আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে নার্সিং কোর্স, বিনা মূল্যে থাকা-খাবার
Published: 25th, March 2025 GMT
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে (এএফএমআই) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইন নার্সিং কোর্সে ১৭তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সের মেয়াদ চার বছর।
সুযোগ-সুবিধা১. এএফএমআইয়ের নির্ধারিত বাসস্থানে বিনা মূল্যে থাকার সুব্যবস্থা রয়েছে।
২. এএফএমআইয়ের তত্ত্বাবধানে বিনা মূল্যে খাবার রয়েছে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা১.
২. এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ–৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ–৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।
৩. এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ–৩.০০ থাকতে হবে । যাঁরা O-Level/A-Level পরীক্ষায় উত্তীর্ণ, তাঁদের মার্কশিট বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তরিত করে Equivalent Certificate সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই ফেল৫ ঘণ্টা আগেপ্রার্থীর যোগ্যতা১. বয়স: ১৭ হতে ২২ বছর (০১ জুলাই ২০২৪)।
২. ওজন: ৩৯ দশমিক ৯২ কেজি (৮৮ পাউন্ড) ন্যূনতম।
৩. বুকের মাপ: স্বাভাবিক ৬৬ দশমিক ০৪ সেমি, প্রসারিত ৭১ দশমিক ১২ সেমি ন্যূনতম।
৪. বৈবাহিক অবস্থা: অবিবাহিত (কোর্স শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকা আবশ্যক)।
আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস৭ ঘণ্টা আগে* ভর্তির আবেদনঅনলাইনে https://www.afmibd.net এই ওয়েবসাইটে (এএফএমআই আবেদনের নীতিমালা দেওয়া আছে) আবেদন করা যাবে। আবেদনের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সশরীর আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে, ঢাকা সেনানিবাসে এসে আবেদন করা যাবে।
* ভর্তির বিস্তারিত তথ্য১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
২. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
৩. MCQ পদ্ধতিতে ১ ঘণ্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২ মে ২০২৫, সকাল ১০টা থেকে বেলা ১১টা, শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন স্কুল, ঢাকা, সেনানিবাস।
৫. লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা করে ডাক্তারি ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.afmibd.net
আরও পড়ুনরুয়েটে পিএইচডি-পিজিডি কোর্স, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সুযোগ৬ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে ওষুধ ও রাসায়নিক খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে একই বছরের জন্য কোম্পানি ১ হাজার ৮৯০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল, যা এরইমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। সে হিসাবে কোম্পানি সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য মোট ৩ হাজার ৮৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলো।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য এই চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে সর্বশেষ ঘোষিত চূড়ান্ত লভ্যাংশের প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৯৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডাররা।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ার হোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৮৭.৪৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪৬.২৩ টাকা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩৯.১৩ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা