুজন
আরো পড়ুন:
তামিমের সুস্থতা প্রার্থনায় গোটা দেশ
তামিমের জন্য কেকেআরের প্রার্থনা
বুকে ব্যথার পর তামিমকে আনা হয় সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে। নিজের গাড়িতে করেই হাসপাতালে আসেন। ইসিজিসহ চিকিৎসা করা হয়। হাসপাতালের চিকিৎসকরা পরামর্শ দেন হাসপাতালেই থাকতে।
কিন্তু তামিম এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসতে চান। সবকিছুর ব্যবস্থা হয়, বিকেএসপিতে তামিমের জন্য হেলিকপ্টারও পৌঁছে যায়। কিন্তু তামিমের অবস্থা যেতে থাকে খারাপের দিকে। এক পর্যায়ে মুখের ফেনা বের হতে থাকে, পালস্ পাওয়া যাচ্ছিল না। অবস্থা এমন বেগতিক হেলিকপ্টারে তোলার মতো অবস্থা ছিল না। হেলিকপ্টারে না ওঠাই যেন আশীর্বাদ হয়ে আসে তামিমের জন্য। এই সময় তাকে সিপিআর দেওয়া হয়, হাসপাতালে আনার পর দেওয়া হয় ডিসি শক। তাতেই যেন রক্ষা!
ছুটে এলেন মুশফিকুর রহিম
সেই সময় তামিমের সঙ্গে ছিলেন মোহামেডান-শাইনপুকুর ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি বলেন, “আমরা যারা কাছ থেকে দেখেছি, ব্যাপারটা কিন্তু অকল্পনীয়। ক্রিকেটারদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করি, নিজেও ক্রিকেট খেলেছি। কিন্তু আজকের ঘটনা ক্যারিয়ারে এরকম হয়নি।”
“আমরা যখন কাছে গেলাম, তামিম কোনো কথা তো নেই, অচেতন অবস্থায়। তখন আমরা ভয় পেয়ে গেছি। আমরা কী হেলিকপ্টারে তুলব বা গাড়িতে রেখে কী করব! ডাক্তারকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম। ডালিম পাঞ্চ করতেছে ওকে, মুখ দিয়ে ফেনা পড়তেছে—পালস্ নেই এমন একটা অবস্থা। ডাক্তার বলল হেলিকপ্টারে নিলে সে চিকিৎসা বঞ্চিত হতে পারে। আমরা সঙ্গে সঙ্গে দ্রুতই সে হাসপাতালে নিয়ে গেলাম, জ্যামও ছিল না। ৪/৫ মিনিটের মধ্যে এলাম। এসে দেখলাম ডাক্তারদের পুরো একটা গ্রুপ রেডি হয়ে আছে। ওখানে সম্ভবত লাইফ সাপোর্টেও নিয়ে গেল।’’
দেখতে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ
দ্বিতীয়বার হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে ‘লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি’তে শতভাগ ব্লক ধরা পড়ে। এরপর দ্রুত রিং পরানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তখনো হাসপাতালে তামিমের পরিবারের সদস্যরা না আসায় চিকিৎসার সম্মতি দেন দেবব্রত পাল। কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের চিকিৎসক মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তামিমের রক্তনালীর ওই ব্লকে সফলভাবে রিং পরানো হয়।
তামিমকে রাখা হয় কার্ডিয়াক কেয়ার ইউনিটে। এরপর হাসপাতালে উপস্থিত হয় তামিমের স্ত্রীসহ পরিবারের সদস্যরা। বড় ভাই নাফিস ইকবালও উপস্থিত হন। ধীরে ধীরে জ্ঞান ফেরে তামিমের, কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ, চাচা বিসিবি পরিচালক আকরাম খান, মাহবুব আনাম, মনজুর আলম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আসেন হাসপাতালে। তবে কেউ কোনো কথা বলেননি।
হাসপাতালের লবিতে ভক্তরা
মোহামেডানের খেলা শেষ হলে আসেন সতীর্থরা। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কনরা তামিমকে দেখতে আসেন। মুশফিক-মাহমুদউল্লাহ তামিমের সঙ্গে দেখা করারও সুযোগ পান।
কেপিজের মেডিকেল ডিরেক্টর ডাক্তার রাজিব বলেন, “এখন ওই ব্লকটা পুরোপুরি চলে গেছে। আমরা যেমনটা বলছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পর এখন পর্যবেক্ষণে আছেন। ক্রিটিক্যাল অবস্থা এখনও কাটেনি। একটু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি।”
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “তামিমের অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। তবে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ করা হবে। এর আগে কিছুই বলা যাবে না।”
তামিমকে দেশের বাইরে নেওয়া হবে? এমন প্রশ্নে দেবাশীষ বলেন, “আগে ২৪ ঘণ্টা পার হোক, তারপর বলা যাবে, চিকিৎসকরা বলে দেবেন কী করতে হবে।”
তামিমের বড় ভাই নাফিস ইকবাল
সময় গড়ানোর সঙ্গে হাসপাতালে ভিড় বাড়তে থাকে। ঢাকা থেকে গণমাধ্যমকর্মীরা ছাড়াও তামিম ভক্তরা হাজির হচ্ছিলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষসহ বিসিবি থেকে অনুরোধ করা হয় ভিড় না বাড়ানোর জন্য।
২২ গজে দেড় যুগের বেশি সময় ধরে লড়েছেন দেশ সেরা ওপেনার তামিম, এক হাত দিয়ে ব্যাটিং করে বিশ্বভুবনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, এবার তামিমের লড়াই যেন নিজের সঙ্গেই। আবার কবে পুরোনো তামিমকে দেখা যাবে? জানার জন্য অন্তত ২৪ ঘণ্টা তো অপেক্ষা করতেই হবে।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল পর ব র র র জন য অবস থ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট