আজিজুল হক তামিমের নেতৃত্বে গতবছর যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর তামিমকে আর পেছনে ফিরে  তাকাতে হয়নি।

এনসিএল টি-টোয়েন্টি, বিপিএল থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগে ধারবাহিকভাবে খেলে যাচ্ছেন এই ব্যাটসম্যান। ঈদের পরে ব্যাট-বল তুলে রেখে এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে বসার কথা ছিল তামিমের। সেটি জানিয়েও রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

কিন্তু সিদ্ধান্তে পালটেছেন এই যুব ক্রিকেটার। চলতি বছর এসএসসি পরীক্ষায় বসতে চান না তিনি। খেলতে চান আসন্ন শ্রীলঙ্কা সিরিজে। পরিবারের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত এসেছেন তামিম।

আরো পড়ুন:

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন জাহানারা

‘বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে’ ২০২৭ পর্যন্ত দায়িত্বে সিমন্স

বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার এইচ এম কায়সার রাইজিংবিডিকে বলেন, এটা ক্রিকেটারদের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, “আসলে এটা প্লেয়ারদের ব্যাক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত। যেহেতু সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেবে না, এটা সে আসলে তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়েছে।”

“শুরুতে তার ভিন্ন চিন্তা ছিল। এখন সে চায় খেলায় যাতে কোনো ব্রেক না হয়, সে খেলে যেতে চায়।”- যোগ করেন কায়সার। 

তামিম যে একেবারে পরীক্ষা দেবেন না তা না। বিসিবিকে জানিয়েছেন আগামী বছর প্রস্তুতি নিয়ে চাপ মুক্ত হয়ে পরীক্ষা দেবেন। কায়সার বলেন, “সে আমাদের জানিয়েছে, চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে চায়। তার ইচ্ছা প্রস্তুতি নিয়ে আগামী বছর ভালোভাবে পরীক্ষা দেবে।”

২১ এপ্রিল শ্রীলঙ্কায় যাবে যুব দল। এর আগে রাজশাহীতে ক্যাম্প হবে। সব ঠিক থাকলে তামিমকে নিয়েই ঘোষণা হবে দল।

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ত পর ক ষ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা