‘প্রস্তুতি নিয়ে আগামী বছর পরীক্ষা দেব’- বিসিবিকে তামিম
Published: 5th, April 2025 GMT
আজিজুল হক তামিমের নেতৃত্বে গতবছর যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর তামিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এনসিএল টি-টোয়েন্টি, বিপিএল থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগে ধারবাহিকভাবে খেলে যাচ্ছেন এই ব্যাটসম্যান। ঈদের পরে ব্যাট-বল তুলে রেখে এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে বসার কথা ছিল তামিমের। সেটি জানিয়েও রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
কিন্তু সিদ্ধান্তে পালটেছেন এই যুব ক্রিকেটার। চলতি বছর এসএসসি পরীক্ষায় বসতে চান না তিনি। খেলতে চান আসন্ন শ্রীলঙ্কা সিরিজে। পরিবারের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত এসেছেন তামিম।
আরো পড়ুন:
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন জাহানারা
‘বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে’ ২০২৭ পর্যন্ত দায়িত্বে সিমন্স
বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ম্যানেজার এইচ এম কায়সার রাইজিংবিডিকে বলেন, এটা ক্রিকেটারদের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, “আসলে এটা প্লেয়ারদের ব্যাক্তিগত ও পারিবারিক সিদ্ধান্ত। যেহেতু সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেবে না, এটা সে আসলে তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়েছে।”
“শুরুতে তার ভিন্ন চিন্তা ছিল। এখন সে চায় খেলায় যাতে কোনো ব্রেক না হয়, সে খেলে যেতে চায়।”- যোগ করেন কায়সার।
তামিম যে একেবারে পরীক্ষা দেবেন না তা না। বিসিবিকে জানিয়েছেন আগামী বছর প্রস্তুতি নিয়ে চাপ মুক্ত হয়ে পরীক্ষা দেবেন। কায়সার বলেন, “সে আমাদের জানিয়েছে, চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে চায়। তার ইচ্ছা প্রস্তুতি নিয়ে আগামী বছর ভালোভাবে পরীক্ষা দেবে।”
২১ এপ্রিল শ্রীলঙ্কায় যাবে যুব দল। এর আগে রাজশাহীতে ক্যাম্প হবে। সব ঠিক থাকলে তামিমকে নিয়েই ঘোষণা হবে দল।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ত পর ক ষ
এছাড়াও পড়ুন:
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ, ২৭ পদে আবেদন শুধু অনলাইনে
বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন (Online) ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে।
পদের নাম ও বর্ণনা—
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৩. ইউডিএ/কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৪. ধর্মীয় শিক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।
৫. অটোমেকানিক
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।
৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৬. ড্রাইভার
পদসংখ্যা: ১৩
গ্রেড: ১৫
বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
৭. ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত।
এআই/প্রথম আলো