জনসচেতনতা তৈরি করতে শিক্ষার বিভিন্ন স্তরে কর নিয়ে পড়াশোনা চালুর পক্ষে মত দিয়েছেন  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, করের বিষয়গুলো পাঠ্যপুস্তকে আসুক। শিশুরা ছোটবেলা থেকেই জানুক কর কী, কর দেশের কী কাজে লাগে। একটু অ্যাডভান্স লেভেলে কর-সংক্রান্ত অঙ্কও থাকবে। 
গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। সবার জন্য কর-সংক্রান্ত শিক্ষা জরুরি বলে মনে করেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, কর নিয়ে জানাশোনা না থাকলে, করদাতারা সচেতন হয় না। শিক্ষার বিভিন্ন স্তরে কর নিয়ে পড়াশোনা চালু করা হবে। তাতে শিশুরা ছোটবেলা থেকেই জানবে কর কী, এটি দেশের কী কাজে লাগে। স্কুল-কলেজ পর্যায়ে কর নিয়ে গণিত তথা অঙ্ক থাকবে। 
আবদুর রহমান খান বলেন, ১ কোটি ৪৫ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪৫ লাখ রিটার্ন জমা দেন। কোনো জবাবদিহি নেই, কোনো নোটিশ নেই, কোনো অ্যাসেসমেন্ট নেই। এ জন্য রিটার্ন জমাও কম। কর আদায়ে ভুল পথ অনুসরণ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আগে নীতিকে খুব আক্রমণাত্মকভাবে ব্যবহার করা হয়েছে। এনবিআরকে কর আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হতো, ধরে নেওয়া হতো, তা টেবিলে বসেই পাওয়া যাবে। এনবিআর চেয়ারম্যান বলেন, যারা রিটার্ন জমা দিয়েছেন তাদের দুই-তৃতীয়াংশই নন-ট্যাক্সেবল বা করযোগ্য নয়। অনলাইনের ১৫ লাখ রিটার্নের মধ্যে ১০ লাখই শূন্য রিটার্ন। কাগজে রিটার্নেও একই চিত্র। 
এনবিআর শিগগির পুরোপুরি অনলাইন রিটার্নে যাবে– এমন তথ্য দিয়ে আব্দুর রহমান খান বলেন, আগামী ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন শতভাগ আবশ্যিক করে চালু হয়ে যাবে। এখনও প্রতিদিন তিন হাজার, সাড়ে তিন হাজার করে রিটার্ন জমা পড়ছে। নতুন করদাতারা নিবন্ধন নিচ্ছে। তারা রিটার্ন দিচ্ছে, তাদের জন্য কোনো জরিমানা নেই।
সভায় এনবিআরের সাবেক সদস্য আমিনুর রহমান বলেন, মোট ভাড়া মূল্যের ভিত্তিতে বাড়িভাড়া আয় পরিগণনা ও সূত্র পরিহার করতে হবে। এ-সংক্রান্ত ধারাটি পুনর্গঠিত করতে হবে। 
এনবিআরের আরেক সাবেক সদস্য অপূর্ব কান্তি দাস বলেন, বর্তমানে এলাকাভিত্তিক একটি ন্যূনতম কর আছে। কোথাও ২ হাজার, কোথাও ৫ হাজার। এটার একটা সমস্যা আছে। কেউ ঢাকায় চাকরি করেন; কিন্তু থাকেন অন্য কোনো জেলায়। পুলিশের লোকদের অনেক সমস্যা হয়। এখানে স্ল্যাব না রেখে, এটি নির্দিষ্ট করা উচিত। 
সভায় এনজিও, শিল্প ও বাণিজ্য সংগঠন, ফাউন্ডেশন, সমবায় সমিতি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কর অব্যাহতির আওতায় আনার প্রস্তাব দিয়েছে রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা আয়কর আইনের বিভিন্ন ধারায় পরিবর্তন ও সংশোধন চেয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র রহম ন কর ন য় ন বল ন

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ