Risingbd:
2025-09-18@04:44:10 GMT

ঈদে তারকারা কে কোথায়?

Published: 31st, March 2025 GMT

ঈদে তারকারা কে কোথায়?

ঈদ আনন্দ পরিবার আত্মীয়-স্বজনের সঙ্গে ভাগ করে নিতে ব্যস্ত শহর ছেড়ে গ্রামে পাড়ি জমিয়েছেন অনেকে। তারকাদের কেউ কেউ বিদেশে উড়ে গিয়েছেন। চলুন জেনে নিই, কোন তারকা কোথায় ঈদুল ফিতর উদযাপন করছেন। 

সাদিয়া ইসলাম মৌ
ঈদের ছুটিতে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় মডেল-নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। বছরজুড়ে ব্যস্ত থাকায় ঈদের সময়ে একটু অবসর পান। সেভাবেই পরিকল্পনা সাজিয়েছেন। মৌ বলেন, “ঈদের ছুটিতে ঢাকায় আছি। এই ঈদে আমার অভিনীত দুটি নাটক প্রচার হওয়ার কথা। আশা করি, দর্শকরা ভালো কিছু দেখতে পাবেন। আমার মেয়ে দেশের বাইরে পড়াশোনা করছে। ঈদের দিন ওকে মিস করছি।” 

জয়া আহসান
টানা শুটিং করেছেন অভিনেত্রী জয়া আহসান। ঈদুল ফিতর উপলক্ষে ছুটির মুডে আছেন। ঢাকার বাসায়ই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। জয়া আহসান বলেন, “বাসায় সবাই মিলে আমার অভিনীত ওয়েব সিরিজ ‘জিম্মি’ দেখব। ঈদে প্রতিটা বাড়িতে যা রান্না হয়, আমাদের বাসাতেও সেটা রান্না হয়। তবে ঈদের দিন আমার বাসার আশপাশের বাচ্চাদের মাংস-ভাত খাওয়াব। এটা আমি তাদের জন্য নিজে হাতে রান্না করি। ঈদের দিনটা ওরা খাবে না আমি খাব, এটা ভাবতেই পারি না।” 

আরো পড়ুন:

ঈদের আগে উড়াল দিলেন ফারিণ

হুইলচেয়ারে বসে কেন প্রিমিয়ারে মোশাররফ করিম?

আজমেরী হক বাঁধন
ঈদুল ফিতর ঢাকায় উদযাপন করছেন আজমেরী হক বাঁধন। এ অভিনেত্রী বলেন, “ঢাকায় মা-বাবা, মেয়ে ও পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করছি। ছোটবেলায় ঈদের জন্য বড়সড় পরিকল্পনা করতাম। এখন মেয়ে পরিকল্পনা করে, এটা ভালো লাগে। ঈদে যারা গ্রামে গিয়েছেন, তাদের ঈদ বেশি আনন্দের হোক এটাই প্রত্যাশা করি।” 

জাকিয়া বারী মম
রাজধানী ঢাকায় কাটছে লাক্স তারকা অভিনেত্রী জাকিয়া বারী মমর ঈদুল ফিতর। তার মা, ভাই ও ভাবি হজে গিয়েছেন। ফলে, তাদেরকে মিস করছেন। মম বলেন, “মা-ভাই-ভাবি ফিরে এলেই মূলত আমার ঈদ শুরু হবে। তাই আপাতত বড় কোনো পরিকল্পনা করিনি।” 

পরীমণি
দুই সন্তানকে নিয়ে ঢাকায় ঈদুল ফিতর উদযাপন করছেন চিত্রনায়িকা পরীমণি। তার ঈদের আনন্দ দুই সন্তানকে ঘিরেই। এই চিত্রনায়িকা বলেন, “আমার সব আনন্দের মূলে ওরা দুজন। ঈদের আনন্দও ওদের নিয়েই। ঈদের ছুটিতে ঢাকাতেই আছি। সন্তানদের নিয়ে ঘুরতে যেতে পারি। তবে নানাকে মিস করছি। আমার নানাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।” 

তাসনিয়া ফারিণ
ঈদুল ফিতরের আগে যুক্তরাজ্যে উড়ে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামী শেখ রেজওয়ান যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করেন। স্বামীর সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে দূরদেশে উড়ে গিয়েছেন এই অভিনেত্রী। তবে যাওয়ার আগে স্বামীর জন্য লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়েছেন এই শিল্পী। 

তানজিম সাইয়ারা তটিনী
এ সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী তটিনী। অন্য তারকাদের মতো ঈদুল ফিতর ঢাকায় উদযাপন করছেন না। বরং নিজ বাড়ি বরিশালে গিয়েছেন; যেখানে তার শৈশব কেটেছে। এই অভিনেত্রী বলেন, “বরিশালে আমার অনেক স্মৃতি। ব্যস্ততার কারণে কয়েকবছর যাওয়া হয়নি। এবার আগে থেকেই পরিকল্পনা করেছিলাম ঈদের ছুটিতে বরিশাল যাব, কয়েকটি দিন কাটাব। বরিশাল আমার প্রিয় শহর। এখানে আমার নানাবাড়ি-দাদাবাড়ি।”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র ঈদ র ছ ট ত ন করছ ন বর শ ল র জন য আনন দ

এছাড়াও পড়ুন:

গাজীপুরে আংশিক প্রস্তুত প্রতিমা ভাঙচুর 

গাজীপুর মহানগরীর কাশিমপুর শ্মশান মন্দিরের আংশিক প্রস্তুত প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে। তবে কে বা কারা এটি ভাঙচুর করেছে তা জানা যায়নি। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাশিমপুর এলাকায় অবস্থিত শ্মশান মন্দিরে প্রতিবছরের মতো এবারেও পূজা অনুষ্ঠিত হবে। এজন্য তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রতিমা। এসকল প্রতিমা আংশিক প্রস্তুত করা হয়েছে। কোনোটিতেই রঙ করা হয়নি, এখনো কাঁচা রয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ রেখে বাসায় চলে যায় কারিগর ও মন্দিরের লোকজন। সন্ধ্যার দিকে মন্দিরে প্রবেশ করে তিন-চারটি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান কারিগরেরা। 

তবে প্রতিমাগুলো পুরোপুরি ভাঙেনি দুর্বৃত্তরা। দুটি প্রতিমার হাত ও একটি ঘোড়ার কান ভেঙেছে। এরপর সেটি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা শুরু হয়নি এজন্য পাহারা এখনো বসানো হয়নি। এছাড়া মন্দিরের আশপাশে সিসিটিভি ক্যামেরাও নেই। কে বা কারা এটি ভাঙচুর করেছে আমরা জানতে পারিনি। যেসব প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করতে হবে। 

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। গতকাল দুপুরে কাজ শেষে প্রতিমাগুলো ঢেকে রেখে চলে যায়। সন্ধ্যায় মন্দিরে ফিরে তারা দেখতে পান কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধারণা করছি চুরি করে ঢুকে প্রতিমা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।” 

তিনি আরো বলেন, “প্রতিমাগুলোর কাজ এখনো শেষ হয়নি। তারা এগুলো ঠিক করবেন বলে জানিয়েছেন। এবিষয়ে এখনো কোন অভিযোগ করেননি মন্দির কর্তৃপক্ষ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ