৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন এসব বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে এই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। পরে এক ব্যাচ থেকে তিনজন করে প্রতিনিধি পিএসসির চেয়ারম্যানের কাছে তাঁদের দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

আরও পড়ুন৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে২৪ মার্চ ২০২৫

স্মারকলিপিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগেই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করায় অনেক প্রার্থীকে বাধ্য হয়ে ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষা দিতে হচ্ছে। ইতিমধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ প্রার্থী তিনটি লিখিত পরীক্ষা দিয়ে আবার ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন, যা প্রার্থীদের জন্য রীতিমতো অমানবিক। তাই ৪৪তম বিসিএসের ভাইভা মে মাসের মধ্যে শেষ করে আগামী জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং চলমান ৪৪ থেকে ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে।

প্রার্থীদের অন্যান্য দাবির মধ্যে আছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল শেষে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা দ্রুত শুরু করতে হবে এবং ২০২৫ সালের ডিসেম্বরের আগে শেষ করতে হবে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আয়োজন করতে হবে। এতে একই প্রার্থীর একাধিক বিসিএসে অংশ নেওয়ার প্রয়োজন হ্রাস পাবে, যা ফলাফলের প্রক্রিয়া ও সার্বিক বিষয়ের অনুকূল।

আরও পড়ুন৪৫তম বিসিএসের ফল দিতে আরও কত সময় নেবে পিএসসি২৭ মার্চ ২০২৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার অন্তত দুই মাস পরে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে হবে। এ ধরনের পরিকল্পনার মাধ্যমে বিসিএসের বর্তমান জট কাটানো সম্ভব বলে জানান প্রার্থীরা।

স্মারকলিপিতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতি এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নে বিভোর। একই সঙ্গে বিভোর স্বপ্নবাজ একঝাঁক তরুণ, যাঁরা আগামী বাংলাদেশের সেবায় নিয়োজিত হতে চান। তাই বিসিএস প্রার্থীদেরও যাতে বৈষম্য আর অবিচারের বলি না হতে হয়, সে বিবেচনা ও পরিকল্পনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে সহায়ক হোক পিএসসি। আমরা আশাবাদী, আমাদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রার্থীদের হাতাশামুক্ত ও অনিশ্চয়তা থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পিএসসি।

আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ জানাল পিএসসি২৪ মার্চ ২০২৫আরও পড়ুনসরকারি কর্মচারী বাতায়নে ব্যক্তিগত তথ্য হালনাগাদ না করলে পদোন্নতি নয়১ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য শ ষ কর প এসস

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএস: আজকের মধ্যে ফল প্রকাশের দাবি

৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল আজ সোমবারের মধ্যেই প্রকাশের দাবি জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। তাঁদের অভিযোগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ইচ্ছাকৃতভাবে ফলাফল প্রকাশে বিলম্ব করছে। আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের দায়িত্বপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের এই বিলম্ব হতাশাজনক। আমরা আজই সম্পূরক ফল প্রকাশ চাই।’

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৬ ঘণ্টা আগে

প্রার্থীরা জানান, ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে ৪৪তম বিসিএসের ফলাফল ২০২৫ সালের ৩০ জুন প্রকাশ করে পিএসসি। ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে সাময়িকভাবে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়। পরে দেখা যায়, তাঁদের মধ্যে ৩৭২ জন প্রার্থী আগে থেকেই একই বা সমতুল্য ক্যাডারে (রিপিট ক্যাডার) নিয়োগপ্রাপ্ত ছিলেন।

পরিস্থিতি সামাল দিতে পিএসসি জানায়, রিপিট ক্যাডারদের স্থলে পরবর্তী মেধাক্রম অনুসারে নতুন প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করে সম্পূরক ফলাফল প্রকাশ করা হবে। তবে বিধি সংশোধনের গেজেট প্রকাশের পরও ফলাফল প্রকাশ করা হয়নি। প্রার্থীদের ভাষ্য, কমিশন প্রায় চার বছর ধরে চলমান এই বিসিএসের নিয়োগ কার্যক্রম শেষ করতে পারছে না, এর ফলে পিএসসির প্রতি জন–আস্থা ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা বলেন, ‘ইতিমধ্যে ৪৫তম বিসিএসের ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে, আবার ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিও প্রকাশ হতে যাচ্ছে। অথচ আমাদের ফলই ঝুলে আছে।’

আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫

প্রার্থীরা আশা প্রকাশ করেন, পিএসসি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আজই ৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশ করবে এবং দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৪তম বিসিএস: আজকের মধ্যে ফল প্রকাশের দাবি