অদ্ভূত এক নাটকই আজ দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে বিস্ময়করভাবে স্টাম্পড হওয়া শাইনপুকুরের মিনহাজুল আবেদীনের সঙ্গে সেখানে হাজির গুলশান ক্রিকেট ক্লাবের উইকেটরক্ষক আলিফ হাসান।

দুজন মিলে নতুন করে মঞ্চস্থ করার চেষ্টা করছেন গতকালের আলোচিত স্টাম্পিংয়ের ঘটনা। বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান রাইয়ান আজাদের সঙ্গে দাঁড়িয়ে সেটা ভিডিও করছেন অন্য কর্মকর্তারা, ভিডিও করছিলেন সংবাদকর্মীরাও।

প্রিমিয়ার লিগের ম্যাচ যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, ম্যাচের ফুটেজ সংগ্রহ করাটা কঠিন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাসছে সেই ফুটেজ। আর কাল তো রাইয়ান আজাদ নিজেই তাঁর ফেসবুক পেজে সে রকম একটি ভিডিও পোস্ট করে হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মতো.

..চা পানের দাওয়াত রইল।’

ফেসবুকে ‘চা পানের দাওয়াত’ দিয়ে এনে মিনহাজুল ও আলিফকে ও রকম অভিনয় করাতে নামিয়ে দেওয়াটা বেশ হাস্যরসেরই সৃষ্টি করেছে ক্রিকেটাঙ্গনে। অনেকে এমন প্রশ্নও তুলেছেন, এটি যদি বিসিবির দুর্নীতি দমন বিভাগের তদন্তের অংশই হয়ে থাকে, তাহলেও কি সেটি এভাবে প্রকাশ্যে করা উচিত? আইসিসির দুর্নীতি দমন ইউনিট কি এমন প্রকাশ্য তদন্ত অনুমোদন করে, সেটাও আবার খোদ একটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রধানের নেতৃত্বে? নাকি সংবাদমাধ্যমের মনোযোগ কাড়তেই এই নাটক!

আরও পড়ুনআইপিএল শেষ রুতুরাজের, নতুন অধিনায়ক পুরোনো ধোনি১ ঘণ্টা আগে

এ নিয়ে জানতে চাইলে রাইয়ান আজাদ আজ প্রথম আলোকে বলেছেন, ‘এটা প্রক্রিয়ার অংশ। এখানে পরীক্ষা–নিরীক্ষার অনেক কিছু থাকে, এগুলোই আরকি...।’ এর আগে বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওই ম্যাচ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সেটি কি এমন লোকদেখানো তদন্ত!

কাল মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ম্যাচের দুটি আউট বেশ প্রশ্নের জন্ম দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাইনপুকুরের শেষ ব্যাটসম্যান হিসেবে মিনহাজুল আবেদীন সাব্বিরের স্টাম্পিং। ব্যাটসম্যান মিনহাজুল আবেদীনকে এগিয়ে আসতে দেখে ওয়াইড করেছিলেন গুলশানের নাঈম ইসলাম। কিপারের কাছে বল যাওয়ার আগেই ব্যাটটা ক্রিজের ভেতর নেওয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের কাছে। তবে সেই সুযোগটা তিনি নেননি।

আরও পড়ুনক্রিকেট খেলে কত আয় করেন তাসকিন, অন্যরা কত২৯ মার্চ ২০২৫

প্রথমবারে স্টাম্প ভাঙতে পারেননি গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান। এই সময়ের মধ্যেই ব্যাটটা তিনি দাগের ভেতরেও নিয়েছিলেন, কিন্তু পুরোটা সময়ই তা শূন্যে ভাসিয়ে রেখেছেন মিনহাজুল।

এর আগে ৩৬তম ওভারে একটি আউটও প্রশ্ন তৈরি করে। নিহাদ উজ জামানের বল ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে খেলতে গিয়ে টার্নে হার মানেন রহিম আহমেদ। অনেক বাইরের বলে তিনি কাছে যাওয়ার চেষ্টাও করেননি সেভাবে। ডিফেন্সের মতো ভঙ্গি করে বল ব্যাটে লাগাতে ব্যর্থ হওয়ার পরও পেছনে ফেরার চেষ্টা না করে ফিরে যান সাজঘরে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তদন ত

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ