প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে তামিম ইকবালের হার্ট অ্যাটাকের ধাক্কা এখনো কাটেনি। এর মধ্যেই বিকেএসপিতে আজ অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। অগ্রণী ব্যাংক ও মোহামেডানের মধ্যেকার ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তাঁর।

তবে সকালে শারীরিকভাবে ভালো অনুভব না করায় আর মাঠেই নামেননি গাজী সোহেল। এ নিয়ে ম্যাচ রেফারি দেবব্রত পাল প্রথম আলোকে বলেছেন, ‘মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন। পরে আর মাঠে নামেননি। তাঁর পরিবর্তে রিজার্ভ আম্পায়ার এখন দায়িত্ব পালন করছে।’

আম্পায়ার্স কমিটিতে খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ বোধ করায় বিকেএসপির হাসপাতালে গিয়েছেন গাজী সোহেল। এরপর সেখানে তাঁর প্রেশার ও পালস চেক করা হয়। প্রেশার ঠিক থাকলেও পালস একটু বেড়ে যাওয়াতেই অসুস্থ বোধ করছিলেন তিনি। এখন ভালো আছেন গাজী সোহেল। আন্তর্জাতিক ম্যাচেও নিয়মিত আম্পায়ারিং করতে দেখা যায় গাজী সোহেলকে। এখন পর্যন্ত ৮ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

কিছুদিন আগে বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। পরে তাঁকে সাভারের কেপিজে হাসপাতালেই ভর্তি করা হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যাওয়া তামিম এখন অনেকটাই সুস্থ। বর্তমানে চেকআপের জন্য তিনি আছেন সিঙ্গাপুরে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম প য় র ব ক এসপ

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ