চট্টগ্রামে শ্রমিকদের সাড়ে আট ঘণ্টা সড়ক অবরোধ
Published: 24th, March 2025 GMT
বেতন-বোনাসের দাবিতে চট্টগ্রামে প্রায় সাড়ে আট ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার নগরীর ফ্রি পোর্ট এলাকায় বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় বন্দর ও পতেঙ্গাগামী সড়কে যান চলাচল বন্ধ ছিল। আশপাশের এলাকাগুলোতেও দেখা দেয় তীব্র যানজট। বিশেষ করে ইফতারের সময় ভোগান্তিতে পড়েন মানুষ। পরে দাবি পূরণে পুলিশের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
পুলিশ সূত্র জানায়, জেএমএস গ্রুপের মালিকানাধীন জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে গত ৪ মার্চ প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের গত ২০ মার্চ আগের মাসের বেতন এবং ২৩ মার্চ ঈদ বোনাস পরিশোধের কথা ছিল কর্তৃপক্ষের। কিন্তু কোনো শ্রমিক বেতন পাননি। বেপজার আশ্বাস অনুযায়ী, সোমবার সকালে বেতন-বোনাসের জন্য কারখানার সামনে ভিড় করেন শ্রমিকরা। কারখানার গেটে তালা ঝুলতে দেখে ক্ষুব্ধ হন তারা। এক পর্যায়ে শ্রমিকরা ফ্রি পোর্ট মোড় সড়ক অবরোধ করে টানা বিক্ষোভ শুরু করেন। দুপুরের দিকে থানা পুলিশ, শিল্প পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু বেতন-বোনাস ছাড়া অবরোধ তুলে নিতে রাজি হননি শ্রমিকরা। অবরোধ চলাকালে নগরীর প্রবেশদ্বার একে খান থেকে নিমতলাগামী সড়কের নয়াবাজার, ফ্রি পোর্ট, কাটগড় পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়। এছাড়া আগ্রাবাদ থেকে শুরু করে বারিক বিল্ডিং-সল্টগোলা পর্যন্তও যানজট ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় শিল্প পুলিশ জানায়, কারখানার মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধের জন্য ব্যাংকে ঋণের আবেদন করেছে। ঋণ পেলেই বেতন-বোনাস পরিশোধ করা হবে। এই আশ্বাসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমরা ব্যাংক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। মালিক পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। মঙ্গলবার শ্রমিকদের পাওনা পরিশোধ হয়ে যাবে আশা করছি।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫