গাজার বড় অংশ দখলে নিতে চায় ইসরায়েল
Published: 3rd, April 2025 GMT
গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে গতকাল বুধবার গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে গাজার জনগণকে বিভিন্ন এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক বিবৃতিতে বলেন, যেসব এলাকায় লড়াই চলছে, সেখান থেকে লোকজনকে সরে যেতে হবে। একই সঙ্গে তিনি গাজার জনগণকে হামাসকে নির্মূল করার আহ্বান জানান। কাৎজ বলেন, হামাসকে নির্মূল করে ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়াটাই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।
ইসরাইল কাৎজ আরও বলেন, ইসরায়েলি অভিযানে সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল ও অবকাঠামো ধ্বংস করা হবে। দখলকৃত বিশাল এলাকাকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে।
প্রতিরক্ষাপ্রধান এক বিবৃতিতে বলেছেন, ‘সন্ত্রাসী ও তাদের অবকাঠামো ধ্বংস ও নির্মূলের জন্য’ গাজায় ইসরায়েলি সেনাবাহিনী থাকবে।
গত সপ্তাহে তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সেনাবাহিনী শিগগিরই হামাস-নিয়ন্ত্রিত গাজার অতিরিক্ত এলাকায় ’পূর্ণ শক্তি দিয়ে অভিযান’ চালাবে।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জিম্মিদের কেবল আলোচনার মাধ্যমেই মুক্তি দেওয়া হবে, সামরিক চাপের মাধ্যমে নয়।
ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে দক্ষিণাঞ্চলীয় রাফা শহর ও খান ইউনিস শহরের আশপাশে বসবাসকারী গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। তাঁদের আগে মানবিক করিডর হিসেবে ব্যবহৃত আল-মাওয়াসি এলাকায় চলে যেতে বলা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল বুধবার ইসরায়েলি হামলায় ৪১ জন নিহত হয়েছেন। এর মধ্যে জাতিসংঘের এক ক্লিনিকে হামলায় শিশুসহ ১৯ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনি রেডিওর তথ্য অনুযায়ী, রাফা খালি করার নির্দেশ দেওয়ার পর ওই এলাকা প্রায় জনশূন্য হয়ে গেছে।
বাফার জোন
ইসরাইল কাৎজের বিবৃতিতে ইসরায়েল কীভাবে গাজার বিভিন্ন এলাকা দখল করবে এবং তা স্থায়ী হবে কি না, তা স্পষ্ট করা হয়নি। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা গাজার ভূখণ্ড আরও দখল করলে সেখানকার জনগণের ওপর আরও চাপ বাড়বে। ইসরায়েলি অধিকার সংস্থা গিসার তথ্য অনুযায়ী, ইসরায়েলে ইতিমধ্যে গাজার ৬২ বর্গকিলোমিটার এলাকা বা ১৭ শতাংশ দখলে নিয়ে নিয়েছে। গাজার চারপাশে বাফার জোন সৃষ্টিতে এ এলাকা দখলে নিয়েছে তারা। এতে সেখানে থাকা কূপ, পয়োনিষ্কাশনের ব্যবস্থা, পানি শোধনাগারসহ গাজার কৃষিজমির উল্লেখযোগ্য অংশ হাতছাড়া হবে। এতে গাজার মানুষের টিকে থাকার জন্য আরও চাপ বাড়বে।
একই সঙ্গে ইসরায়েলি নেতারা বলছেন, তাঁরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব সমর্থন করেন। তাঁরা গাজাবাসীকে স্বেচ্ছায় গাজা ত্যাগে সুবিধা দেওয়ার পরিকল্পনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট এর আগে গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে আবাসন প্রকল্পের প্রস্তাব করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান বারবার জানানোর পর কাৎজ এমন মন্তব্য করেছেন। এর আগে নেতানিয়াহু বলেন, হামাসের কাছে থাকা অবশিষ্ট ৫৯ জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য ‘সামরিক চাপ প্রয়োগই সর্বোত্তম উপায়’।
মার্কিন-সমর্থিত ছয় সপ্তাহের নাজুক যুদ্ধবিরতি চুক্তির পর গত মাসে গাজায় আবার বিমান হামলা ও স্থল সেনা পাঠায় ইসরায়েল। যুদ্ধ বন্ধ করে আবার আলোচনা শুরুর জন্য কাতার ও মিসরের প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় তীব্র বোমাবর্ষণ শুরু করে এবং তারপর নতুন করে স্থল আক্রমণ শুরু করে। ফলে হামাসের সঙ্গে যুদ্ধে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ওপর আক্রমণের ফলে এ যুদ্ধ শুরু হয়। ফলে ১ হাজার ২১৮ জন নিহত হন। ওই দিন থেকে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
নেতানিয়াহুর হাঙ্গেরি সফর
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু চার দিনের সফরে হাঙ্গেরি যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে নেতানিয়াহু হাঙ্গেরি সফরে গেলেও আদালতের রায়কে সম্মান দেখাচ্ছে না হাঙ্গেরি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল র য় ইসর য় ল র জন য মন ত র
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বুধবার ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
ফিলিস্তিন সংকট সমাধান: সবার দৃষ্টি জাতিসংঘের বিশ্ব সম্মেলনে
পররাষ্ট্র উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুর্নব্যক্ত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তত রয়েছে। তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা সর্বাত্বকভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।
২০২৩ সালের অক্টোবরের পর হতে গাজায় অব্যাহত ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি একাত্মতা প্রকাশ এবং একটি স্থায়ী সমাধানের পথ সুগম করতে জাতিসংঘের সদস্যদের সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতিসংঘ হাইলেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই সম্মেলন আয়োজন করা হয়।
এতে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।
ঢাকা/হাসান/ফিরোজ