মুম্বাইয়ের ভাগ্য ফেরাতে কবে মাঠে ফিরবেন বুমরা
Published: 4th, April 2025 GMT
আজ মুম্বাই তো কাল লক্ষ্ণৌ, পরশু আবার আহমেদাবাদ—এভাবেই এগিয়ে চলছে মুম্বাই ইন্ডিয়ানসের আইপিএল-যাত্রা। কিন্তু দলটির অন্যতম বড় তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা সেই বেঙ্গালুরুতেই পড়ে আছেন। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে চলছে তাঁর চোটের পরিচর্যা।
মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলে এরই মধ্যে খেলে ফেলেছে তিনটি ম্যাচ। তিন ম্যাচের দুটিতেই হেরেছে তারা। একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে মুম্বাই। নিশ্চিত করেই দলটি নিজেদের অন্যতম বড় তারকা বুমরাকে মিস করছে। স্বাভাবিকভাবেই মুম্বাইয়ের সমর্থকদের মনে প্রশ্ন—চোট কাটিয়ে কবে ফিরবেন বুমরা?
মাঠে যশপ্রীত বুমরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের অনুষ্ঠানে জেনারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আবুল কাশেম (৩০)। তিনি শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশিঘরপাড়ার বাসিন্দা। স্থানীয় টাইমবাজারের মো. হোসেনের মালিকানাধীন আহমদিয়া ডেকোরেশনের শ্রমিক ছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় মো. আবুল কাশেম একটি বিয়ের অনুষ্ঠানে জেনারেটরের সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।