প্রথমবার ওয়েব সিরিজের অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু। সিরিজের নাম ‘রিটার্ন’। এতে তাঁর বীপরীতে দেখা যাবে মৌমিতা মৌকে। এটি পরিচালনা করছেন তাজু কামরুল। সম্প্রতি গাজীপুরে হয়েছে এর দৃশ্যধারণ। এর ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
নতুন মাধ্যমে অভিনয় প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। একটি খুন নিয়ে এর গল্প । ওয়েবের কাজ আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। ফিল্মের ঢঙে এর দৃশ্যধারণ হয়েছে। সিরিজটির আরও কিছু কাজ বাকী আছে। আশা করছি,শিগগিরই এর শুটিংয়ে অংশ নেবো।’
এর আগে কায়েস আরজু অভিনয় করেছেন ‘আজিরন’ সিনেমায়। ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন গীতালি হাসান। সিনেমাটিতে আরজুর সঙ্গে  জুটি হয়েছেন সুমাইয়া অর্পা। সম্প্রতি রাজবাড়ীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। রাশেদ রেহমানের গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে। কায়েস আরজু ছাড়াও  বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গোলাম কিবরিয়া তানভির, গোলাম ফরিদা ছন্দা, ফজলুর রহমান বাবু, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু), আদিত্য, আনন্দ প্রমুখ।
   
উৎস: Samakal
কীওয়ার্ড: ক য় স আরজ অভ ন ত ক য় স আরজ
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা