আগারগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে আন্দোলনরত চাকরিপ্রার্থীর ওপর লাঠিপেটা করেছে যৌথ বাহিনী। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি কার্যালয়ের সামনে চলছিল ধারাবাহিক আন্দোলন। 

বৃহস্পতিবারও চলে বিক্ষোভ-সমাবেশ। বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে পিএসসির দিকে যেতে চাইলে যৌথ বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, লিখিত পরীক্ষা ৮ মে থেকে শুরুর ব্যাপারে অনড় পিএসসি। আজ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লিখিত পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। যদিও সূচি প্রকাশের পর জরুরি সভায় বসে পিএসসি। সভার সিদ্ধান্ত এখনও জানা যায়নি। এর আগে মঙ্গলবার আন্দোলনকারীদের ছয় প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন পিএসসি চেয়ারম্যান। বৈঠকে তিন দিন সময় চেয়েছিল পিএসসি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেওয়ার পর চাকরিপ্রার্থীরা সেখান থেকে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে যৌথ বাহিনী প্রথমে তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। চাকরিপ্রার্থীরা জোর করে পিএসসির দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা শুরু করে। 

প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৮ মে প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা পরীক্ষা হবে। ১৯ মে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি  বিষয়ের পরীক্ষার মাধ্যমে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। প্রথম দফায় প্রকাশিত ফলে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর ফের ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়।  প্রকাশিত ফলে আগে উত্তীর্ণসহ মোট ২১ হাজার ৩৯৭ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এই বিসিএসে মোট পদসংখ্যা ৩ হাজার ১৪০টি। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসস চ কর প র র থ র ল খ ত পর ক ষ পর ক ষ র র স মন প রথম প এসস

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ