‘ম্যারাডোনা ব্র্যান্ড’ নিয়ে ফুফুদের বিরুদ্ধে মামলা করবেন তাঁর মেয়েরা
Published: 4th, April 2025 GMT
চার বছরের বেশি সময় হয়েছে ডিয়েগো ম্যারাডোনা নেই! ফুটবল ছেড়ে, পৃথিবী ছেড়ে ২০২০ সালের ২৫ নভেম্বর চলে গেছেন কিংবদন্তি ফুটবলার। তাঁর চলে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, সেটা খতিয়ে দেখছেন বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালত।
ম্যারাডোনার শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন আটজন চিকিৎসক। তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগ এনে মামলা করেন ম্যারাডোনার দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই চলছে বিচার কার্যক্রম। বাদীপক্ষের হয়ে আদালতে লড়ছেন আর্জেন্টাইন আইনজীবী ফের্নান্দো বার্লান্দো। গত মঙ্গলবার এক টিভি অনুষ্ঠানে এই আইনজীবী বলেছিলেন, ‘ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে, তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে।’
বার্লান্দোর এমন বিস্ফোরক মন্তব্যের রেশ কাটতে না কাটতে ম্যারাডোনার পাঁচ বোনের মধ্যে সবচেয়ে ছোট ক্লদিয়া দাবি করেছেন, শক্তিশালী ব্যক্তিত্বের কারণে ম্যারাডোনা কখনো কখনো চিকিৎসা নিতেও অনীহা প্রকাশ করতেন। বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদীপক্ষের দুজন—ম্যারাডোনার দুই বোন ক্লদিয়া ও আনা। সেখানে ক্লদিয়া বলেছেন, ‘আমার ভাই মাঝেমধ্যেই চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করতেন। মূলত তাঁর শক্তিশালী ব্যক্তিত্বের জন্যই এমনটা হতো।’ এর সঙ্গে আরেক বোন আনা আদালতকে জানান, ‘আসলে তিনি নিজে যেটা চাইতেন, সেটাই করতেন।’
নিজেদের আইনজীবীর সঙ্গে ম্যারাডোনার দুই বোন আনা (মাঝে) ও ক্লদিয়া (ডানে).উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক