জন সিনার ইনস্টাগ্রাম পোস্টে কোহলির ছবি, কিন্তু কেন
Published: 9th, April 2025 GMT
জন সিনা রেসলিংয়ের মানুষ, বিরাট কোহলি ক্রিকেটের। তবে জগৎ ভিন্ন হলেও ক্রিকেটার কোহলিকে ভালোই চেনেন রেসলিং তারকা সিনা। অন্তত মার্কিন তারকার ইনস্টাগ্রাম পোস্ট তো তেমনই ইঙ্গিত দিচ্ছে।
আজ জন সিনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোহলির একটি ছবি পোস্ট করেছেন। কোনো ক্যাপশন নেই, শুধুই ছবি। তবে ছবিটি অনেকেরই চেনা মনে হওয়ার কথা। কারণ, কোহলির ভঙ্গিটা জন সিনারই।
ব্যাপারটা খোলাসা করা যাক। ৭ এপ্রিল আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচের আগে বেঙ্গালুরু একটি ভিডিও পোস্ট করে, যেখানে কোহলিকে জন সিনার ট্রেডমার্ক ‘ইউ কান্ট সি মি’ ভঙ্গি করতে দেখা যায়।
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটারদের একটি রিং উপহার দিয়েছিল বিসিসিআই। আঙুলে পরা ওই রিং দেখাতে গিয়েই জন সিনার ভঙ্গি অনুকরণ করেন কোহলি।
ভারতীয় ক্রিকেট তারকার ‘ইউ কান্ট সি মি’ পোজ ভালো লাগারই কথা জন সিনার। আর সেই ভালো লাগা থেকেই ভিডিও থেকে ছবি নিয়ে পোস্ট করে দিয়েছেন নিজের দুই কোটির বেশি অনুসারীর ইনস্টাগ্রামে। রেসলিং ও ক্রিকেট এবং যুক্তরাষ্ট্র আর ভারতের ক্রীড়ানুরাগীদের মধ্যে জন সিনার পোস্ট সাড়া ফেলেছে। প্রথম সাত ঘণ্টার মধ্যেই পোস্টে লাইক পড়েছে পৌনে চার লাখ।
এবারের আইপিএলে কোহলি ছন্দে আছেন। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি ফিফটিসহ করেছেন ১৬৪ রান। আর জন সিনা এখন ২০ এপ্রিল নেভাদায় কোডি রোডসের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। যে লড়াইয়ে জিতলে রেকর্ড ১৮তমবার বিশ্বচ্যাম্পিয়ন হবেন জন সিনা।
আরও পড়ুনএই আউট দেখে আপনার সন্দেহ জাগবেই১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ইনস ট গ র ম জন স ন র
এছাড়াও পড়ুন:
প্রেসিডেন্ট হিসেবে তিনবার দায়িত্ব পালনের দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এরই মধ্যে তিনবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে মিশিগান অঙ্গরাজ্যে মঙ্গলবার আয়োজিত এক সমাবেশে তিনি এ দাবি করেন। তাঁর দাবি, ২০২০ সালের নির্বাচনেও তিনি জিতেছিলেন। এর আগেও একাধিকবার তিনি এই দাবি করেছেন।
সিএনএনের প্রতিবেদনে বলায়, ২০২০ সালের নির্বাচনে জয়ের মিথ্যা দাবি করে আসছেন ট্রাম্প। ওই নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু মঙ্গলবার মিশিগানের সমাবেশে ট্রাম্প জোর দিয়ে বলেন, বাইডেনের আমলেও তিনিই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার সমাবেশে কিছু সমর্থক ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তখন ট্রাম্প বলেন, ‘আপনারা যদি ধরেন, আমরা আসলে এরই মধ্যে তিনবার দায়িত্ব পালন করেছি। মনে রাখবেন, আমি কিন্তু জয় পছন্দ করি। আমি সেই তিনটি জয়ই পছন্দ করি, যা আমরা নিঃসন্দেহে পেয়েছিলাম। তবে, শুধু মাঝের মেয়াদের ফলাফলটা আমি পছন্দ করি না।’
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। ট্রাম্প ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন। পরে ২০২০ সালের নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। তবে ওই নির্বাচনের বাইডেনের কাছে পরাজিত হন। পরে ২০২৪ সালের ৫ নভেম্বরের নির্বাচনে জয় পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন ট্রাম্প।ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট বেশির ভাগ মার্কিন, অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে অসন্তোষ বাড়ছে
আরও পড়ুনট্রাম্পের প্রতি অসন্তুষ্ট বেশির ভাগ মার্কিন, অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে অসন্তোষ বাড়ছে১৩ ঘণ্টা আগেচলতি মেয়াদ শেষ হওয়ার পর কীভাবে তিনি আবার প্রেসিডেন্ট হতে পারেন, সে বিষয়ে ট্রাম্প গত মার্চ মাসে বলেছিলেন, ‘এটা করার কিছু উপায় আছে।’ মঙ্গলবারের বক্তৃতার শুরুতে ট্রাম্প ঠিকঠাকই বলেন, আমি মিশিগানে দুইবার জিতেছি। কিন্তু পরেই তিনি যুক্ত করেন, ‘আসলে আমরা তিনবার জিতেছি।’ ট্রাম্প মিশিগানে ২০১৬ ও ২০২৪ সালে নির্বাচনে জয় পেয়েছিলেন। ২০২০ সালে বাইডেনের কাছে মিশিগান অঙ্গরাজ্যে দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
আরও পড়ুনট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের আয় কতটা বাড়ল১২ ঘণ্টা আগে