সাইমুল হক, ফয়সাল মাহমুদ, মো. ফরহান, হৃদয় ও মাসুম। তাঁরা বন্ধু। সময়–সুযোগ পেলেই একসঙ্গে ঘোরাঘুরি করেন। এবারও ছুটির দিনে একসঙ্গে যাচ্ছিলেন বান্দরবানের লামা উপজেলার পর্যটনকেন্দ্র মিরিঞ্জা ভ্যালিতে। তবে কাছাকাছি গিয়েও পর্যটনকেন্দ্রটি পৌঁছাতে পারেননি তাঁরা। এর আগেই তাঁদের বহনকারী জিপ থেকে ছিটকে পড়ে আহত হন সাইমুল হক। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত শনিবার রাত সোয়া আটটার দিকে মিরিঞ্জা ভ্যালির আগে লামা-আলীকদম সড়কে জিপ থেকে ছিটকে পড়ে আহত হন সাইমুল। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাইমুল চট্টগ্রামের আনোয়ারা সদরের বাসিন্দা নুরুল হকের ছেলে। তিনি একটি মুঠোফোন কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাজ করতেন। ছয় ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।

ঘটনার বিবরণ দিয়ে সাইমুলের বন্ধু ফয়সাল মাহমুদ বলেন, ‘আমরা চকরিয়া থেকে জিপে উঠি মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য। লামা-আলীকদম সড়কের হাঁসের দিঘি এলাকা পার হওয়ার পরই পাহাড়ি উঁচুনিচু ও বিপজ্জনক সড়ক। গাড়ি চলার সময় সাইমুল কখনো গাড়িতে ঝুলে, কখনো পেছনে বসে যাচ্ছিল। আমরা তাকে নিষেধ করলেও সে শুনছিল না। মিরিঞ্জা ভ্যালি পৌঁছানোর পাঁচ কিলোমিটার আগে গাড়িটি বাঁক নেওয়ার সময় সাইমুল ছিটকে পড়ে।’ তিনি আরও বলেন, ‘ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে সাইমুলের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। এরপর আমরা আর মিরিঞ্জা ভ্যালি না গিয়ে আহত সাইমুলকে নিয়ে চকরিয়া হাসপাতালে যাই। সেখান থেকে রাতে চট্টগ্রাম শহরের হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়েছে।’

বন্ধুদের সঙ্গে সাইমুল হক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • সব সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা
  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
  • সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
  • পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়