আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে নার্সিং কোর্স, বিনা মূল্যে থাকা-খাবার
Published: 25th, March 2025 GMT
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে (এএফএমআই) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইন নার্সিং কোর্সে ১৭তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সের মেয়াদ চার বছর।
সুযোগ-সুবিধা১. এএফএমআইয়ের নির্ধারিত বাসস্থানে বিনা মূল্যে থাকার সুব্যবস্থা রয়েছে।
২. এএফএমআইয়ের তত্ত্বাবধানে বিনা মূল্যে খাবার রয়েছে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা১.
২. এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ–৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ–৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
৩. এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে । যাঁরা O-Level/A-Level পরীক্ষায় উত্তীর্ণ, তাঁদের মার্কশিট বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তরিত করে Equivalent Certificate সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই ফেল৫ ঘণ্টা আগেপ্রার্থীর যোগ্যতা১. বয়স: ১৭ হতে ২২ বছর (০১ জুলাই ২০২৪)।
২. ওজন: ৩৯ দশমিক ৯২ কেজি (৮৮ পাউন্ড) ন্যূনতম।
৩. বুকের মাপ: স্বাভাবিক ৬৬ দশমিক ০৪ সেমি, প্রসারিত ৭১ দশমিক ১২ সেমি ন্যূনতম।
৪. বৈবাহিক অবস্থা: অবিবাহিত (কোর্স শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকা আবশ্যক)।
আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস৭ ঘণ্টা আগে* ভর্তির আবেদনঅনলাইনে https://www.afmibd.net এই ওয়েবসাইটে (এএফএমআই আবেদনের নীতিমালা দেওয়া আছে) আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সশরীর আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে, ঢাকা সেনানিবাসে এসে আবেদন করা যাবে।
* ভর্তির বিস্তারিত তথ্য১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
২. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
৩. MCQ পদ্ধতিতে ১ ঘণ্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২ মে ২০২৫, সকাল ১০টা থেকে বেলা ১১টা, শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন স্কুল, ঢাকা, সেনানিবাস।
৫. লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা করে ডাক্তারি ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.afmibd.net
আরও পড়ুনরুয়েটে পিএইচডি-পিজিডি কোর্স, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সুযোগ৬ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গত সপ্তাহে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্কের (আরএনডিডিএইচ) তথ্যানুসারে, সংকটে জর্জরিত দেশটিতে সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্যারন’স।
গতকাল সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে আরএনডিডিএইচ জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’
পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
২০২৪ সালের শুরুর দিকে গ্যাংগুলোর একটি জোট লাগাতার হামলা শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি।
আরএনডিডিএইচ জানিয়েছে, ভিভ আনসানম গ্যাং জোট, যারা ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরের নিয়ন্ত্রণে রয়েছে, তারা গত সপ্তাহে নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।
সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’
প্রতিবেদনে আরো বলা হয়, ‘বেঁচে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে।’
তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। সেখানকার ৯০ শতাংশ অঞ্চলের ওপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।
রবিবার, তিনি ক্যাবারে কমিউনে হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশগুলোকে প্রয়োজনীয় ‘সরবরাহ, কর্মী ও তহবিল দিয়ে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করার’ আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে হাইতিতে কমপক্ষে ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।
ঢাকা/ফিরোজ