হোয়াইট হাউস বলছে, মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ গাজা যুদ্ধের অবসান ঘটানো। কিন্তু চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ওয়াশিংটন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন তারা একে অপরের প্রশংসা করেছেন। ওই সময়টিতেও গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। এসব হামলায় এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন ৫৭ হাজার ৫৭৫ জনেরও বেশি মানুষ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি সত্যিই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান, তাহলে ইসরায়েলকে তারা যে সামরিক সহায়তা দেন, তা ব্যবহার করে নেতানিয়াহুকে চুক্তিতে সম্মত হতে চাপ দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এক জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন ট্রাম্পের মিশ্র বার্তা ও তাঁর পূর্বসূরি জো বাইডেনের মধ্যে তুলনা করেছেন। তিনি বলেন, উভয় ব্যক্তিই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দিতে অনিচ্ছুক। তিনি বলেন, ‘আপনি হোয়াইট হাউস থেকে একই রকম ঘোষণা শুনতে পাবেন। যদি যুদ্ধবিরতি সত্যিই হোয়াইট হাউসের সর্বোচ্চ অগ্রাধিকার হয়, তবে বাস্তবায়নেরও ক্ষমতা এর রয়েছে।’

জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেয়। মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে ৬০ দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ প্রকাশ করলেও নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের ‘গাজায় এখনও কাজ শেষ করা বাকি’ এবং সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করা বাকি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক আইনজীবী ফিনুকেন নেতানিয়াহুর মন্তব্যকে ‘সর্বোচ্চ বাগাড়ম্বর’ ও ‘অস্পষ্টতা’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ট্রাম্প যুদ্ধবিরতি অর্জনের জন্য ‘সামরিক সহায়তা স্থগিতের হুমকি’ ব্যবহার করতে পারেন, যা যুক্তরাষ্ট্রের স্বার্থে ও কূটনৈতিক জয় অর্জনের ক্ষেত্রে প্রেসিডেন্টের স্বার্থেও হবে।’

নেতানিয়াহু গত সোমবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। গত মাসে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যৌথ হামলা তিনি ট্রাম্পের সঙ্গে ‘উদযাপন’ করেন। শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের অহংকারকে কাজে লাগাতে দেখা গেছে। গত সোমবার রাতে হোয়াইট হাউসে নৈশভোজে বসে নেতানিয়াহু ঘোষণা করেন, তিনি মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। পরদিন মঙ্গলবার দু’জন আবার দেখা করেন। ট্রাম্প বলেন, তাদের আলোচনার মূল বিষয় হবে গাজা ও যুদ্ধবিরতি প্রস্তাব। 

এক দিন পর নেতানিয়াহু জানান, তিনি ও ট্রাম্প গাজা নিয়ে ‘একমত্যে’ পৌঁছেছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একটি চুক্তি চান। কিন্তু কোনো মূল্যে নয়। ইসরায়েলের নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এটি অর্জনের জন্য একসঙ্গে কাজ করছি।’ 

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফ্টের রিসার্চ ফেলো অ্যানেল শেলিন বলেন, যুদ্ধবিরতির পথে বাধা হিসেবে দাঁড়িয়ে আছে ইসরায়েল। হামাস ইতোমধ্যেই যুদ্ধের স্থায়ী সমাপ্তির কথা জানিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের দাবি। তিনি বলেন, ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধবিরতি চান। কিন্তু তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ করতে দেখিনি। 

পুষ্টির ওষুধ নিয়ে আসা শিশুদের সারিতে হামলা

গাজায় ইসরায়েলের হামলায় এক দিনে আরও ৫৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দায়েল আল বালাহতে একটি ওষুধ সরবরাহ কেন্দ্রে পুষ্টি সম্পূরক নিতে আসা শিশুদের ওপর বর্বর হামলা হয়েছে। এতে ১৫ জন নিহত হন, যার মধ্যে ১০ শিশু ও তিন নারী রয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই ওষুধ সরবরাহ কেন্দ্র থেকে রুগ্ণ নারী ও শিশুকে পুষ্টির ওষুধ সরবরাহ করা হচ্ছিল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য ইসর য় ল কর ছ ন র জন য ইসর য

এছাড়াও পড়ুন:

৩৮ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়েছে। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ৬টি ব্যাংক থেকে নিলামে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে।

মঙ্গলবার (১৪ অক্টোম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

সিএমএসএমই ঋণ সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ব্যাংকের কার্ড থেকে নগদ, বিকাশে টাকা পাঠানোর নতুন সুবিধা

তিনি জানান, বাজারে বর্তমানে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এ কারণে রিজার্ভ থেকে বিক্রি না করে বাজার থেকেই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকগুলো থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে ৩৮ মিলিয়ন ডলার কেনা হয়েছে। নিলামের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা পর্যন্ত। আর এই প্রাইসেই ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কেনার ফলে বাজারে তারল্য বাড়ছে, আর রিজার্ভে যোগ হচ্ছে নিলামে কেনা ডলার।

কেন্দ্রীয় ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে মোট দুই হাজার ১২৬ মিলিয়ন ডলার ক্রয় করেছে। এসব ডলার দেশের ব্যাংকগুলো থেকে মাল্টিপল অকশন পদ্ধতিতে কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ৯ দফায় ডলার কিনেছিল। এর মধ্যে গত ৬ অক্টোবর ৮টি ব্যাংক থেকে নিলামে ১৪০ মিলিয়ন ডলার কিনেছে। গত ১৫ সেপ্টেম্বর ২৬টি ব্যাংক থেকে নিলামে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছে। গত ৪ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১৩৪ মিলিয়ন ডলার কিনেছে,  ২ সেপ্টেম্বর একই দরে বাংলাদেশ ব্যাংক ৮ ব্যাংক থেকে ৪৭.৫০ মিলিয়ন ডলার কিনেছে, ১৩ জুলাই ১৮টি ব্যাংকের কাছ থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে,  একই দরে গত ১৫ জুলাই ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া গত ২৩ জুলাই ডলার কিনেছে ১২১ টাকা ৯৫ পয়সা দরে। গত ৭ আগস্ট ১২১ টাকা ৩৫  পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সায় এবং  গত ১০ আগস্ট ১১টি ব্যাংকের কাছ থেকে ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সায় ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে। দেশের ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে, চাহিদা কমেছে। এ কারণে ডলারের দাম কিছুটা কমে গেছে। আর ডলারের দাম আরও কমে গেলে রপ্তানিকারকরা একদিকে সমস্যায় পড়বে অপরদিকে রেমিট্যান্স আয় বৈধ পথে আসা কমে যাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়। যা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত। তাতে ডলারের বাজার স্থিতিশীল থাকবে ও চাহিদার ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

গত ১৫ মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে আলোচনার পর ডলারের বিনিময় মূল্য নির্ধারণে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন থেকে ব্যাংক ও গ্রাহক নিজেরাই ডলারের দর নির্ধারণ করছে।

ঢাকা/নাজমুল/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ত্বক সতেজ রাখতে এই ফল খান
  • রাকিবের রঙিন মাছের খামার, মাসে আয় ৪৫ হাজার টাকা
  • যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়
  • বিশ্ব অর্থনীতিতে ট্রাম্পের শুল্কের প্রভাব এখনো তেমন একটা পড়েনি: আইএমএফ
  • এক ছাতার নিচে ৪৮ ব্র্যান্ডের ফার্নিচার, ৫-১৫ শতাংশ পর্যন্ত ছাড়
  • ৩৮ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • নবম-দশম শ্রেণির সাড়ে পাঁচ কোটি পাঠ্যবই ছাপাবে সরকার
  • কুষ্টিয়ায় দুই দিনে ১৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
  • পুতিন যুদ্ধ না থামালে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন ট্রাম্প