বার্সা কোচের দাবি- মার্তিনেসের ট্যাকেল গোলের সমান
Published: 13th, April 2025 GMT
শেষ বাঁশি বাজতে বেশি দেরি নেই, এমন সময় বার্সেলোনার সেন্টারব্যাক ইনিগো মার্তিনেসের করলেন দুর্দান্ত এক ট্যাকল। এই ৩৩ বছর বয়সী ডিফেন্ডার নিশ্চিত একটা গোল থেকে বাঁচিয়ে দিলেন দলকে। এই ট্যাকেলটা এতটাই মূল্যবান ছিল যে, বার্সা ম্যানেজার হান্সি ফ্লিক গোলের মতোই উদযাপন করলেন। মার্তিনেসের কল্যাণেই শনিবার (১২ এপ্রিল) লেগানেসের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পেল বার্সা। লা লিগা শিরোপা জয়ের তুমুল লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।
এই জয়ের ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা দলটি রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছে। যদিও এক ম্যাচ কম খেলা রিয়াল রবিবার (১৩ এপ্রিল) আলাভেসের মুখোমুখি হচ্ছে।
আরো পড়ুন:
পেনাল্টি মিস করে বাজি হেরেছেন ভিনিসিয়ুস
ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে
লেগানেসের ঘরের মাঠ বুতারকে স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে জর্জ সায়েঞ্জের আত্মঘাতী গোলে বার্সা এগিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের প্রান্তে মার্তিনেসের সেই অসাধারণ ট্যাকেলে মুনির এল হাদ্দাদির সমতাসূচক গোল ঠেকেয়ি দেওয়া সম্ভব হয়।
বার্সা কোচ হান্সি ফ্লিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, “আমার কাছে সেরা মুহূর্ত গোল নয়। ইনিগোর শেষ মুহূর্তের সেই ট্যাকল ছিল অবিশ্বাস্য। আমি সেটা গোলের মতোই উদযাপন করেছি; সবাই করেছে। এটা খেলারই অংশ। আবারো একটি ক্লিন শিট, তিন পয়েন্ট। দারুণ লাগছে। আমি সত্যিই খুশি এবং আমার দল নিয়ে গর্বিত।”
লেগানেসের বিরুদ্ধে বার্সেলোনা অবশ্য তাদের সেরা ছন্দে ছিল না। ম্যাচের শুরুতেই লেগানেসের আদ্রিয়া আলতিমিরা একটি চমৎকার শট নিয়ে গোলচেষ্টার মাধ্যমে সেজেসনিকে পরীক্ষা করেছিলেন।
ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। যখন রাফিনহার ক্রস ঠেকাতে গিয়ে সায়েঞ্জ নিজদের জালে বল ঠেলে দেন। শেষ দিকে লেগানেস সমতায় ফেরার জন্য আক্রমণে ঝাঁপিয়ে পড়ে, তবে বার্সা নিজেদের জায়গায় অটল থাকে। বার্সার জার্মান কোচ বিশেষভাবে সন্তুষ্ট ছিলেন দলের লড়াইয়ের মানসিকতা দেখে।
ফ্লিক বলেন, “আজ আমরা যেভাবে ৯৪, ৯৫ মিনিট লড়েছি, সেটা অবিশ্বাস্য। খেলোয়াড়দের উপর গত কয়েক সপ্তাহে যে পরিমাণ ধকল গিয়েছে.
তবে এই জয়কে কিছুটা ম্লান করে দিয়েছে বার্সা লেফটব্যাক আলেহান্দ্রো বালদের চোট। ম্যাচের প্রথমার্ধেই তাকে মাঠ ছাড়তে হয়। ফ্লিক জানান, স্পেনের এই ডিফেন্ডারের ইনজুরির মাত্রা জানতে রবিবার স্ক্যান করা হবে।
বার্সা মঙ্গলবার (১৫ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। প্রথম লেগে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে