শেষ বাঁশি বাজতে বেশি দেরি নেই, এমন সময় বার্সেলোনার সেন্টারব্যাক ইনিগো মার্তিনেসের করলেন দুর্দান্ত এক ট্যাকল। এই ৩৩ বছর বয়সী ডিফেন্ডার নিশ্চিত একটা গোল থেকে বাঁচিয়ে দিলেন দলকে। এই ট্যাকেলটা এতটাই মূল্যবান ছিল যে, বার্সা ম্যানেজার হান্সি ফ্লিক গোলের মতোই উদযাপন করলেন। মার্তিনেসের কল্যাণেই শনিবার (১২ এপ্রিল) লেগানেসের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পেল বার্সা। লা লিগা শিরোপা জয়ের তুমুল লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।

এই জয়ের ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা দলটি রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছে। যদিও এক ম্যাচ কম খেলা রিয়াল রবিবার (১৩ এপ্রিল) আলাভেসের মুখোমুখি হচ্ছে।

আরো পড়ুন:

পেনাল্টি মিস করে বাজি হেরেছেন ভিনিসিয়ুস

ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে

লেগানেসের ঘরের মাঠ বুতারকে স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে জর্জ সায়েঞ্জের আত্মঘাতী গোলে বার্সা এগিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের প্রান্তে মার্তিনেসের সেই অসাধারণ ট্যাকেলে মুনির এল হাদ্দাদির সমতাসূচক গোল ঠেকেয়ি দেওয়া সম্ভব হয়।

বার্সা কোচ হান্সি ফ্লিক ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, “আমার কাছে সেরা মুহূর্ত গোল নয়। ইনিগোর শেষ মুহূর্তের সেই ট্যাকল ছিল অবিশ্বাস্য। আমি সেটা গোলের মতোই উদযাপন করেছি; সবাই করেছে। এটা খেলারই অংশ। আবারো একটি ক্লিন শিট, তিন পয়েন্ট। দারুণ লাগছে। আমি সত্যিই খুশি এবং আমার দল নিয়ে গর্বিত।”

লেগানেসের বিরুদ্ধে বার্সেলোনা অবশ্য তাদের সেরা ছন্দে ছিল না। ম্যাচের শুরুতেই লেগানেসের আদ্রিয়া আলতিমিরা একটি চমৎকার শট নিয়ে গোলচেষ্টার মাধ্যমে সেজেসনিকে পরীক্ষা করেছিলেন।

ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের শুরুতে। যখন রাফিনহার ক্রস ঠেকাতে গিয়ে সায়েঞ্জ নিজদের জালে বল ঠেলে দেন। শেষ দিকে লেগানেস সমতায় ফেরার জন্য আক্রমণে ঝাঁপিয়ে পড়ে, তবে বার্সা নিজেদের জায়গায় অটল থাকে। বার্সার জার্মান কোচ বিশেষভাবে সন্তুষ্ট ছিলেন দলের লড়াইয়ের মানসিকতা দেখে।

ফ্লিক বলেন, “আজ আমরা যেভাবে ৯৪, ৯৫ মিনিট লড়েছি, সেটা অবিশ্বাস্য। খেলোয়াড়দের উপর গত কয়েক সপ্তাহে যে পরিমাণ ধকল গিয়েছে.

..... আন্তর্জাতিক বিরতির পর প্রতিটি পারফরম্যান্সই অসাধারণ ছিল।”

তবে এই জয়কে কিছুটা ম্লান করে দিয়েছে বার্সা লেফটব্যাক আলেহান্দ্রো বালদের চোট। ম্যাচের প্রথমার্ধেই তাকে মাঠ ছাড়তে হয়। ফ্লিক জানান, স্পেনের এই ডিফেন্ডারের ইনজুরির মাত্রা জানতে রবিবার স্ক্যান করা হবে।

বার্সা মঙ্গলবার (১৫ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। প্রথম লেগে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?

দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’

প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।

আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’

তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’

মুশফিকুর রহিম

সম্পর্কিত নিবন্ধ