বিসিএস চাকরিপ্রার্থীর বিক্ষোভে লাঠিপেটা, ৮ মে ধরে পরীক্ষার সূচি প্রকাশ
Published: 10th, April 2025 GMT
আগারগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে আন্দোলনরত চাকরিপ্রার্থীর ওপর লাঠিপেটা করেছে যৌথ বাহিনী। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি কার্যালয়ের সামনে চলছিল ধারাবাহিক আন্দোলন।
বৃহস্পতিবারও চলে বিক্ষোভ-সমাবেশ। বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে পিএসসির দিকে যেতে চাইলে যৌথ বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, লিখিত পরীক্ষা ৮ মে থেকে শুরুর ব্যাপারে অনড় পিএসসি। আজ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। যদিও সূচি প্রকাশের পর জরুরি সভায় বসে পিএসসি। সভার সিদ্ধান্ত এখনও জানা যায়নি। এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের ছয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন পিএসসি চেয়ারম্যান। বৈঠকে তিন দিন সময় চেয়েছিল পিএসসি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেওয়ার পর চাকরিপ্রার্থীরা সেখান থেকে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে যৌথ বাহিনী প্রথমে তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। চাকরিপ্রার্থীরা জোর করে পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা শুরু করে।
প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৮ মে প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা পরীক্ষা হবে। ১৯ মে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষার মাধ্যমে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। প্রথম দফায় প্রকাশিত ফলে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।
গত ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ফের ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে আগে উত্তীর্ণসহ মোট ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এই বিসিএসে মোট পদসংখ্যা ৩ হাজার ১৪০টি।
উৎস: Samakal
কীওয়ার্ড: প এসস চ কর প র র থ র ল খ ত পর ক ষ পর ক ষ র র স মন প রথম প এসস
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ