দিনাজপুরের বনতাড়া গ্রামে ৭ দিন আতঙ্কের পর এল সম্প্রীতির বার্তা
Published: 8th, April 2025 GMT
‘হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আপনারা দোকান খোলেন, বাড়িতে থাকেন। যাঁর যা পেশা, সেই অনুযায়ী কাজকর্ম করেন। ভয়ের কিছু নাই। আতঙ্কিত হবেন না।’
আজ মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার বনতাড়া গ্রামে মসজিদের মাইক থেকে এমন ঘোষণা আসছিল। ঘোষণার পরেও বনতাড়া গ্রামে ছিল সুনসান নীরবতা। আতঙ্ক কাটছিল না পাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষদের। অবশেষে বেলা ১১টার দিকে পাড়ায় সশরীর আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, মসজিদের ইমাম, রাজনৈতিক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে দেওয়া হয় সম্প্রীতির বার্তা।
দিনাজপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.
যে তরুণের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। যে আইডি দিয়ে তিনি কটূক্তিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ, সেটি ফেসবুকে খুঁজে পাওয়া যায়নি। কটূক্তির অভিযোগটি প্রথম যে আইডি থেকে ছড়ানো হয়েছে, সেটির ব্যবহারকারী সম্পর্কে কোনো তথ্য বা ছবি ওই আইডিতে নেই।
আজ সকালে অভিযুক্ত তরুণের মা গ্রামের বাড়িতে বসে প্রথম আলোকে বলেন, ২৮ মার্চ ঈদের ছুটিতে তাঁর ছেলে বাড়িতে এসেছিলেন। ঈদের পর তিনি স্ত্রীসহ শ্বশুরবাড়িতে যান। এ ঘটনার পর থেকে ছেলের সঙ্গে তাঁদের আর কোনো যোগাযোগ হয়নি। এমনকি ওই দিন থেকে তাঁর স্বামীও বাড়িতে নেই। তিনি বলেন, ‘হামার ছেলে অপরাধ করছে, আমি ছেলের পক্ষ হইয়ে সবার কাছোত মাফ চাওছি। আমাদের জন্য গ্রামবাসী সবারে অন্যায় অত্যাচার, ভয়তে বাড়িত থাকতে পারছে না। মেলাজন আপদ-বিপদে আছে। তে আমার ছেলে অপরাধ করছে আমাদেরকে শাস্তি দেন, জনগণ কেনে শাস্তি পাবে? হাঁরা হাত-পা ধরিয়া ক্ষমা চাই।’
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জালিয়াপড়া, ক্ষত্রিয়পাড়া, বালুপাড়া, মুদিপাড়া, গিলাবাড়ি মিলে বনতাড়া গ্রাম। বসবাস সাড়ে সাত শ পরিবারের। এর মধ্যে দুই শতাধিক হিন্দু পরিবার। পাড়ার প্রায় মধ্যভাগে ১২ থেকে ১৪টি দোকান আছে। এর মধ্যে একটি সেলুনসহ ছয়টি দোকান হিন্দুদের। ১১ জন হিন্দু ইজিবাইক–চালক আছেন এখানে। জেলে পেশায় আছেন ১৫-২০ জন। অন্যরা কৃষিশ্রমিকসহ বিভিন্ন পেশায় আছেন। ঘটনার পর থেকে এক সপ্তাহ ধরে তাঁরা ইজিবাইক চালানো ও দোকানপাট বন্ধ রেখেছিলেন। এমনকি কোনো কাজকর্মেও বের হননি। অর্ধাহার, অনাহার ও আতঙ্কে দিন কেটেছে তাঁদের। সর্বশেষ ৬ এপ্রিল অভিযুক্ত তরুণের মন্তব্যে সমর্থন জানানোর অভিযোগে বনতাড়া স্কুলের একজন শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করলে আতঙ্ক আরও বেড়ে যায়। এর পর থেকে গ্রামের অন্তত ১০ জন যুবক আতঙ্কে বাড়ি ছেড়েছেন।
আরও পড়ুনদিনাজপুরে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, তরুণের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ০৬ এপ্রিল ২০২৫জালিয়াপাড়া জেলে সমিতির নেতা মানিক চন্দ্র দাস (৫০) প্রথম আলোকে বলেন, ‘একজনের অপরাধে সবারে ভোগান্তি হলো। এই গ্রামে হিন্দু-মুসলমান আমরা দীর্ঘদিন ধরে মিলেমিশে আছি। কারও সঙ্গে কোনো ঝগড়া–বিবাদ নাই। ঘটনার দিন বিকেলে স্থানীয় যুবকেরা আমাদেরকে দোকানপাট বন্ধ করতে বলেছেন। বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এ জন্য। এই কয়েক দিন কষ্ট হয়েছে, তবে আজকে সবাই বসে আমরা মিল হয়ে গেছি। ওই ছেলের (অভিযুক্ত তরুণ) শাস্তি হউক। কাজটা সে ঠিক করেনি।’
স্থানীয় হরিসভা মন্দিরের সভাপতি মনো দাস (৪৫) বলেন, ‘আমাদের হরিসভা ছিল। বিশৃঙ্খলা এড়াতে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে সেটাও বন্ধ করেছি।’
মঙ্গলবার সকালে বনতাড়া গ্রামে কথা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই কয়েক দিন তাদের (হিন্দুদের) দোকানপাট বন্ধ ছিল, এটা ঠিক। কাজকর্মে বের হতে পারেনি, এটাও ঠিক। তবে গ্রামে যেন কোনো হামলা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এসব বিবেচনায় স্থানীয় যুবকেরাই বন্ধ রাখতে বলেছিল। মূলত নিরাপত্তার কথা চিন্তা করেই এটা করা হয়েছে। একজনের দোষে তো সবাই দোষী হতে পারে না। তবে আজকে আমরা সবাইকে নিয়ে বসেছি। অভিযুক্ত তরুণের পরিবারসহ অন্যদের সামান্য খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আর কোনো সমস্যা হবে না।’
বোচাগঞ্জে এক তরুণ গ্রেপ্তার
এদিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ইসলাম ধর্ম ও মুসলমানদের নিয়ে কটাক্ষ করে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে বীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ফিলিস্তিন বিষয়ে এক ব্যক্তির দেওয়া পোস্টে কটূক্তিমূলক মন্তব্য করেন ওই তরুণ। এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন স্থানীয় লোকজন। স্থানীয়দের একটি দল ওই তরুণের বাড়ির সামনে অবস্থান নেয়। তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এরপর মঙ্গলবার সকালে তাঁকে আটক করে বোচাগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তিমূলক কমেন্ট করায় এলাকাবাসী বিক্ষোভ করেন। এক ব্যক্তি এ বিষয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলাও করেন। আজ সকালে অভিযুক্তকে বীরগঞ্জ থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র পর ব র আতঙ ক উপজ ল
এছাড়াও পড়ুন:
আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।
জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।
স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’
এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স